প্রথমে টোটো তারপর বাইক, তারপর...একের পর এক দুর্ঘটনা ঘটাল ঘাতক লরি! পথেই শেষ পাঁচ তরতাজা প্রাণ, আহত ছয়

Accident: প্রথমে টোটো তারপর বাইক, আবার…একের পর এক আঘাত ঘাতক লরির! পথেই শেষ পাঁচ তরতাজা প্রাণ, আহত ছয়

পুরুলিয়া:  ইতিপূর্বেই একটি টোটোতে ধাক্কা মেরেছিল লরিটি। এরপর লরিটির পেছনে ধাওয়া করে স্থানীয়রা। জনরোষের হাত থেকে বাঁচতে ঝড়ের গতিতে ঘাতক লরি পুরুলিয়ার বরাকর রাজ্য সড়ক দিয়ে ছুটে চলেছিল আসানসোলের দিকে বলেই অভিযোগ। তাতেই ঘটে যায়, একের পর এক দুর্ঘটনা। সব মিলিয়ে একাধিক দুর্ঘটনায় পাঁচজনের তরতাজা প্রাণ কেড়ে নিল ঘাতক লরিটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , একটি পাথর বোঝাই লরি পুরুলিয়া বরাকর রাজ্য সড়কেরর উপর দিয়ে আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছিল। সড়বড়ি মোড়ের কাছে লরিটি লরিটি পাথর খালি করে। এরপর সেখান থেকে রওনা দেওয়ার সময় পথে বিয়েবাড়ি ফেরত একটি টোটোতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

এরপরই স্থানীয়রা ঘাতক লরিটিকে আটকানোর চেষ্টা করে। উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেতে দ্রুত গতিতে লরিটি এলাকা ছাড়ার চেষ্টা করে। দ্রুত গতিতে থাকার কারণে লরিটি নিতুরিয়ার ভামুরিয়া মোড়ের একটি মোটর বাইকে ধাক্কা মারে, সেখানে এক দম্পতির মৃত্যু হয়।এই ঘটনায় জখম হয়েছে আরও ছয় জন।

আরও পড়ুন: আকাশ কালো করে ঝেঁপে আসছে বৃষ্টি, বইবে ঝোড়ো বাতাস! দু’ঘণ্টায় প্রকৃতির তাণ্ডব দক্ষিণের দুই জেলায়

আহতদের নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক এলাকায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়ে যায়।এই ঘটনার পরেই রীতিমতশোরগোল পড়ে যায় গোটা নিতুরিয়া চত্বরে।

ঘাতক গাড়িটির খোঁজে শুরু হয়তল্লাশি। অবশেষে পুরুলিয়া – পশ্চিম বর্ধমান সীমান্তের ডিসের গড় ঘাটে নাকা তল্লাশিতে ওই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা শুক্রবার রাতে প্রায় দু-‘ঘণ্টা পথ অবরোধ করে। যার জেরে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। আহত ব্যক্তিদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মধ্যরাতে বেপরোয়া লরির গতিতে আতঙ্কিত পুরুলিয়ার মানুষ। পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ফের জেলা পুরুলিয়ায়। এই মর্মান্তিক পথ দু-র্ঘটনার জেরে শোকোস্তব্ধ হয়ে গিয়েছে পরিবারের সদস্যরা। গোটা এলাকায় রীতিমত থমথমে পরিবেশ রয়েছে। গাড়ি চালকের উপযুক্ত শাস্তির দাবি করেছে পরিবারের সদস্যরা সহ এলাকার মানুষেরা।

শমিষ্ঠা ব্যানার্জি