Tag Archives: Rose

Gardening Tips: শখের গোলাপ বাগান গরমে শুকিয়ে যাচ্ছে…? সাবধান! গাছ নষ্ট করতে না চাইলে লোভ ছাড়ুন! করুন এই কাজগুলি

গ্রীষ্মকালে প্রখর রোদের তাপে শুকিয়ে যায় বিভিন্ন ফুলের গাছ নষ্ট হয়ে যায় শখের গোলাপ গাছগুলিও। কিন্তু কি করলে এই গরমেও গোলাপ গাছগুলি সুস্থ থাকবে? বলছেন নার্সারির মালিক বিকাশ ঘোষ।
গ্রীষ্মকালে প্রখর রোদের তাপে শুকিয়ে যায় বিভিন্ন ফুলের গাছ নষ্ট হয়ে যায় শখের গোলাপ গাছগুলিও। কিন্তু কি করলে এই গরমেও গোলাপ গাছগুলি সুস্থ থাকবে? বলছেন নার্সারির মালিক বিকাশ ঘোষ।
তিনি বলছেন, এই সময় গোলাপ গাছ সুস্থ রাখতে হলে সেগুলিকে প্রখর রোদে রাখা যাবে না। সকালের হালকা রোদে গোলাপ গাছ রাখুন। রোদ বাড়লেই সেগুলিকে সরিয়ে রেখে দিন ছায়াতে। তাহলে গাছগুলি সুস্থ থাকবে।
তিনি বলছেন, এই সময় গোলাপ গাছ সুস্থ রাখতে হলে সেগুলিকে প্রখর রোদে রাখা যাবে না। সকালের হালকা রোদে গোলাপ গাছ রাখুন। রোদ বাড়লেই সেগুলিকে সরিয়ে রেখে দিন ছায়াতে। তাহলে গাছগুলি সুস্থ থাকবে।
তিনি বলছেন, এই সময় গোলাপ ফুল ফুটতে না দেওয়াই ভাল। গাছে কুড়ি এলে সেগুলিকে কেটে ফেলে দিন। লোভ করলে গাছ নষ্ট হবে। তাহলে গাছকে অতিরিক্ত এনার্জি খরচ করতে হবে। ফলে এই গরম আবহাওয়ায় গাছগুলি নিজেদের সুস্থ রাখতে পারবে না।
তিনি বলছেন, এই সময় গোলাপ ফুল ফুটতে না দেওয়াই ভাল। গাছে কুড়ি এলে সেগুলিকে কেটে ফেলে দিন। লোভ করলে গাছ নষ্ট হবে। তাহলে গাছকে অতিরিক্ত এনার্জি খরচ করতে হবে। ফলে এই গরম আবহাওয়ায় গাছগুলি নিজেদের সুস্থ রাখতে পারবে না।
তিনি বলছেন, শীতকালে একটানা ফুল ফোটে। ফলে গোলাপ গাছ গ্রীষ্মকালে একটু বিশ্রাম নেয়। এ সময় ফুল ফুটলেও, তা ছোট হয়ে যায়। তাই গাছকে খাবার দেওয়া উচিত । কিন্তু অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া যাবে না। ভার্মি কম্পোস্ট দিতে পারলে সবথেকে ভাল।
তিনি বলছেন, শীতকালে একটানা ফুল ফোটে। ফলে গোলাপ গাছ গ্রীষ্মকালে একটু বিশ্রাম নেয়। এ সময় ফুল ফুটলেও, তা ছোট হয়ে যায়। তাই গাছকে খাবার দেওয়া উচিত । কিন্তু অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া যাবে না। ভার্মি কম্পোস্ট দিতে পারলে সবথেকে ভাল।
বিকাশ বাবু বলছেন, এই সময় গোলাপ গাছে বেশি জল দেওয়া যাবে না। তাহলে সমস্যা হতে পারে। আবার এই সময় পোকার আক্রমণও হতে পারে। তাতে গাছের বেঁচে থাকা বেশ কঠিন হয়ে যাবে। তাই এই সময় সপ্তাহে একদিন গাছে নিম তেল স্প্রে করুন।
বিকাশ বাবু বলছেন, এই সময় গোলাপ গাছে বেশি জল দেওয়া যাবে না। তাহলে সমস্যা হতে পারে। আবার এই সময় পোকার আক্রমণও হতে পারে। তাতে গাছের বেঁচে থাকা বেশ কঠিন হয়ে যাবে। তাই এই সময় সপ্তাহে একদিন গাছে নিম তেল স্প্রে করুন।

