বৈঠকের আগে কড়া মুখ‍্যসচিব

RG Kar Case: জুনিয়ার ডাক্তারদের সঙ্গে ফের বৈঠকের আগে কড়া মুখ‍্যসচিব! স্বাস্থ‍্য-পূর্ত দফতরকে দ্রুত কাজ শেষের নির্দেশ

কলকাতাঃ মেডিক‍্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক মুখ্য সচিবের।পূর্ত দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, ও কয়েকটি এজেন্সিদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। পূর্ত দফতরের সচিবকে উদ্দ‍্যেশে মুখ্যসচিব বলেন, ‘‘দেরি করা যাবে না কাজে। অকারণে ঢিলেমি দেবেন না। দ্রুততার সঙ্গে কাজ করতে হবে এবং সেই কাজ শেষ করতে হবে।’’

আরও পড়ুনঃ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিশ্বকর্মা পুজোতে এ কী থিম? মুহূর্তে ভাইরাল, দেখুন

তিনি আরও নির্দেশ দেন স্বাস্থ্য সচিবকে, ‘‘রেস্টরুম, টয়লেট এগুলি দ্রুততার সঙ্গে তৈরি করতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপলোড হলে সেগুলি ফলো করতে হবে। স্বাস্থ্য দফতরের কাজে আরও গতি আনতে হবে। এখনও যে অ্যাসেসমেন্টগুলো বাকি রয়েছে সেগুলি দ্রুত শেষ করুন। সিসিটিভি-এর কাজ দ্রুত শেষ করতে হবে।’

আরও পড়ুনঃ ‘জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত, কিন্তু এবার কাজে ফিরুন’, #JusticeforRGKar ব্যবহার করে নিরাপত্তা-আশ্বাস অভিষেকের

দুপুর সাড়ে বারোটা থেকে মুখ্য সচিব নবান্নে এই বৈঠক করেন বলেই সূত্রের খবর। প্রসঙ্গত আজকেই আলোচনা চেয়ে মুখ্যসচিবকে ইতিমধ্যে ইমেইল করেছেন জুনিয়র চিকিৎসকরা। নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো ব্যবস্থা নিশ্চিত করতে চেয়ে। ইমেলের উত্তরে তাঁদের সন্ধ্যা ৬.৩০ টায় আসতে বলা হয়েছে। অন‍্যদিকে, জুনিয়র ডক্টরদের বন্যা পরিস্থিতি মাথায় রেখে কাজে যোগ দেওয়ার আবেদন রাখা হয়েছে। টাস্ক ফোর্স-এর সদস্যরা বৈঠকে বসবেন।