MI vs RR: রোহিতের মুম্বইয়ের সামনে আজ দুরন্ত রাজস্থান, জন্মদিনের উপহার চান হিটম্যান

মুম্বই: শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে যেভাবে দুরন্ত ছন্দে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে হারিয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান, তাতে তাদের বিরুদ্ধে খেলা দলকে চিন্তায় থাকতে হবে। আজ মুম্বইয়ের মাঠে সেই কঠিন চ্যালেঞ্জ রোহিত শর্মার দলের কাছে। শেষ তিন ম্যাচের দুটোতে হারলেও পয়েন্ট তালিকার উপরের দিকে রয়েছে রাজস্থান রয়্যালস। আট ম্যাচে সঞ্জু স্যামসনের দলের পকেটে ১০ পয়েন্ট।

প্লে-অফের দিকে অনেকটাই এগিয়ে তারা। তুলনায় মুম্বই ইন্ডিয়ান্স বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। সাত ম্যাচে রোহিত শর্মার দলের সংগ্রহ ৬ পয়েন্ট। প্রথম চার দলের মধ্যে থাকতে হলে জেতার রাস্তায় চলতেই হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। তাই রবিবার সন্ধ্যায় আরব সাগরের পারে মুম্বই বনাম রাজস্থানের দ্বৈরথ নিয়ে তাই উত্তাপ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

রোহিতদের উদ্বেগে রাখছে ডেথ ওভার বোলিং। গুজরাত ও পাঞ্জাবের বিরুদ্ধে শেষ দুই ম্যাচেই এই পর্বে প্রচুর রান দিয়েছেন বোলাররা। রিলি মেরেডিথ, জেসন বেরেনডর্ফ, অর্জুন তেন্ডুলকররা রান দিয়ে ফেলছেন। এই আবহে জোফ্রা আর্চারের ফেরা জরুরি। কিন্তু তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি, ঈশান কিষান, সূর্যকুমার যাদব এবং রোহিতের ব্যাটেও ধারাবাহিকতা চাইছেন সমর্থকরা।

অন্যদিকে, জস বাটলার ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি রাজস্থানের বড় ভরসা। সঞ্জু ছাড়াও দেবদূত পাদিক্কাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুড়েলরা রয়েছেন মিডল অর্ডারে। বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের স্পিন জুটি তীক্ষ্ণতা বাড়াচ্ছে বোলিংয়ের। দু’জনে মিলে নিয়েছেন ২৩ উইকেট। নিজেদের ঘরের মাঠে দর্শক সমর্থন পাবে মুম্বই। সেটাই কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চান রোহিত শর্মা।