Gardening Tips: থোকায় থোকায় ফুটবে গোলাপ ফুল, আয় হবে লক্ষ লক্ষ! ৫ জাতের গোলাপ চাষেই বাম্পার লাভ

যাঁরা আর ধান, গম, ফল এবং সবজি চাষ করতে চান না তাঁদের জন্যই আসলে এই খবর। ঐতিহ্যবাহী ফসল ছাড়াও গোলাপ চাষ করেই বর্তমানে কৃষকরা প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। এই ফুলের বিভিন্ন ব্যবহার রয়েছে। অনেক বিশেষজ্ঞদের মতে, আখের রসের চেয়েও এই ফুলের রস বহুগুণ বেশি মিষ্টি।

এছাড়াও বাজারে এর চাহিদাও রয়েছে প্রচুর। এই ফুলটি সাজসজ্জার জন্যও ব্যবহৃত হয়। ফলে গোলাপ চাষে কৃষকদের ভাগ্য পরিবর্তন হতে পারে। গোলাপকে সারা বিশ্বের মানুষ এর অপরূপ সৌন্দর্যের জন্য ফুলের রাজা বলে মেনে নিয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারেও তাই গোলাপ ফুল ও গোলাপ তেলের ব্যাপক চাহিদা রয়েছে।

আরও পড়ুন: ‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’! বিয়ের দু’মাস আগেই…কী হয়েছিল সানির সঙ্গে? কষ্ট-যন্ত্রণা নিয়ে নিজেই মুখ খুললেন নায়িকা

সাধারণত জুলাই-অগাস্ট মাসে বর্ষা আসার সঙ্গে সঙ্গে গোলাপ রোপণ করা হয়। ১৫°সে থেকে ২৮°সে এর মধ্যে তাপমাত্রা গোলাপ চাষের জন্য আদর্শ বলে বিবেচিত হয়। গোলাপ গাছের বৃদ্ধির পর্যায়ে, এদের ৫ থেকে ৪ ঘন্টা সূর্যালোক পাওয়া উচিত।

সাধারণত আর্দ্র আবহাওয়ায় বা মেঘলা অবস্থায় সূর্যালোকের প্রয়োজন হয়। এছাড়াও, ১৫ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাতেও গোলাপ ভাল জন্মায়। গোলাপ চাষের জন্য, মাটির পিএইচ মান ৬ থেকে ৭.৫এর মধ্যে হওয়া উচিত। বেলে-দোআঁশ মাটিতে গোলাপ গাছ ভাল জন্মায়।

অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার, সরকারি কৃষি কেন্দ্র, শিবগড়, রায়বেরেলিতে কর্মরত দিলীপ কুমার সোনি বলেছেন যে, গোলাপ ফুল সাজসজ্জার পাশাপাশি সৌন্দর্যজাত পণ্য এবং অনেক ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়। যে কারণে বাজারে এর চাহিদা বেশি। একবার গোলাপের চারা রোপণ করা হলে, এটি ৪ থেকে ৫ বছর ধরে ভাল ফুল দেয়। এটি অর্থকরী ফসলের চাষ। যার কারণে কৃষকরা প্রতি একর জমি থেকে প্রতি বছরে আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারেন।

গোলাপ কখন রোপণ করা হয়?

আমাদের সঙ্গে কথোপকথনের সময়ে দিলীপ কুমার সনি বলেন, সাধারণত জুলাই থেকে অগাস্ট মাসে বর্ষা আসার সময় গোলাপের আবাদ করা হয়। এরপর সেপ্টেম্বর-অক্টোবর মাসে গাছে ফুল আসা শুরু হয়। এই পাঁচটি উন্নত জাতের গোলাপ হচ্ছে হাইব্রিড টি, স্মল রোজ, ফ্লোরিবুন্ডা রোজ, আলবা রোজ, ক্লাইম্বিং রোজ, যেগুলো চাষ করে চাষিরা ভাল লাভ করতে পারেন।

