কলকাতা: তদন্তের গতি শ্লথ, দুর্বল চার্জশিট, ৮৪ দিনের মাথায় এখনও বিচারহীন অভয়া ধর্ষণ-খুন তদন্ত। আরজি কর কাণ্ডের তদন্তের দাবিতে সিবিআই এর বিরুদ্ধে এবার সোচ্চার জুনিয়র চিকিৎসক সংগঠন। আজ শুক্রবার, সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয় তুলে ধরে তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে কার্যত গলা চড়ালেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের চিকিৎসকেরা।
তদন্তে এত দেরি কেন হচ্ছে প্রশ্ন তুলে একাধিক বিষয়ে আরও একবার আলোকপাত করলেন প্রতিবাদী চিকিৎসকেরা। তাঁরা প্রশ্ন তোলেন সৎকারে এতো দ্রুততা কীসের জন্য ছিল? শুধু তাই নয়, মূল অভিযুক্ত সঞ্জয় রাই কি এক মাত্র দোষী? সিবিআই-এর কাছে এই সকল প্রশ্নের উত্তরের দাবি জানান জুনিয়র চিকিৎসকদের সংগঠন। একইসঙ্গে তাঁদের দাবি, শাসকরা মেডিক্যাল কলেজগুলিতে আগের মতোই থ্রেট কালচার চালাচ্ছে। কিন্তু আমরা তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।
আরও পড়ুন: ভারতের ৫০০ টাকা এখানে ১.৫ লাখের সমান…! ‘নাম’ শুনবেন কোন দেশ? চমকাবেনই, গ্যারান্টি!
আগামী ৯ নভেম্বর বিকাল তিনটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এদিনের সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়, ‘বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা কোনও অবস্থাতেই আন্দোলন থেকে সরে আসছি না। হাসপাতালের পাশাপাশি পথে নেমেও আন্দোলন চলবে।’
অন্যদিকে চিকিৎসকদের পাল্টা সংগঠনকে ‘ভুঁইফোড়’ বলে কটাক্ষ করেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকেরা। প্রশ্নোত্তর পর্বে দেবাশীষ হালদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “যাঁদের বিরুদ্ধে আমরা এতদিন অভিযোগ করে এসেছি তারাই আজ বিচার চাইছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”