প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পুজো করা হয় বাঙালির গৃহস্থে। পুজো শেষে পাঠ করা হয় পাঁচালি।

Lakshmipuja Rituals: বৃহস্পতিবারে পূর্ণিমা! এভাবে ঘট পেতে এই জিনিসগুলি দিন মা লক্ষ্মীর পুজোয়! সংসারে উপচে পড়বে ধনসম্পদ

প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পুজো করা হয় বাঙালির গৃহস্থে। পুজো শেষে পাঠ করা হয় পাঁচালি।
প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পুজো করা হয় বাঙালির গৃহস্থে। পুজো শেষে পাঠ করা হয় পাঁচালি।

 

বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, তাহলে সে দিনটির গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে কী করে পুজো করলে বাড়িতে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে।
বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, তাহলে সে দিনটির গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে কী করে পুজো করলে বাড়িতে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে।

 

প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে মুছে আলপনা আঁকুন। তার পর ঘি বা তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন।
প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে মুছে আলপনা আঁকুন। তার পর ঘি বা তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন।

 

মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত প্রদীপশিখার মুখ সব সময় পূর্ব দিকে করে রাখুন।
মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত প্রদীপশিখার মুখ সব সময় পূর্ব দিকে করে রাখুন।

 

ঘটস্থাপনের আগে তেল ও সিঁদুর দিয়ে ঘটের গায়ে আঁকুন মাঙ্গলিক চিহ্ন। তাতে দিন বিজোড় সংখ্যক আম্রপল্লব। আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিতে ভুলবেন না।
ঘটস্থাপনের আগে তেল ও সিঁদুর দিয়ে ঘটের গায়ে আঁকুন মাঙ্গলিক চিহ্ন। তাতে দিন বিজোড় সংখ্যক আম্রপল্লব। আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিতে ভুলবেন না।

 

ঘটস্থাপন করে তাতে দিন কলা বা হরিতকি বা যে কোনও একটি ফল। এ বার তাতে দিন বেলপাতা ও দূর্বা। মঙ্গলঘট স্থাপনের সময় অবশ্যই উলুধ্বনি দিন।
ঘটস্থাপন করে তাতে দিন কলা বা হরিতকি বা যে কোনও একটি ফল। এ বার তাতে দিন বেলপাতা ও দূর্বা। মঙ্গলঘট স্থাপনের সময় অবশ্যই উলুধ্বনি দিন।

 

ঘটের উপর দিন লাল চেলি এবং নতুন চাঁদমালা এবং পৈতে। পুজোয় অন্যান্য উপকরণের সঙ্গে অবশ্যই নিবেদন করুন পান, সুপারি, হরিতকি, আবির এবং একটি কাঁচা টাকা।
ঘটের উপর দিন লাল চেলি এবং নতুন চাঁদমালা এবং পৈতে। পুজোয় অন্যান্য উপকরণের সঙ্গে অবশ্যই নিবেদন করুন পান, সুপারি, হরিতকি, আবির এবং একটি কাঁচা টাকা।

 

এভাবে ঘটস্থাপন করে নিয়ম মেনে লক্ষ্মীপুজো করুন। পুজো শেষে পাঁচালি, অষ্টোত্তর শতনাম এবং ব্রতকথা পাঠ অবশ্যই করুন।
এভাবে ঘটস্থাপন করে নিয়ম মেনে লক্ষ্মীপুজো করুন। পুজো শেষে পাঁচালি, অষ্টোত্তর শতনাম এবং ব্রতকথা পাঠ অবশ্যই করুন।