এই জাতগুলি চাষ করা উচিত

দিলীপ কুমার সোনি ব্যাখ্যা করেছেন যে হাইব্রিড টি জাতটি গোলাপ ফুলের সবচেয়ে উন্নত জাত। এটিতে ৪০ থেকে ৫০টি পাপড়ি বিশিষ্ট সুন্দর ফুল ফোটে যা গোলাপের কাণ্ড থেকে বের হয়। ফ্লোরিবুন্ডা গোলাপের ঝোপের মতো। এর কান্ড ছোট এবং এর ফুল গুচ্ছ আকারে দেখা যায়। আলবা গোলাপও একটি হাইব্রিড জাত। এর সুন্দর নীল, সবুজ, পাতা বা হালকা গোলাপি ফুল খুবই সুন্দর দেখতে। এটি বছরে একবার ফোটে।

Rose Farming: মাটি ছাড়াই গোলাপের চাষ, সহজে হয়ে যান মালামাল!

পশ্চিম মেদিনীপুর: সবাই কমবেশি গোলাপ পছন্দ করে। শখে অনেকেই বাড়িতে গোলাপ গাছ লাগিয়ে থাকেন। কিন্তু সেই গোলাপ গাছ সাধারণত জৈব সারের সাহায্যে মাটি দিয়ে টবে বড় করে তোলা হয়। তবে বর্তমানে গোলাপ গাছ যেভাবে লাগানো হচ্ছে জানলে অবাক হবেন। এবার গোলাপের গাছ লাগানো কিংবা বৃহৎ আকারের গোলাপ চাষ করতে গিয়ে আর প্রয়োজন হবে না মাটির। স্টোনচিপ, কয়লার অঙ্গারে কিংবা ধানের তুষেই হবে গোলাপ!

আর‌ও পড়ুন: প্রতিদিন দোলনায় ঝুলে সংসার চালান এঁরা! জীবন বাজি রেখেই চলে কাজ

মাটি ছাড়াই বড় হয়ে উঠবে গোলাপ গাছ, এটা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন? কিন্তু এমন অসাধ্য সাধন করেছেন পশ্চিম মেদিনীপুরের অশোক কুমার মাইতি। জকপুরে তাঁর একটি গোলাপের নার্সারি আছে। এখানকার গোলাপ গাছ দেশ-বিদেশে সরবরাহ হয়। তথাকথিত সামান্য কয়েকটি রঙের নয়, এখানে আছে একাধিক প্রজাতির গোলাপের গাছ। তবে মাটির পাশাপাশি গোলাপ চাষ হচ্ছে স্টোনচিপ, কাঠ কয়লার টুকরো এবং ধানের তুষের মধ্যে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অশোক কুমার মাইতি বিজ্ঞানসম্মত উপায়ে মাটি বাদ দিয়ে স্টোনচিপ এবং ধানের তুষে চাষ করেছেন হরেক রঙের গোলাপ গাছ। স্বাভাবিকভাবে জৈব সার, মাটি, সামান্য ওষুধ দিয়ে গোলাপ গাছ লাগানো হয়। বেশ কয়েকটি রং ও প্রজাতির গোলাপ গাছ পাওয়া যায় ভারতে। কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে ধানের তুষ এবং স্টোনচিপে, কয়লার অঙ্গারে গোলাপের চাষ এর আগে কোথাও দেখা যায়নি। এই বিকল্প পদ্ধতিতে গোলাপ চাষের ফলে পোকামাকড় বা অতিরিক্ত বৃষ্টিতে গাছ পচে যাওয়ার সমস্যা অনেকটাই কমে গিয়েছে। এতে গাছ যেমন ভাল থাকে তেমনই খরচও বেশ কম পড়ে। এছাড়াও কয়লার অঙ্গার পরবর্তীতে রাসায়নিকে ধুয়ে ফের ব্যবহার করা যায়। এইভাবে গোলাপ চাষ করে রোজগারও বেড়েছে নার্সারি মালিকের।

রঞ্জন চন্দ

Chaitra Sale 2024: চৈত্র সেলে বিক্রি হচ্ছে এটাও! বিশ্ববিদ্যালয় চত্বরে রমরমিয়ে চলছে বেচাকেনা

