আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরজি কর কাণ্ডে দোষীর সর্বোচ্চ সাজার দাবি তৃণমূলের

আবীর ঘোষাল, কলকাতা: বিরোধীরা চক্রান্ত করছে অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের। বাম ও বিজেপির বিরুদ্ধে একযোগে অভিযোগ তৃণমূলের। বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনাকে কেন্দ্র বাম-রাম যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুৎসার রাজনীতি শুরু করেছে তার পাল্টা প্রতিবাদ হিসেবে এবার রাস্তায় নামছে তৃণমূল।

আরও পড়ুন– ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা ! গাঙ্গেয় বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

আজ, শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মিছিলে পা মেলাতে চলেছেন। আগামিকাল ১৭ ও ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধরনা, প্রতিবাদ সভা। গত বুধবার বেহালায় প্রাক-স্বাধীনতা উদযাপনের অনুষ্ঠানে এই ঘোষণার সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছেন। সিপিআইএম বিজেপিকে আক্রমণ করে তাদের জমানায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে নেত্রী বলেন, এদের অধিকার নেই বড় বড় কথা বলার।

আরও পড়ুন– পঞ্জিকা ১৬ অগাস্ট: দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘‘গত শুক্রবার আরজি করের ঘটনার দিন ছিলাম ঝাড়গ্রামে। সেখান থেকেই পুলিশের সঙ্গে টানা যোগাযোগ রেখে গিয়েছি। ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পৃথিবীর সেরা কলকাতা পুলিশের দক্ষ অফিসাররা তদন্ত করছিল। রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। আশা করব ওরা রবিবারের মধ্যে রেজাল্ট দেবে। মাথায় রাখতে হবে, রাজ্য পড়ুয়াদের দাবি মেনে এমএসভিপি, প্রিন্সিপাল, পুলিশকে বদলি করেছি।’’

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আজ শুক্রবার বেলা তিনটের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে। সবাইকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন মমতা। তিনি নিজে থাকবেন সেই মিছিলে। বিকেল ৪টের সময় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে সেই মিছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘তৃণমূলের মিছিলেও স্লোগান উঠবে- ‘উই ওয়ান্ট জাস্টিস’। তিনি জানিয়েছেন, বিচারের দাবিতেই পথে নামছে তৃণমূল।’’

উল্লেখ্য, বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ফাঁসির দাবি জানিয়ে পথে নামবেন তিনি। তাঁর দাবি, আগামী রবিবারের মধ্যে সিবিআই-কে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আরজি কর কাণ্ডে রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করার সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রবিবারের মধ্যে কিনারা না হলে পথে সিবিআই-কে তদন্তভার দেওয়া হবে। তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।