চায়ের দোকান 

East Bardhaman News: ‘দোকানে রাজনৈতিক আলোচনা করবেন না!’, কোন দোকানে ভোটের কথা বলা মানা, দেখুন

“দোকানে কোনও রকম রাজনৈতিক আলোচনা করিবেন না।” পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি চায়ের দোকানে ঝুলছে পোস্টার।
ভোটের মরশুম এলেই প্রায় প্রত্যেক জায়গাতেই চলে রাজনৈতিক আলোচনা। রাস্তাঘাট কিংবা খেলার মাঠ প্রত্যেক জায়গাতেই আলোচনা চলে তুঙ্গে। তবে সবথেকে বেশি আলোচনা লক্ষ্য করা যায় চায়ের দোকানে।
ভোটের মরশুম এলেই প্রায় প্রত্যেক জায়গাতেই চলে রাজনৈতিক আলোচনা। রাস্তাঘাট কিংবা খেলার মাঠ প্রত্যেক জায়গাতেই আলোচনা চলে তুঙ্গে। তবে সবথেকে বেশি আলোচনা লক্ষ্য করা যায় চায়ের দোকানে।
চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা চলাকালীন, বিভিন্ন সময় সেই আলোচনা থেকে তর্কবিতর্কের সৃষ্টি হয়। অনেক সময় সেই তর্ক-বিতর্ক পৌঁছে যায় হাতাহাতিতেও।
চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা চলাকালীন বিভিন্ন সময়ে সেই আলোচনা থেকে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। অনেক সময় সেই তর্ক-বিতর্ক পৌঁছে যায় হাতাহাতিতেও।
সেইরকমই বর্ধমান শহরের কাঞ্চন নগর এলাকায় রাজু মাঝি নামে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। এই রাজু মাঝি প্রায় ৩৫ বছর ধরে এই ব্যবসা করছেন। রাজু তার চায়ের দোকানে অনেক সময় রাজনৈতিক আলোচনা থেকে তর্ক-বিতর্কের সৃষ্টি হতে দেখেছেন। সেই কারণে রাজু আসন্ন লোকসভা নির্বাচনের আগে তার দোকানে ঝুলিয়েছে পোস্টার।
সেই রকমই বর্ধমান শহরের কাঞ্চন নগর এলাকায় রাজু মাঝি নামে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। এই রাজু মাঝি প্রায় ৩৫ বছর ধরে এই ব্যবসা করছেন। রাজু তাঁর চায়ের দোকানে অনেক সময় তর্ক-বিতর্কের সৃষ্টি হতে দেখেছেন রাজনৈতিক আলোচনা থেকে। সেই কারণে রাজু আসন্ন লোকসভা নির্বাচনের আগে তার দোকানে ঝুলিয়েছেন পোস্টার।

width="1080"