পূর্ব বর্ধমান: কোথাও সেল সেল চিৎকার, কোথাও আবার ৩০ টাকার ভালবাসা বলে গলা ফাটাচ্ছে বিক্রেতারা। হ্যাঁ, ৩০ টাকার ভালবাসা! শুনতে অবাক লাগলেও এমনই ছবি ধরা পড়ল বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে।

বাংলা ক্যালেন্ডারে এখন চৈত্র মাস। আর চৈত্র মাস মানেই বাঙালির চৈত্র সেলের মরশুম। বছরের এই সময়টায় বেশ কিছুটা কম দামে নানান জিনিস বিক্রি হয়। যার মধ্যে থাকে পোশাক, জুতো, বাসনপত্র থেকে নিত্য প্রয়োজনীয় নানান সামগ্রী। বাজারগুলিতে পসরা সাজিয়ে বসেন ব্যাবসায়ীরা। যা কিনতে ভিড় করেন বহু বাঙালি। কিন্তু এবার চৈত্র মাসে বর্ধমান শহরে ধরা পড়ল এক অন্য ছবি।

আরও পড়ুন: দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত এক চালক

বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে চলছে গোলাপ ফুলের সেল। যা কিনতে রীতিমত ভিড় জমাচ্ছেন পথ চলতিরা। বেশ কমদামে সেখানে মিলছে এক গোছা গোলাপের তোড়া। মাত্র ৩০ টাকার বিনিময়ে কম বেশি পঞ্চাশটি লাল গোলাপ ফুল বিক্রি করছেন বিক্রেতারা। কিন্তু এত কম দামে গোলাপ ফুল বিক্রি হচ্ছে কেন? দিনকয়েক আগেও গোলাপ প্রতি দাম ছিল ১৫ থেকে ২০ টাকা, কিম্বা তারও বেশি। সেখানে চৈত্র মাসে কার্যত জলের দরে গোলাপ মিলছে। এই প্রসঙ্গে ফুল বিক্রেতা রাজকুমার দাস বলেন, নবদ্বীপ, চাকদা এলাকার জমিতে এই গোলাপ ফুল চাষ হয়। চৈত্র মাসে বিয়ে না হওয়ায় এই ফুল খুব একটা কাজে লাগে না। ফলে চাহিদা না থাকায় এখন জলের দরে এই ফুল বিক্রি করে দেন চাষিরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এদিকে এত কম দামে গোলাপ ফুল পাওয়ায় ভিড় জমাচ্ছেন পথচলতি বহু মানুষ। কেউ বন্ধুর জন্য, কেউবা প্রেমিক বা প্রেমিকার জন্য আবার কেউবা বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এক গোছা লাল গোলাপ। ৩০ টাকার বিনিময়ে এক গোছা লাল গোলাপ পেয়ে হাসি মুখে ফিরে যাচ্ছেন অনেকেই। বহু ক্রেতাই জানালেন, সরস্বতী পুজোর সময় অনেকে একটা গোলাপ ৫০ টাকা দিয়ে কিনতে বাধ্য হয়েছিলেন। সেখানে এখন যে দাম নেওয়া হচ্ছে তা দেখে রীতিমত অবাক অনেকে।

বনোয়ারীলাল চৌধুরী

Gardening Tips: গ্যারান্টি! ১০০ গোলাপ ফুটবে এক গাছেই…! টবে গোলাপ চাষ করুন এই পদ্ধতিতে! ফুলে ফুলে ভরে যাবে বাগান

শিলিগুড়ি: গোলাপ ফুল ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। বিভিন্ন দেশের বিভিন্ন জলবায়ুতে খুব সহজেই মানিয়ে নিতে পারে গোলাপ। আপনার বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে তাহলে তো কথাই নেই আর যদি না থাকে তাহলে ছাদের উপরে টবে কিংবা ব্যালকনিতে টবের মধ্যে চাষ করতে পারেন গোলাপ।

শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ শিক্ষক পুলক জোয়ারদার দীর্ঘ ১৮ বছর ধরে গোলাপ ফুলের বাগান করে আসছেন নিজের বাড়ির ছাদেই। তিনি বলেন, “সব ফুলের মধ্যে গোলাপ ফুলকেই ফুলের রাজা হিসেবে ধরা হয়। এই ফুল দেখলে মন ভরে যায় মানুষের। সেই ভালবাসা থেকেই গোলাপ ফুল চাষ করা শুরু করেছিলাম।” তার কথায় গোলাপ ফুল চাষ করতে একটু ধৈর্যের দরকার। সঠিক পরিচর্যা করলে বাড়িতেই একটি গাছেই প্রায় ১০০ গোলাপ ফুটবে।”

আরও পড়ুন: ছোট্ট ‘এই’ কাজটি করলেই হাতেহাতে কড়কড়ে ৫০০০ টাকা! কী করতে হবে…? কী ভাবে পাবেন টাকা…? জানুন এখনই

উত্তরবঙ্গ থেকে জাতীয় স্তরে ফুল গাছের প্রতিযোগিতায় অংশগ্রহ করতে গিয়েছিলেন পুলক বাবু। তার কথায়, গোলাপ ফুল সাধারণত ঘেঁষের মধ্যেই ভাল তৈরি হয়। তবে তিনি মাটির মধ্যে এত গোলাপ ফুল ফুটিয়ে সত্যি অবাক করেছেন সকলকে। তার টবের গাছে প্রায় ১৭০ টি গোলাপ ফুটেছে। তিনি বলেন,মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোলাপের চারা রোপণের উপযুক্ত সময়। আট ইঞ্চি টব নিতে হবে।যে স্থানে ছয় থেকে আট ঘণ্টা রোদ পায় এমন স্থানে রাখতে হবে। তবে গ্রীষ্মকালের প্রখর রোদ থেকে গাছকে বাঁচানোর জন্য মাঝেমাঝে ছায়ায় রাখুন।

আরও পড়ুন: বলুন তো বিশ্বের সবথেকে ‘বেশি’ বয়সি মা কে? আছেন এই ভারতেই…! কত বয়সে জন্ম দিলেন যমজ কন্যার? চমকে যাবেন উত্তর শুনলে!

টবের মাটি তৈরি করার জন্য দোআঁশ মাটি, গোবর সার, পাতা পচা সার, বালি, সরিষার খোল, সামান্য ডিমের খোসা গুঁড়ো মিশিয়ে প্রায় এক সপ্তাহ রেখে দিন। মাঝে মাঝে ব্যবহৃত চা পাতা শুকনো করে মাটিতে মিশিয়ে রাখতে হবে। চারা বসানোর আগে মরা ডালপালা ছেঁটে দিন। দু-তিনদিন অন্তর অন্তর জল দিতে হবে। জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন কখনই জল জমে না থাকে। মাঝে মাঝে গাছ কেটে দেওয়ার পরে গাছ থেকে কিছুটা দূরে চারিদিকে গোবর সার দিয়ে দিতে হবে।

পুলক বাবুর বলেন, “গোলাপ গাছের রোগবালাই প্রায়ই হয়ে থাকে। বিশেষ করে পোকামাকড়ের আক্রমণ হয়। জলের মধ্যে রসুন থেঁতো করে এবং গুঁড়ো লঙ্কা দিয়ে আগের দিন রাতে ভিজিয়ে পরেরদিন গাছে স্প্রে করুন। খেয়াল রাখবেন যেখানে গোলাপের চারা লাগাচ্ছেন সেই জায়গাটি যেন পরিষ্কার থাকে। এই ভাবে যত্ন করতে পারলে আপনি একটি গাছ থেকে গড়ে ৪০-৫০ টি ফুল পেতে পারেন।”

অনির্বাণ রায়

Health And Beauty Tips: এই নিয়মে ব্যবহার করুন গোলাপ…ত্বকের বলিরেখা, দাগ-ছোপ, ট্যান দূর হবে ৭ দিনে, কমবে ওজন, পেটের সব সমস্যা

