অবরুদ্ধ বাইপাস।

RG Kar case protest: সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর বাইপাসে যান চলাচল শুরু! প্রতিবাদে শামিল মোহনবাগান অধিনায়কও

কলকাতা: যুবভারতী চত্বরে প্রতিবাদে শামিল হয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান ক্লাবের ফুটবল সমর্থকরা। একযোগে সকলের গলায় একই স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’। আর এর জেরেই সাড়ে তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ বাইপাস। এখনও আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্লোগান চলছে। সাড়ে তিন ঘন্টার বেশি সময় পরে যান চলাচল শুরু করা হয়েছে।

উপস্থিত সমর্থকেরা মোবাইলের ফ্ল্যাশলাইটের আলো জ্বালিয়ে প্রতিবাদ করছেন, স্টেডিয়ামের গেটের সামনেও জমা হয়েছেন প্রচুর প্রতিবাদী। সমর্থকদের প্রতিবাদে হাজির হয়েছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে, স্ত্রী কস্তুরী ছেত্রীকে নিয়ে মিছিলে যোগ দিয়েছেন তিনি। বৃষ্টি উপেক্ষা করেই চলছে সমর্থকদের এই প্রতিবাদ।

আরও পড়ুন: টলিউডে মনখারাপ করা খবর! বিয়ে ভাঙল চন্দ্রবিন্দুর অনিন্দ্যর, সমাজমাধ্যমে জানালেন স্ত্রী মধুজা

নিরাপত্তার কারণে বাতিল করে দেওয়া হয় ডার্বির ম‍্যাচ। সমর্থকরা প্রশ্ন তুলেছেন, নিরাপত্তার দাবি তুলে যদি ডার্বি বাতিল করা হয়, তা হলে প্রতিবাদ আটকাতে এত পুলিশ মোতায়েন করা হল কেন? এর থেকে কম পুলিশে তো ডার্বি হয়ে যেত। ইস্টবেঙ্গল, মোহনবাগানের সঙ্গে মহমেডান পতাকা নিয়েই আরজি কাণ্ডের প্রতিবাদ করেছেন তারা। সব দলের সমর্থকদের দাবি, ম‍্যাচ দেখতে এসেও শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতেন তারা।

আরও পড়ুন: সাপের বিষে প্রাণ যায় বহু প্রাণীর, কিন্তু উটকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ, কারণ জানলে চমকে উঠবেন

যুবভারতীর বাইরে দুই দলের সমর্থকদের হাতেই রয়েছে নিজেদের ক্লাবের পতাকা। সেখানে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের সমর্থকেরা মোহনবাগানের ও মোহনবাগানের সমর্থকেরা ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে প্রতিবাদ করছেন। মিলে গিয়েছে লাল-হুলুদ, সবুজ-মেরুন।