RG Kar Hospital Transfer: প্রিন্সিপালের নামে নিখোঁজ ব্যানার! সরলেন সুহৃতা, এবার আরজি করের দায়িত্বে কে?

কলকাতা: দুপুরেই তাঁর খোঁজে পড়েছিল নিখোঁজ ব্যানার৷ সন্ধের মধ্যেই অপসারিত হতে হল তাঁকে৷ আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দাবিকে মান্যতা দিয়ে এবং হাসপাতালে পরিষেবার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নব নিযুক্ত অধ্যক্ষ সুহতা পালকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল স্বাস্থ্য ভবন৷ তাঁর বদলে আরজি কর হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হল বারাসাত সরকারি হাসপাতাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডঃ মানস কুমার বন্দ্যোপাধ্যায়কে৷

পাশাপাশি, বুধবার সরানো হয় আরও তিন আধিকারিককেও। MSVP সহ চেস্ট মেডিসিনের প্রধান ও অ্যাসিট্যান্ট সুপারকেও৷

বদলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের বর্তমান সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে আরজি কর হাসপাতালের নতুন সুপার পদে নিযুক্ত করা হল বুধবার৷

আরও পড়ুন: হাসপাতালেই যান না তিনি! সরিয়ে দেওয়া হল আরজি করের নয়া প্রিন্সিপালকে, বাতিল সন্দীপ ঘোষের অর্ডারও

আরজি কর হাসপাতালের অপসারিত প্রিন্সিপাল সুহৃতা পালকে পাঠানো হল বারাসত সরকারি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পদে৷

আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে পাঠানো হল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷

আরও পড়ুন: সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে জটিলতা কাটাতে তৎপর সিবিআই! বৃহস্পতিতেই হাইকোর্টে যাওয়ার ভাবনা

বুধবার দুপুরে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে স্বাস্থ্যভবন চত্বর। শোনা যায়, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের ১ ঘণ্টা সময় দিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁদের অন্যতম দাবি ছিল, সন্দীপ ঘোষ সহ ঘটনার দিন আরজি করে শীর্ষপদে যাঁরা ছিলেন, তাঁদের অন্য কোনও প্রশাসনিক পদে নিয়োগ করা যাবে না। ১ ঘণ্টার মধ্যে কোনও সিদ্ধান্ত না জানানো হলেও, সন্ধ্যায় সন্দীপ ঘোষকে সরানোর কথা জানান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সরানো হয় আরজি করে অন্যান্য শীর্ষপদে থাকা বাকি ৪ জনকেও৷