রাজ্য জুড়ে আগামী কর্মসূচির ঘোষণা সুকান্তর!

RG Kar Protest BJP: ২৮ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর! চাক্কা বনধ থেকে ধরনা! কোথায় কোথায়? আরজি কর ইস্যুতে রাজ্য জুড়ে কর্মসূচির ঘোষণা বিজেপির

কলকাতা: আরজি কর ইস্যুকে হাতছাড়া করতে চাইছে না বঙ্গ পদ্ম শিবির।‌ কলকাতা-সহ রাজ্য জুড়ে পথ অবরোধ, ধরনা, থানা ঘেরাও, স্বাস্থ্য ভবন অভিযানের শেষে এবার আগামী কয়েকদিনের বিরাট কর্মসূচি ঘোষণা করল বিজেপি। দলের তরফে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ধরনা মঞ্চ থেকে এই ঘোষণা করেন।

শ্যামবাজারে টানা পাঁচ দিন ধরনা অবস্থান এবং স্বাস্থ্য ভবন অভিযানের পর শুক্রবার কলকাতা-সহ রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। আগামী দিনে আরজি কর ইস্যুতে কী হতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দলের কর্মসূচি? তাও রবিবার স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: ঝেঁপে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি…! সোম-মঙ্গলে কী হবে জেলায় জেলায়? কবে থামবে ঝড়-জল? ‘দিন’ জানিয়ে দিল আইএমডি

এই তালিকা অনুযায়ী, আগামী আঠাশে অগাস্ট ফের বঙ্গ বিজেপি শিবির ধরনায় বসতে চলেছে ধর্মতলাতে। সুকান্ত মজুমদার জানান, “পুলিশের কাছে অনুমতি চেয়েছি। না দিলে আদালতে যাব। মহিলা কমিশনে তালা লাগানো হবে।

আগামী ২৮শে অগাস্ট বেলা দুটোয় পালিত হবে এই কর্মসূচি। এরপরে আগামী ২৯ অগাস্ট রাজ্য জুড়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে। আগামী ২ সেপ্টেম্বর ব্লকে ব্লকে অফিসারদের সামনে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও আগামী ৪ সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজ্য জুড়ে চাক্কা বনধের ডাক দিয়েছে বিজেপি।