এমনকি সেদিনের শ্মশানের ভিডিও ফুটেজ দেখে সিবিআই। এরপরই তলব করা হয় বিধায়ক নির্মল ঘোষকে।

RG Kar Case CBI: আরজি কর কাণ্ডে ফের তলব ফরেনসিক বিশেষজ্ঞের! তবে কি ময়নতদন্তেই বড় রহস‍্য? কাটবে কি ধোঁয়শা?

কলকাতাঃ ফের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব সিবিআই-এর। তাঁকে সিবিআই-এর সিজিও কমপ্লেক্স-এ ডাকা হয়। আরজি কর কাণ্ডে নির্যাতিতার যে ৩ জন ময়না তদন্তকারী চিকিৎসক ছিলেন, তার মধ্যে একজন অপূর্ব বিশ্বাস। তাঁকে ফের আজ সিবিআই তলব করে। তিনি আজ, রবিবার দুপুরবেলায় হাজির হন সিবিআই দফতরে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাঁর বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুনঃ কথা দিয়েও বসল না পুলিশ আউটপোষ্ট, সিসিটিভি! ঘটনায় সরব সাগর দত্তের জুনিয়ার চিকিৎসকরা

আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় আজ, রবিবার ফের তলব করা হল তিন চিকিৎসককে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও সৌরভ পালকে আজ ফের ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। সন্দীপ ঘনিষ্ঠ বিরূপক্ষ বিশ্বাস, সৌরভ পাল ও অভিক দে- এই ৩ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমান লোপাটে হাত ছিল বলে প্রথম থেকেই অভিযোগ। এদের মধ্যে ঘটনার দিন কেউ ছিলেন ঘটনাস্থলে কেউ ছিলেন মর্গে, অভিযোগ জুনিয়ার চিকিৎসকদের।

আরও পড়ুনঃ ট্রলার থেকে উদ্ধার ২ মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ ৭! সকাল থেকেই শুরু তল্লাশি!

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে টালা থানার আরেক পুলিশকর্মী। তাঁর বিরুদ্ধে ময়নাতদন্ত তড়িঘড়ি করে করার জন্য চিঠি লেখার অভিযোগ করা হয়। সিবিআই দফতরে রবিবার চিন্ময় বিশ্বাসকে তলব করা হলে হাজিরা দেন টালা থানার সাব ইন্সপেক্টর। এদিন তাঁকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। গোয়েন্দাদের অনুমান, চিন্ময় বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার জট অনেকটাই খুলে ফেলা যাবে।