সাসপেন্ড সুশান্ত রায়।

Sandeep Ghosh RG Kar case: সন্দীপের বাড়বাড়ন্তের পিছনে তিনি? চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করল আইএমএ

কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে এবার আইএমএ-র কোপে চিকিৎসক সুশান্ত রায়। আইএমএ-র বেঙ্গল শাখার সাসপেন্ড করল চিকিৎসক সুশান্ত রায়কে। ঘটনাচক্রে আইএমএ-র জলপাইগুড়ি শাখার সম্পাদক চিকিৎসক সুশান্ত রায়। সেই সঙ্গে চিকিৎসক মহলে বেশ প্রভাবশালী বলে পরিচিত সুশান্ত রায়।

সুশান্ত রায়ের বিরুদ্ধে আরজি কর হাসপাতালে ৯ অগাস্ট চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সুশান্ত রায় গ্রেফতার হওয়া চিকিৎসক সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত। প্রসঙ্গত আইএমএর বেঙ্গল শাখার সম্পাদক চিকিৎসক শান্তনু সেন।

আরও পড়ুন: ৫০০০ টাকা দিয়ে ঘনিষ্ঠতার জন্য কলগার্ল বুকিং যুবকের, তরুণীর পরিণতি দেখে হতবাক পুলিশ

রাজ্যের স্বাস্থ্য দফতরে বেশ প্রভাবশালী বলে পরিচিত ‘উত্তরবঙ্গ লবি’। এই উত্তরবঙ্গ লবির প্রভাবশীলা চিকিৎসকদের মধ্যে নাম উঠে আসে সুশান্ত রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস। এবার সুশান্ত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল আইএমএ-র বেঙ্গল শাখা।

আরও পড়ুন: আদালতেই আটকে সন্দীপ, উড়ে এল জুতো! ফাঁসি চেয়ে তুমুল বিক্ষোভ, ডাক পড়ল কেন্দ্রীয় বাহিনীর

সন্দীপ ঘোষকে গ্রেফতারির পর আট দিন নিজেদের হেফাজতে রেখেছিল সিবিআই৷ এর পর সন্দীপের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ নিয়ম অনুযায়ী, সিবিআই এখনও ৬ দিন সন্দীপ ঘোষ সহ চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারত৷ এ দিন আদালতে শুনানি চলাকালীন সিবিআই-এর তদন্তকারী অফিসার এবং আইনজীবী বিচারককে জানান, ভবিষ্যতে তাঁরা সন্দীপ ঘোষদের হেফাজতে নেবেন৷