কন্যাশ্রী সম্মান আর্জেনটিনাকে

Malda News: বাবার স্বপ্ন মেয়েকে বড় ফুটবলার তৈরি করা, স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রশাসন

মালদহ: বাবার কাছে ফুটবলে তালিম। ছয় বছর বয়স থেকেই নিজের মেয়েকে ফুটবলে হাতে খড়ি দিয়েছিলেন বিশ্বনাথ সোরেন। নিজে একজন ফুটবলার, এলাকায় ভাল নামডাক রয়েছে। কিন্তু দরিদ্রতার কারণে নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি। নিজে পেশাদার ফুটবলার হতে না পারলেও ছেলে মেয়েকে ফুটবলার তৈরির স্বপ্ন দেখেছিলেন তিনি। তাই সমাজের সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে মেয়ে আর্জেন্টিনাকে ফুটবল শেখাতে শুরু করেন।

মেয়ের বয়স যখন ছয়, তখন থেকেই মাঠে নিয়ে গিয়ে ফুটবল শেখান। এখন আর্জেন্টিনা স্কুলস্তরে ভাল ফুটবলার। স্কুলের হয়ে রাজ্য এমনকী জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেয়েছে। আর্জেন্টিনা সোরেন বলে,”আমি হাতি মারি হাই স্কুলে পড়াশোনা করি। পাশাপাশি স্কুলের হয়ে রাজ্য ও জাতীয় স্তরে ফুটবল খেলেছি। বাবার কাছেই ফুটবল খেলা শেখা। এই সম্মান পেয়ে খুব ভাল লাগছে।ঠ

মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামের বাসিন্দা বিশ্বনাথ সোরেন। তার মেয়ে আর্জেন্টিনা সোরেন গাজোল হাতিমারি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ভাল ফুটবল খেলে সুনাম অর্জন করেছে আর্জেনটিনা। স্কুলের হয়ে খেলে একাধিক সাফল্য পেয়েছে। দরিদ্র পরিবারের মেয়ে হয়েও ফুটবলে লড়াই চালিয়ে যাচ্ছে। তার এই লড়াইয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্মান দেওয়া হয়েছে। এই বছর তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী সম্মান দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ North 24 Parganas News: বসিরহাটে পৃথক দুটি পথ দুর্ঘটনা, আহত মোট ৬

১৪ আগস্ট কন্যাশ্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আর্জেন্টিনাকে কন্যাশ্রী সম্মানে সম্মানিত করা হয়। বাবা বিশ্বনাথ সোরেন বলেন,”আমি নিজেই মেয়েকে ফুটবলের প্রশিক্ষণ দিয়েছি। আমার স্বপ্ন আগামীতে মেয়ে যেন বাংলা ও দেশের হয়ে ফুটবল খেলার সুযোগ পায়।” তারপর আগামীতে আর্জেনটিনা যেন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করতে পারে সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছেন আর্জেনটিনার বাবা বিশ্বনাথ সরেন।

হরষিত সিংহ