IND vs BAN: ‘গিলি গিলি ছু’! বাংলাদেশকে হারাতে মাঠেই তুকতাক করেছেন রোহিত? ভাইরাল ভিডিও

চেন্নাই: ক্রিকেটাররা যে নানা ধরনের কুসংস্কারের বিশ্বাসী হন সে কথা নতুন নয়। নানা সময়ে তারকা ক্রিকেটারদের মাঠে সাফল্য পেতে অন্ধ বিশ্বাসের সাহায্য নিতে দেখা গিয়েছে। ব্যাট-প্যাড-জুতো-মোজা এমনকী বসার ধরণ থেকে রুমাল নিয়েও কুসংস্কার মানতে দেখা গিয়েছে ক্রিকেটারদের।

এবার ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্টে জাদুটোনা বা তুকতাকের আশ্রয় নিতে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। রবিবার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে একবার মজার ছলেই স্টাম্পে তুকতাক করতে দেখা যায়। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সময় দুটি ওভারের মাঝে দিক পরিবর্তন চলছিল। সেই সময় রোহিত শর্মাকে ব্যাটারের দিকে উইকেটে দুটি বেলের জায়গা পরিবর্তন করতে দেখা যায়। একাধিকবার তা করেন তিনি। বেলের জায়গা বদলের পর স্লিপে ফিল্ডিং করতে দাঁড়িয়ে রোহিতকে ‘গিলি গিলি চু’ করতেও দেখা যায়।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক বাংলাদেশি ফ্যান মনে করছেন তাদের হারাতে তুকতাকের ব্যবহার করেছেন ভারত অধিনায়ক। এই প্রথম নয়, এর আগে ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সেই সময়ের ভারত অধিনায়ক বিরাট কোহলিও একই কাণ্ড ঘটিয়েছিলেন। কোহলির টোটকা কাজে লেগেছিল সেই সময়।

আরও পড়ুনঃ IND vs BAN: দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বড় বদল! পাল্টে যাবে একাদশ? মহাচমক দেবেন গম্ভীর!

প্রসঙ্গত, প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩৭৬ রান ভারত। অশ্বিন ১১৩, জাদেজা ৮৬ ও যশস্বী ৫৬ রান করেন। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৪৯ রানে। সর্বোচ্চ ৪ উইকেট নেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ভারত ২৮৭ রানে ৪ উইকেটে ডিক্লেয়ার দেয়। গিল করেন ১১৯ রান ও পন্থ করেন ১০৯ রান। ভারতের ৫১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩৪ রানে অলআউট হল বাংলাদেশ। ২৮০ রানে জেতে ভারত।