: গোলাপ শুধু বিশেষ দিনে কেন? এই নিয়ম জানা থাকলে বাড়ির প্রিয় মানুষকে মরশুমে সারা বছর গোলাপ উপহার দিতে পারবেন! তবে তার জন্য জানতে হবে এই নিয়ম। এই নিয়ম মেনে গোলাপ গাছ লাগালে ফুলে ভরে যাবে গাছ!

Rose Garden Tips: আপনার গোলাপ বাগান হবে ‘পড়শির ঈর্ষা’ এত্ত এত্ত ফুল গুণে শেষ করা যাবে না, রইল সহজে বাগান করার টিপস

: গোলাপ শুধু বিশেষ দিনে কেন? এই নিয়ম জানা থাকলে বাড়ির প্রিয় মানুষকে মরশুমে সারা বছর গোলাপ উপহার দিতে পারবেন! তবে তার জন্য জানতে হবে এই নিয়ম। এই নিয়ম মেনে গোলাপ গাছ লাগালে ফুলে ভরে যাবে গাছ!
: গোলাপ শুধু বিশেষ দিনে কেন? এই নিয়ম জানা থাকলে বাড়ির প্রিয় মানুষকে মরশুমে সারা বছর গোলাপ উপহার দিতে পারবেন! তবে তার জন্য জানতে হবে এই নিয়ম। এই নিয়ম মেনে গোলাপ গাছ লাগালে ফুলে ভরে যাবে গাছ!
নিয়ম জানা থাকলে, চড়া দামে গোলাপ কেনা থেকে রেহাই তো মিলবেই পাশাপাশি বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেবে এই গোলাপ। গোলাপের রূপে মুগ্ধ প্রায় সমস্ত মানুষ। তাই সারা বছর প্রায় কম বেশি গোলাপের চাহিদা থাকে। আবার এমনও হয় রাস্তার ধারে ফুলের দোকানে একগুচ্ছ গোলাপ দেখে, যেন চোখ আটকে যায়। এটা আমি আপনি সবার ক্ষেত্রেই এমনটাই ঘটে।
নিয়ম জানা থাকলে, চড়া দামে গোলাপ কেনা থেকে রেহাই তো মিলবেই পাশাপাশি বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেবে এই গোলাপ। গোলাপের রূপে মুগ্ধ প্রায় সমস্ত মানুষ। তাই সারা বছর প্রায় কম বেশি গোলাপের চাহিদা থাকে। আবার এমনও হয় রাস্তার ধারে ফুলের দোকানে একগুচ্ছ গোলাপ দেখে, যেন চোখ আটকে যায়। এটা আমি আপনি সবার ক্ষেত্রেই এমনটাই ঘটে।
কেউ প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে সঙ্গে নেয় গোলাপ। আবার কেউ একগুচ্ছ গোলাপ নিয়ে ফেরে। কিন্তু সেই গোলাপের আয়ু যে কয়েক ঘণ্টা মাত্র। তাই অনেকেই শখ করে গোলাপ গাছ  লাগিয়ে থাকেন বাড়িতে।
কেউ প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে সঙ্গে নেয় গোলাপ। আবার কেউ একগুচ্ছ গোলাপ নিয়ে ফেরে। কিন্তু সেই গোলাপের আয়ু যে কয়েক ঘণ্টা মাত্র। তাই অনেকেই শখ করে গোলাপ গাছ  লাগিয়ে থাকেন বাড়িতে।
গোলাপ গাছে ফুল আসা তো দূর, সঠিক নিয়ম না জানার ফলে অকালেই শুকিয়ে যায় শখের গোলাপ গাছের ডালপালা। এমন ঘটনা রয়েছে ভুরিভুরি উদাহরণ। কিন্তু সঠিক নিয়ম মানতে পারলেই নিজের বাড়িতেও প্রচুর প্রচুর  গাছে গোলাপ ফোটানো সম্ভব। তাই কিভাবে গোলাপ গাছ বাড়িতে লাগাবেন জেনে রাখুন সেই নিয়ম।
গোলাপ গাছে ফুল আসা তো দূর, সঠিক নিয়ম না জানার ফলে অকালেই শুকিয়ে যায় শখের গোলাপ গাছের ডালপালা। এমন ঘটনা রয়েছে ভুরিভুরি উদাহরণ। কিন্তু সঠিক নিয়ম মানতে পারলেই নিজের বাড়িতেও প্রচুর প্রচুর  গাছে গোলাপ ফোটানো সম্ভব। তাই কিভাবে গোলাপ গাছ বাড়িতে লাগাবেন জেনে রাখুন সেই নিয়ম।
এ প্রসঙ্গে ডঃ এস পি পান্ডা জানান, গোলাপ গাছ যেখানে লাগানো হবে সেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছানো প্রয়োজন। অন্যদিকে গোলাপ গাছ টিকিয়ে রাখতে প্রয়োজন উপযুক্ত মাটি।
এ প্রসঙ্গে ডঃ এস পি পান্ডা জানান, গোলাপ গাছ যেখানে লাগানো হবে সেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছানো প্রয়োজন। অন্যদিকে গোলাপ গাছ টিকিয়ে রাখতে প্রয়োজন উপযুক্ত মাটি।
একইসঙ্গে নিয়ম মেনে পরিচর্যা এবং গাছের প্রয়োজনীয় সার বা ভিটামিন দেওয়া দরকার।
একইসঙ্গে নিয়ম মেনে পরিচর্যা এবং গাছের প্রয়োজনীয় সার বা ভিটামিন দেওয়া দরকার।
গোলাপ গাছের মাটি তৈরির জন্য ভার্মি কম্পোস্ট এবং সরষে খোল মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে।
গোলাপ গাছের মাটি তৈরির জন্য ভার্মি কম্পোস্ট এবং সরষে খোল মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে।
গোলাপ গাছ লাগানোর পর ১৫ দিন অন্তর স্প্রে করা প্রয়োজন। স্প্রে'র মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দিতে হবে গাছে। সারা বছর নিয়ম মেনে গোপাল গাছে পরিচর্যা করা।
গোলাপ গাছ লাগানোর পর ১৫ দিন অন্তর স্প্রে করা প্রয়োজন। স্প্রে’র মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দিতে হবে গাছে। সারা বছর নিয়ম মেনে গোপাল গাছে পরিচর্যা করা।
শীতের মরশুম শুরুর আগে গাছের কাটিং এবং প্রুনিং করা প্রয়োজন। সঠিক নিয়ম মেনে গাছ পরিচর্যা করতে পারলেই শীতকালে গোলাপ গাছে ভাল ফুল আশা করা যেতে পারে।
শীতের মরশুম শুরুর আগে গাছের কাটিং এবং প্রুনিং করা প্রয়োজন। সঠিক নিয়ম মেনে গাছ পরিচর্যা করতে পারলেই শীতকালে গোলাপ গাছে ভাল ফুল আশা করা যেতে পারে।
সেই দিক থেকে আপনার শখের গোলাপ গাছে ভাল ফুল পেতে হলে, অবশ্যই মানতে হবে এই নিয়ম। Input- Rakesh Maity
সেই দিক থেকে আপনার শখের গোলাপ গাছে ভাল ফুল পেতে হলে, অবশ্যই মানতে হবে এই নিয়ম। Input- Rakesh Maity