Rohit Sharma, Mumbai Indians : সূর্যকুমার নেই প্রথম ম্যাচে, ওয়াংখেড়েতে বাড়তি অ্যাডভান্টেজ মানেন না রোহিত

#মুম্বই: বেশ কয়েকটা ফ্রেঞ্চাইজি সপ্তাহ খানেক আগে অভিযোগ তুলেছিল এবারের আইপিএলের বেশিরভাগ ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কারণে বাড়তি সুবিধা পাবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই কারণে তৈরি হয়েছিল বিতর্ক। তবে লিগের ৫৫ টি ম্যাচ মুম্বইতে খেলা হলেও ওয়াংখেড়ে ছাড়াও ব্রেবর্ন, ডি ওয়াই পাটিল স্টেডিয়ামেও খেলা হবে। এদিন আইপিএলের প্রথম সরকারি সাংবাদিক সম্মেলন করল মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন – KKR, Juhi Chawla : আরিয়ান, সুহানা, জাহ্নবী কেকেআরের ভবিষ্যৎ শুধু নয়, বর্তমানও ! বলছেন জুহি

উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ মাহেলা জয়বর্ধনে। রোহিত জানিয়েছেন ওয়াংখেড়ে তাদের চেনা মাঠ হলেও বাড়তি সুবিধা পাবেন মনে করেন না। কারণ এবার ফ্র্যাঞ্চাইজি দলের নির্দেশে পিচ প্রস্তুত হয়নি। তাছাড়া বাকি দলগুলোও দীর্ঘদিন প্র্যাকটিস করছে মুম্বইতে। ২৭ মার্চ দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে সূর্য কুমার যাদবকে পাচ্ছে না মুম্বই।

সূর্য বেঙ্গালুরুর এনসিএ তে আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার সময় আঘাত পেয়েছিলেন হাতে। খেলতে পারেননি শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে প্রায় সুস্থ হয়ে ওঠার পথে তিনি। তিন নম্বরে সূর্যকুমার এর জায়গায় খেলবেন অনূর্ধ্ব উনিশ তিলক বর্মা। স্কাউটিং সিস্টেমের মাধ্যমে উঠে আসা এই ক্রিকেটার কি করতে পারেন সেদিকে নজর থাকবে। পাশাপাশি রোহিত মনে করেন আন্তর্জাতিক ম্যাচের মতো দুটো ডিআরএস থাকা সঠিক সিদ্ধান্ত। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।

তবে ঈশান কিষণের সঙ্গে রোহিত শর্মা ওপেন করবেন সেটা স্পষ্ট জানিয়ে দিলেন। হিটম্যান মনে করেন পান্ডিয়া ভাইদের ছাড়ার পাশাপাশি ট্রেন্ট বোল্টকে ধরে রাখতে না পারা নিয়মের কারণে। কারণ মুম্বই ইন্ডিয়ান্স সাধারণত একটা পরিবার হিসেবে চলে। পুরনো ক্রিকেটারদের মর্যাদা দেয়। কিন্তু নিয়মের বেড়াজালে পুরনো ক্রিকেটারদের মধ্যে চারজনের মাত্র জায়গা থাকায় তাদের কিছু করার ছিল না।

পাশাপাশি রোহিত মনে করেন অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ ব্রেভিস, মারকান্ডে, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকাটের মত ক্রিকেটাররা দলের ভারসাম্য বাড়িয়েছেন। সিঙ্গাপুরের টিম ডেভিড পার্থক্য গড়ে দিতে পারেন। তবে অধিনায়ক হিসেবে চোট না পেলে সব ম্যাচ খেলতে চান তিনি। গতবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে পৌঁছতে পারেনি তারা।

এবার কিন্তু সেই ব্যর্থতা ভুলিয়ে দিতে প্রথম থেকেই ঝাঁপাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। টিম ইন্ডিয়ার সংসারে ফিরে যাওয়ার আগে মুম্বইকে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করে যেতে চান রোহিত শর্মা। ইংল্যান্ডের বাঁহাতি পেসার টাইমাল মিলস এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি ড্যানিয়েল সমস গভীরতা বাড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের।