আজ পথে নামছেন সুকান্ত-শুভেন্দু, কী কর্মসূচি দুই পদ্ম নেতার?

Suvendu Adhikari-Sukanta Majumdar: হাতিয়ার আরজি কর, আজ পথে নামছেন সুকান্ত-শুভেন্দু, কী কর্মসূচি দুই পদ্ম নেতার?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর ইস্যুকে হাতিয়ার করে আজ, বুধবার ফের পথে নামছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। শুধুমাত্র আন্দোলনের ঝাঁঝ বাড়ানোই নয়, আরজি করের ঘটনায় আন্দোলন জিইয়ে রাখতে চাইছে বঙ্গ বিজেপি।

সোমবার ধর্মতলায় ধরনা অবস্থানের শেষ দিনের মঞ্চ থেকেই আগামী দিনে বিজেপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ঘোষণা মত আজ, বুধবার থেকে টানা দু’সপ্তাহ ব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্তে পথসভা থেকে বিক্ষোভ মিছিল শুরু করছে পদ্ম শিবির। আজ, বুধবার একদিকে যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে দমদম নাগেরবাজারে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বিজেপি, তখন অন্যদিকে একই দাবিতে নিজের হোম গ্রাউন্ড কাঁথিতে পথে নামতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন– প্রাইজ পোস্টিং! বিনীত গোয়েলের বিরুদ্ধে আন্দোলন নিয়ে বড় হুঁশিয়ারি শমীকের

আজ, বুধবার বিকেলে কাঁথির ভবতারিণী মন্দির থেকে মহামিছিলের ডাক দিয়েছে বিজেপি। যে কর্মসূচির নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। ‌ মিছিল শেষে পথসভাতেও বক্তব্য রাখবেন শুভেন্দু। অন্যদিকে এদিন বিকেলেই দমদমের নাগেরবাজার থেকে সেন্ট মেরি স্কুল পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমাদের এখন দফা এক দাবি এক একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতদিন না পর্যন্ত এই ঘটনায় যারা জড়িত তারা কঠোর শাস্তি পাচ্ছে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত বিজেপি রাস্তায় থাকবে।’’

আরও পড়ুন- রাশিফল ১৮ সেপ্টেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

আরজি করের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় আজ থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে পথসভা ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি মহিলা মোর্চার ডাকে থানা সাফাই অভিযান‌ থেকে আগামী ২৫শে সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার হাজরায় প্রতিবাদ সভা, পুজোর ক’দিন গণস্বাক্ষর অভিযান-সহ নানান কর্মসূচি পালন করার কথাও ঘোষণা করা হয়েছে বঙ্গ পদ্ম শিবিরের তরফে।