স্কেটিং 

বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে রোলার স্কেটিং! কত টাকা দাম এই স্কেটিংয়ের জানেন?

উত্তর দিনাজপুর: বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে স্কেটিং। ইউটিউবে দেখে দিনে দিনে বহু ছেলে মেয়েরাই স্কেটিং-এর প্রতি আগ্রহ দেখাচ্ছে। জুতোর নিচে চাকা জড়ানো এই স্কেটে চড়েই আনন্দ বাড়ছে বর্তমান প্রজন্মের।

এই রোলার স্কেটিং শিখতে কতদিন সময় লাগে? কত দাম এই স্কেটিং-এর? কতটা উপকারিতা রয়েছে এই স্কেটিং এর জানেন কী? ওজন কমাতে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়ামের পরামর্শ দেন ডাক্তাররা।

রোলার স্কেটিং এর মাধ্যমে প্রচুর শারীরিক ব্যায়াম হয়ে থাকে যাদের শরীরে ওজন বেড়ে গিয়েছে তারা রোলার স্কেটিং করেই তাদের ওজন কমাতে পারেন। এই রোলার স্কেটিং কত দিনের কোর্স ?

আরও পড়ুন- আইপিএল থেকে ছিটকে যাবে ‘এই’ দল! প্লে-অফের আগে বিদায়! বিরাট সম্ভাবনা

রোলার স্কেটিং এর প্রশিক্ষণদাতা হৃদয় রায় জানান, এই রোলের স্কেটিং শেখাটা সম্পূর্ণ নির্ভর করে স্কেটারের উপর। কারো এক মাস কারো আবার দু-তিন মাস সময় লাগে স্কেটিং শিখতে। যদিও এটা সম্পূর্ণ নির্ভর করে স্কেটারের আগ্রহের উপর।

এই রোলার স্কেটিং বর্তমানে অনেকে ইউটিউব দেখে শিখে থাকেন। তবে বিশিষ্ট কোন প্রতিষ্ঠান থেকে এটি শিখতে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা । এই রোলারস্কেটিং শিখতে আপনার প্রয়োজন রোলার স্কেটিং সু, মোজা, সেফটি গার্ড, ও একটি হেলমেট।

এই রোলার স্কেটিং-এ এক দিকে যেমন শিশুদের মেধার বিকাশ ঘটে, অপরদিকে শরীরের ওজন কমাতেও এটি সাহায্য করে। এই রোলার স্কেটিং এর সু বা জুতোর দাম কত, এই ব্যাপারে হৃদয় রায় জানান, এই সু কোয়ালিটির উপর নির্ভর করে। একটি ভাল সু কিনতে দশ হাজার টাকার মতো দাম হয়।

আরও পড়ুন- শাহরুখের পাশে বসা সুন্দরী কে? কেকেআর ম্যাচে ‘রহস্য’! কিং খানের কাছের মানুষ

অনলাইনে যে কোনও জায়গায় এটা কিনতে পাওয়া যায়।পাঁচ বছরের পর থেকে যে কোনও শিশু এই রোলার স্কেটিং শিখতে পারেন। তবে রাস্তায় নয়, প্রশিক্ষণরত অবস্থায় বাড়ির আশেপাশে মাঠে এই রোলার স্কেটিং চালাবেন। কারণ স্কেটিং শিখতে গিয়ে পাকা রাস্তায় পড়ে অনেক সময় হাত-পা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাও থাকে।

তাই অবশ্যই রোলার স্কেটিং শিখতে হলে আপনাকে বেছে নিতে হবে বাড়ির উঠোন কিংবা খোলা মাঠ। তাই রোলার স্কেটিং শিখতে আপনি যদি আগ্রহী হন তবে আজকের প্রতিবেদন আপনার জন্যই।

পিয়া গুপ্তা