ত্বক ভাল রাখা থেকে পেটের গণ্ডগোল দূর করার সিক্রেট লুকিয়ে গোলাপ জলে। কিন্তু কীভাবে ব্যবহার করবেন বহু চর্চিত এবং সবার প্রিয় এই ফুল? জানালেন চিকিৎসক।লেখা-- পিয়া গুপ্ত
ত্বক ভাল রাখা থেকে পেটের গণ্ডগোল দূর করার সিক্রেট লুকিয়ে গোলাপ জলে। কিন্তু কীভাবে ব্যবহার করবেন বহু চর্চিত এবং সবার প্রিয় এই ফুল? জানালেন চিকিৎসক।
লেখা– পিয়া গুপ্ত
ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধিতে অনেকেই গোলাপ ব্যবহার করে থাকেন। তবে শুধু ত্বকের যত্নেই নয়, পেটের যত্নেও কার্যকরী এই গোলাপ। শরীরকে ভিতর থেকে রোগমুক্ত ও সতেজ রাখে গোলাপ।
ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধিতে অনেকেই গোলাপ ব্যবহার করে থাকেন। তবে শুধু ত্বকের যত্নেই নয়, পেটের যত্নেও কার্যকরী এই গোলাপ। শরীরকে ভিতর থেকে রোগমুক্ত ও সতেজ রাখে গোলাপ।
বিশিষ্ট চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত জানান, গোলাপের পাঁপড়িতে ৯৫% জল আছে। তাই এর ক্যালোরি কাউন্ট অত্যন্ত কম। এছাড়া ভিটামিন সি পাওয়া যায় গোপালের পাঁপড়িতে। প্রাচীণকালে চিনদেশে বদহজমের সমস্যায় গোলাপের পাঁপড়ি খাওয়া হত। মহিলাদের পিরিডয়স-এর সমস্যাতেও গোলাপের পাঁপড়ি বেশ উপকারী।
বিশিষ্ট চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত জানান, গোলাপের পাঁপড়িতে ৯৫% জল আছে। তাই এর ক্যালোরি কাউন্ট অত্যন্ত কম। এছাড়া ভিটামিন সি পাওয়া যায় গোপালের পাঁপড়িতে। প্রাচীণকালে চিনদেশে বদহজমের সমস্যায় গোলাপের পাঁপড়ি খাওয়া হত। মহিলাদের পিরিডয়স-এর সমস্যাতেও গোলাপের পাঁপড়ি বেশ উপকারী।
গোলাপ ওজন কমায়। রোজ একটা করে গোলাপ ফুল খান। দেখবেন ওজন কমবে হুহু করে। এছাড়াও শরীরের নানা রকম ব্যাথা-বেদনাতেও কাজে দেয়  গোলাপ ফুল।
গোলাপ ওজন কমায়। রোজ একটা করে গোলাপ ফুল খান। দেখবেন ওজন কমবে হুহু করে। এছাড়াও শরীরের নানা রকম ব্যাথা-বেদনাতেও কাজে দেয়  গোলাপ ফুল।
গোলাপ ফুল একদিকে যেমন স্কিনট্যান ,ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে, তেমনি গোলাপ ফুলের পাপড়ি ত্বক উজ্জ্বল করে তোলে। ত্বকের  রোদে পোড়া ভাব-ও দূর করে এই ফুল।  গোলাপের পাপড়ি  জলে ভিজিয়ে রাখুন। তারপর, এক লিটার জল ফুটিয়ে, তাতে পাঁপড়িগুলো সিদ্ধ করুন। যধক্ষণ না এক লিটার জল হাফ লিটার হচ্ছে, ফুটিয়ে যান। এবার এই জল খান। দেখবেন, ত্বকের সব দাগছোপ গায়েব হবে ৭ দিনেই। ত্বকের রুক্ষতা দূর হয়ে ত্বক হবে মখমলের মত মোলায়েম। 
গোলাপ ফুল একদিকে যেমন স্কিনট্যান ,ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে, তেমনি গোলাপ ফুলের পাপড়ি ত্বক উজ্জ্বল করে তোলে। ত্বকের  রোদে পোড়া ভাব-ও দূর করে এই ফুল।  গোলাপের পাপড়ি  জলে ভিজিয়ে রাখুন। তারপর, এক লিটার জল ফুটিয়ে, তাতে পাঁপড়িগুলো সিদ্ধ করুন। যধক্ষণ না এক লিটার জল হাফ লিটার হচ্ছে, ফুটিয়ে যান। এবার এই জল খান। দেখবেন, ত্বকের সব দাগছোপ গায়েব হবে ৭ দিনেই। ত্বকের রুক্ষতা দূর হয়ে ত্বক হবে মখমলের মত মোলায়েম।
ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধিতে অনেকেই গোলাপ ব্যবহার করে থাকেন। তবে শুধু ত্বকের যত্নেই নয়, পেটের যত্নেও কার্যকরী এই গোলাপ। শরীরকে ভিতর থেকে রোগমুক্ত ও সতেজ রাখে গোলাপ।
ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধিতে অনেকেই গোলাপ ব্যবহার করে থাকেন। তবে শুধু ত্বকের যত্নেই নয়, পেটের যত্নেও কার্যকরী এই গোলাপ। শরীরকে ভিতর থেকে রোগমুক্ত ও সতেজ রাখে গোলাপ।

