MI vs RR: রোহিতের ডেরায় যশস্বীর দুর্দান্ত সেঞ্চুরি, মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান রাজস্থানের

রাজস্থান – ২১২/৭

মুম্বই: রবিবার রাতে মুম্বইয়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান ম্যাচটি ছিল একটি মাইল ফলক। আইপিএলের হাজারতম ম্যাচ। জোফ্রা আর্চার ফিরে এলেন মুম্বইয়ের জার্সিতে। এটাই ছিল আজ রোহিত শর্মার দলের বড় পাওনা। রাজস্থান রয়্যালসের সামনে ফের শীর্ষ স্থান দখলের সুযোগ থাকবে। মুম্বইকে হারালেই তারা শীর্ষে উঠে আসবে।

এখনও পর্যন্ত রয়্যালস ৮ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে। তিনটি ম্যাচ হেরেছে। ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বরে রয়েছে তারা। মুম্বই আবার ৭ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে। ৪টি ম্যাচই হেরেছে। ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৯ নম্বরে আছে রোহিত শর্মা ব্রিগেড। এই ম্যাচ জিতলে লিগ টেবলে এক লাফে অনেকটা উপরে উঠে আসবে তারা।

প্রথমে ব্যাট করে শুরুটা দুর্ধর্ষ করল রাজস্থান। পাওয়ার প্লে তে বিনা উইকেটে ৬৫ রান হয়ে গেল তাদের। বাটলার ১৮ বলে ১৮ রান করে আউট হলেন। অধিনায়ক সঞ্জু ১৪ রান করে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেন। দেবদত্ত ফ্লীপার বুঝতে না পেরে বোল্ড হলেন। পীযূষ চাওলা চার ওভারে দুর্দান্ত বল করে দুটি উইকেট নিলেন।

কিন্তু রাজস্থানের বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ছন্দে ব্যাট করলেন। চেন্নাই এর বিরুদ্ধে যেখানে থেমেছিলেন আজ যেন মুম্বইয়ের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করলেন। সব রকম শট রয়েছে তার হাতে। একদিক থেকে উইকেট পড়লেও যশস্বী নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে গেলেন।পেস, স্পিন দুটোর বিপক্ষেই স্বাভাবিক ছিলেন তিনি।

জেসন হোল্ডার ৫ নম্বরে এলেন। বেশি কিছু করতে পারলেন না। ১১ করে ফিরে গেলেন। এলেন হেটমায়ার। যশস্বী যেভাবে খেলছিলেন, অন্য কোনও ব্যাটসম্যানকে সেই ছন্দে পাওয়া গেল না। ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন জয়সওয়াল। স্বপ্নের ব্যাটিং করলেন এই উঠতি তারকা। শেষ পর্যন্ত ৬১ বলে ১২৪ রান করে আউট হলেন জয়সওয়াল।