স্বাস্থ্য ভবনের সামনে মিষ্টি বিতরণ

RG Kar Protest: ‘আমার কাছে ওঁরা ভগবান’, রাত ঘনাচ্ছে, স্বাস্থ্য ভবনের সামনে হঠাৎ হাজির এক বাবা! যা করলেন, চমকে উঠল সকলে

উত্তর ২৪ পরগনা: রাতের রাস্তায় ‘জ্যান্ত ভগবান’-কে এভাবেই ভোগ নিবেদন করে এখন রাতারাতি ভাইরাল এই  ‘বাবা’। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক বাবা, বছর ১১ মেয়ে রয়েছে তাঁরও। তার ভবিষ্যৎ সুরক্ষিত করা ও বর্তমানে চলা রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের মাঝে পৌঁছে গিয়েছিলেন মেয়ের মুখের দিকে তাকিয়ে।

নিজের সামর্থ্য অনুযায়ী দীর্ঘ সময় ধরে রাস্তায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানে, বরানগর এলাকার বাসিন্দা রঞ্জন দাঁ নিয়ে গিয়েছিলেন প্রায় সাড়ে ৫০০ রসগোল্লা। শারীরিক ভাবে কিছুটা অসুস্থ হলেও, প্রতিবেশী পূর্ণেন্দু দত্তকে সঙ্গে নিয়েই পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে। রঞ্জনবাবু একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত, আর সঙ্গী পূর্ণেন্দুবাবু গাড়ি চালিয়ে করেন উপার্জন।

আরও পড়ুন: মেট্রোরেলের সুড়ঙ্গে দৌড় তরুণীর, ভয়াবহ কাণ্ড পার্ক স্ট্রিট স্টেশনে! বিঘ্নিত মেট্রো ব্যবস্থা, প্রশ্নে নিরাপত্তা

সাধারণ মানুষের কাছে ভগবানের আসন পাওয়া চিকিৎসকেরা যখন সারা রাত জেগে এভাবে ন্যায় বিচারের জন্য চালিয়ে যাচ্ছেন আন্দোলন, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিন্তে বাড়িতেই বসে থাকতে পারেন নি বরানগর এলাকার এই বাসিন্দা। তাই রাতেই অবস্থানরত চিকিৎসক পড়ুয়াদের জন্য মিষ্টির দোকান থেকে নিজের সামর্থ্য অনুযায়ী রসগোল্লা কিনে নিয়ে যান। এরপর চিকিৎসকদের অনুরোধ করেন তার এই সামান্য খাওয়ার গ্রহণের। এরপরই অবস্থানরত চিকিৎসকদের হাতে তুলে দেন মিষ্টি।

আরও পড়ুন: ভাবা যায়! কন্যার পর এবার অনুব্রতর বাড়ি ফেরার অপেক্ষায় মহারাষ্ট্রের মানুষরা! কেন? অবাক হয়ে যাবেন

রাত তখন প্রায় দু’টো। সারাদিনের কর্মক্ষেত্রের ক্লান্তিকে দূরে সরিয়ে এক মুখ হাসি নিয়ে এভাবেই সকলকে মিষ্টি বিতরণ করতে দেখা যায় বরানগরের রঞ্জন ও পূর্ণেন্দুকে। জিজ্ঞাসা করতে জানান, ‘ভগবানকে মিষ্টি নিবেদন করতে এসেছি। ভাই-বোনেরা দিনের পর দিন না ঘুমিয়ে কাটাচ্ছে, সেখানে একদিন নাই বা ঘুমোলাম।’ কোন রাজনৈতিক দলের হয়ে নয়, আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে একজন বাবা হিসেবেই আবেগ তাড়িত হয়ে বিচার চাইতে ছুটে যান বলেই জানিয়েছেন রঞ্জন দাঁ।

এলাকা-সহ রাজ্যের সর্বত্র যেভাবে ছোট ছোট ছেলে-মেয়েরা রাস্তায় নেমে এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছে তা দেখে আর ঠিক থাকতে পারেননি সাধারণ এই বাবা। কোনও রকম প্রচার চাইতে নয় নিতান্তই মানবিকতার খাতিরে তার এমন সিদ্ধান্ত বলেও জানান রঞ্জন দাঁ। সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল এই সাধারণ বাবার ছবি। অবস্থানরত চিকিৎসকেরা থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নেটাগরিকরাও এখন কুর্নিশ জানাচ্ছেন এই  ‘বাবাকে’।

Rudra Narayan Roy