রোহিত মন্ডল

অনূর্ধ্ব ১৫ টি-টোয়েন্টি লিগে বাংলার অধিনায়ক বসিরহাটের ছেলে

বসিরহাট: হায়দরাবাদে আয়োজিত টি-টোয়েন্টি লিগে বাংলার হয়ে অধিনায়কত্ব করবেন বসিরহাটের ছেলে। বসিরহাটের ছেলে রোহিত মন্ডল। গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-এর উদ্যোগে আয়োজিত আসন্ন অনূর্ধ্ব ১৫ টি-টোয়েন্টি লিগ আয়োজিত হতে চলেছে হায়দরাবাদে। সেই টি-টোয়েন্টি লিগে দেশের ১৬টি দল অংশগ্রহণ করবে।

বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মন্ডল। রোহিতের বাবা মহাসিন মন্ডল পেশায় রাজমিস্ত্রী। মা অন্যের বাড়িতে কাজ করেন। ১৫ বছর বয়সেই বোলিং-এ ১৩০ গতি তুলতে পারে বসিরহাটের এই কিশোর।

আরও পড়ুন- রোহিত কি খেলবে? পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে থাকবে মহাচমক! জানুন বিস্তারিত

রুটি রুজির টানে বাবা-মা দুজনেই দিল্লিতে পরীযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরনোর পরিবারে ৫ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে দিল্লিতে যায় রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে। পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায়।

এভাবেই অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন। সেখানে ভাল খেলে পাঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে খেলেছে।

এর পর আন্ডার ফিফটিনে তেঘরিয়া ক্লাবে খেলছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে। মাত্র ১৫ বছর বয়সে রোহিতের আগুনে বোলিং-এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও।

আরও পড়ুন- আমেরিকার বিরুদ্ধে হারতেই প্রাক্তন অধিনায়কের চূড়ান্ত কটাক্ষ পাক পেসারকে

চলতি মাসের ১০ তারিখ থেকে হায়দরাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরমেন্সে কতটা সারা ফেলতে পারে সেটাই দেখার। রোহিতের বাবা মহসিন মন্ডল চান, ছেলের গায়ে একদিন দেশের জার্সি উঠুক।

জুলফিকার মোল্যা