আইনজীবীদের মৌন মিছিল পুরুলিয়ায়

RG Kar Doctor Murder Protest: আরজি কর কাণ্ডে এবার পথে জেলার আইনজীবীরাও

পুরুলিয়া: আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। চারিদিকে প্রতিবাদের ঝড় উঠেছে। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে সর্বত্র চলছে মিছিল ও ধরনা কর্মসূচি। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন পুরুলিয়ার আইনজীবীরা। ‘জাস্টিস ফর আরজি কর’ এই বার্তা নিয়ে এইদিন কালো ব্যাচ পরে পথে নামতে দেখা যায় আইনজীবীদের।

পুরুলিয়া জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এইদিন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে আইনজীবীদের পাশাপাশি আদালতের অন্যান্য কর্মীরাও সামিল ছিলেন। এই মিছিল পুরুলিয়ার বড়হাট, মধ্যবাজার, পোস্ট অফিস মোড়, ভগৎ সিং মোড় হয়ে জেলা আদালতে এসে শেষ হয়। মিছিলটি সম্পূর্ণ মৌনভাবে পালিত হয়। ‌

আরও পড়ুন: পুজোর মালা তৈরি করে পড়াশোনার খরচ জোটাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরী

এগ বিষয়ে এক আইনজীবী বলেন, আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে আমাদের এই মিছিল। ‌ সম্পূর্ণ মৌনভাবে এই মিছিল আমরা করলাম। নৈশব্দেরও যে প্রতিবাদ অনেকখানি দৃঢ় হতে পারে সেই বার্তাই আমরা সকলের মধ্যে পৌঁছে দিলাম। আমরা চাই এই ঘটনার তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

শর্মিষ্ঠা ব্যানার্জি