মাথায় চারবার বল নাচিয়ে গোল! ব্রাজিল তারকার এই গোলের ঝলক বারবার দেখার মতো

#দোহা: ব্রাজিল যেদিন ফুটবল খেলে, সারা দুনিয়া হা করে দেখে। অরণ্যের এই প্রাচীন প্রবাদ যে একেবারে সত্যি তা প্রমাণ হয়ে গিয়েছে গতকাল রাতে। ব্রাজিলের স্কিলফুল ফুটবল দেখে প্রশংসা না করে পারছেন না নেইমারদের অতি বড় সমালোচকও।

কাতারে ফিফা বিশ্বকাপে এখন রাউন্ড-১৬ ম্যাচগুলি খেলা হচ্ছে। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে দুরমুশ করেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। এবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবেন নেইমার, রিচার্লিশনরা। এরই মধ্যে আলোচনায় ফের রিচার্লিশন।

আরও পড়ুন- স্ত্রীকে কোলে বসিয়ে রোমান্টিক মেসি, ডাচ চ্যালেঞ্জের আগে অন্য মুডে আর্জেন্টিনা দল

আসলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের রিচার্লিসন দুর্দান্ত একটি গোল করেছেন। গোল করার আগে বলটাকে চারবার মাথায় নাচিয়ে নেন তিনি। তার পর বক্সে ঢুকে গোল। অনেকেই বলছেন, ব্রাজিলের এই দলের আসল সম্পদ এই রিচার্লিশন।

শুরুতেই নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র গোল করে ব্রাজিলকে ২-০ তে এগিয়ে দেন। এরপর ২৯ মিনিটে রিচার্লিসন দুর্দান্ত গোল করে ব্রাজিলকে ৩-০ গোলে এগিয়ে দেন।

দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডাররা তাঁকে ঘিরে ফেলেছিলেন। তার পরও  মাথায় চার বার বল নাচিয়ে নেন তিনি। এর পরই দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল।

পাঁচবার ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে ব্রাজিল। এবারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার তারা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রাখেন। ব্রাজিলের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা।

আরও পড়ুন- হৃদয় ছুঁয়ে গেল সাম্বা তারকাদের এই কাজ, পেলের আরোগ্য কামনায় ব্রাজিল ফ্যানরা

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া পেনাল্টি শুটআউটে জাপানকে ৩-১ গোলে হারিয়েছে। ম্যাচ জিততে ক্রোয়েশিয়াকে নেইমার, রিচার্লিশন, ভিনিসিয়াস জুনিয়রদের কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে। আর এই ব্রাজিল এখন আত্মবিশ্বাসে ফুটছে।