নির্যাতিতার চোখে কীসের আঘাত? প্রশ্ন বিচারপতির

RG Kar Case: আরজি কর সুপ্রিম শুনানিতে উঠল ডাক্তার চন্দন সেন হত্যা প্রসঙ্গ, কী ঘটনা সেটি? দেখুন

সোমবার আরজি কর মামলার পঞ্চম শুনানি ছিল সুপ্রিম কোর্টে। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বিস্ফোরক অভিযোগ তোলেন। আইনজীবী ফিরোজ এডুলজির দাবি, হাসপাতালে জাল ওষুধের একটি চক্র চলছে। ২০০৩ সালে চন্দন সেন নামে এক চিকিৎসক মারা গিয়েছিলেন বলেও আদালতে জানান এডুলজি। এদিন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন, ‘দেবাশিস সোমের ভূমিকা কী ছিল সেটা দেখা হয়নি। উনি উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ এবং প্রধানের ঘনিষ্ঠ ছিলেন। চন্দন সেনের কেস ফাইল কি দেখা হয়েছে? তাঁর মৃত্যুর ফাইল কি খতিয়ে দেখা হয়েছে?’