যদিও বিশেষজ্ঞদের কেউ কেউ পরামর্শ দেন, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সবেদা, আঙুর, আম, লিচু একেবারেই মঙ্গলদায়ক নয়। এই ফল খেলেও তা কম খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি কলাও না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে।

Fruits to be avoided in Blood Sugar: চড়চড়িয়ে বাড়বে ব্লাড সুগার! ডায়াবেটিসে এই ফলগুলি মুখে তুললেই সর্বনাশ! খেলেও কীভাবে খাবেন, জানুন

যে কোনও ডায়েটে ফল অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ৷ সুস্থতার জন্য ফল প্রয়োজনীয় বলে মনে করা হয়৷ কিন্তু জানেন কি ফলও মারাত্মক হয়ে উঠতে পারে ব্লাড সুগারের ক্ষেত্রে৷
যে কোনও ডায়েটে ফল অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ৷ সুস্থতার জন্য ফল প্রয়োজনীয় বলে মনে করা হয়৷ কিন্তু জানেন কি ফলও মারাত্মক হয়ে উঠতে পারে ব্লাড সুগারের ক্ষেত্রে৷

 

ডায়াবেটিসে সব সময় গ্লাইসেমিক ইনডেক্স বিচার করে খেতে হবে৷ ফলও তার ব্যতিক্রম নয়৷ যে সব ফলে গ্লাইসেমিক ইনডেক্স বেশি, সেগুলি এড়িয়ে চলতে হবে মধুমেহ রোগে৷ বলছেন পু্ষ্টিবিদ মনপ্রীত কালরা৷
ডায়াবেটিসে সব সময় গ্লাইসেমিক ইনডেক্স বিচার করে খেতে হবে৷ ফলও তার ব্যতিক্রম নয়৷ যে সব ফলে গ্লাইসেমিক ইনডেক্স বেশি, সেগুলি এড়িয়ে চলতে হবে মধুমেহ রোগে৷ বলছেন পু্ষ্টিবিদ মনপ্রীত কালরা৷
জলীয় স্বাদে পরিপূর্ণ তরমুজ অত্যন্ত সুস্বাদু গরমে৷ প্রাণ মন জুড়িয়ে যায় এই ফল খেয়ে৷ কিন্তু রসাল এই ফলে শর্করা খুবই বেশি৷ তাই ব্লাড সুগারে তরমুজ খেতে হলে লো গ্লাইসেমিক ইনডেক্স-সহ কোনও খাবারের সঙ্গে খান৷
জলীয় স্বাদে পরিপূর্ণ তরমুজ অত্যন্ত সুস্বাদু গরমে৷ প্রাণ মন জুড়িয়ে যায় এই ফল খেয়ে৷ কিন্তু রসাল এই ফলে শর্করা খুবই বেশি৷ তাই ব্লাড সুগারে তরমুজ খেতে হলে লো গ্লাইসেমিক ইনডেক্স-সহ কোনও খাবারের সঙ্গে খান৷
কলায় গ্লাইসেমিক ইনডেক্স খুবই বেশি৷ তাই কলা খেলে খেতে হবে আমন্ড, পেস্তা, আখরোটের মতো শুকনো বাদামের সঙ্গে৷ তাহলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়বে না৷ টাইপ টু ডায়াবেটিসে টক দই ও কলা খেতে পারেন৷
কলায় গ্লাইসেমিক ইনডেক্স খুবই বেশি৷ তাই কলা খেলে খেতে হবে আমন্ড, পেস্তা, আখরোটের মতো শুকনো বাদামের সঙ্গে৷ তাহলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়বে না৷ টাইপ টু ডায়াবেটিসে টক দই ও কলা খেতে পারেন৷

 

ফলের রাজা হলেও আম খাওয়ার আগে ভাবতে হবে মধুমেহ রোগীদের৷ কারণ আমে শর্করার পরিমাণ খুবই বেশি৷ ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে৷
ফলের রাজা হলেও আম খাওয়ার আগে ভাবতে হবে মধুমেহ রোগীদের৷ কারণ আমে শর্করার পরিমাণ খুবই বেশি৷ ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে৷

 

আনারসেও চিনির পরিমাণ বেশি৷ তাই কাঁচা বা ডেজার্ট হিসেবে খেলে ব্লাড সুগারের রোগীদের এই ফল খেতে হবে লো গ্লাইসেমিক ইনডেক্স-সহ খাবারের সঙ্গে৷
আনারসেও চিনির পরিমাণ বেশি৷ তাই কাঁচা বা ডেজার্ট হিসেবে খেলে ব্লাড সুগারের রোগীদের এই ফল খেতে হবে লো গ্লাইসেমিক ইনডেক্স-সহ খাবারের সঙ্গে৷

 

গরমের অত্যন্ত রসাল ফল লিচু৷ কিন্তু এই ফলেও চিনি খুবই বেশি আছে৷ তাই মধুমেহ রোগে লিচু খান পরিমিত পরিমাণে৷
গরমের অত্যন্ত রসাল ফল লিচু৷ কিন্তু এই ফলেও চিনি খুবই বেশি আছে৷ তাই মধুমেহ রোগে লিচু খান পরিমিত পরিমাণে৷