Valentines Day 2024: ভ্যালেন্টাইন ডে-তে কি রঙের গোলাপ দেবেন সঙ্গীকে? রাশি মিলিয়ে জেনে রাখুন

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : আসছে ভ্যালেন্টাইন ডে। সরস্বতী পুজোর সঙ্গেই উদযাপন করা হবে ভালবাসার দিবস। এই দিন কেউ পরিকল্পনা করছেন হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবিতেই ডেটে যাবেন। কারও পরিকল্পনা বাইরে গিয়ে নিরিবিলিতে একটু সময় কাটানো। সঙ্গে থাকবে নানা রকম উপহারের বহর। কিন্তু এমন একটা দিনে সঙ্গীর হাতে গোলাপ ফুল না তুলে দিলে হয়? এখানেই বিশেষ পরামর্শ দিয়েছেন পণ্ডিত ধীমান বন্দ্যোপাধ্যায়।

তিনি বলছেন, গোলাপ ফুল আমাদের সবার প্রিয়। কিন্তু যদি সঙ্গীর হাতে সঠিক রঙের গোলাপ ফুল তুলে দেওয়া যায়, তাহলে সম্পর্ক আরও দৃঢ় হয়। দিনটি আরও ভালো হয়। তাই সঙ্গীর রাশি অনুযায়ী যদি গোলাপ ফুল তার হাতে তুলে দেওয়া যায়, তাহলে এর থেকে ভালো আর কিছুই হবে না। কিন্তু কোন রাশির জন্য কোন রঙের গোলাপ সেরা? জানিয়ে দিয়েছেন এই জ্যোতিষবিদ।

মেষ রাশি : আপনার প্রিয়জন যদি মেষ রাশির জাতক হন, তাহলে তার মধ্যে প্রচুর এনার্জি লক্ষ্য করা যায়। তাই এমন সঙ্গীর হাতে তুলে দিন একটি লাল রঙের গোলাপ।

বৃষ রাশি : বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। যা প্রেম ও ভালোবাসা গ্রহ বলে জ্যোতিষ মতে বিশ্বাস। তাই এমন সঙ্গীর হাতে তুলে দিন গোলাপি রঙের গোলাপ।

মিথুন রাশি : এই রাশির মধ্যে অ্যাটেনশন পাওয়ার একটি বিশেষ প্রবণতা দেখা যায়। তারা গভীর অর্থপূর্ণ কথা বার্তায় বিশ্বাসী। তাই এমন সঙ্গীর হাতে কালো রঙের গোলাপ তুলে দিতে পারলে তা উপকারীহবে।

কর্কট রাশি : এই রাশির প্রেমিক-প্রেমিকারা কৌতুক রসে ভরপুর হন। ঠাট্টা করতে ভালবাসেন। হাসি খুশিতে থাকেন। সঙ্গীকে যত্নে রাখেন। তাই এমন সঙ্গীর হাতে সাদা রঙের গোলাপ তুলে দেওয়া শ্রেয়।

সিংহ রাশি : এই রাশির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব ভালো। সব সময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। রাগী স্বভাবের হলেও এরা মনের দিক থেকে নরম। তাই এমন সঙ্গীর হাতে একখানা লাল গোলাপ তুলে দিন। সম্পর্ক আরও মজবুত হবে।

কন্যা রাশি : এই রাশি প্রেমিক প্রেমিকারা খুব প্র্যাকটিক্যাল হয়। সম্পর্ক নিয়ে যেকোনও সমস্যার সমাধানে এরা এক্সপার্ট। তবে নিজেদের স্বভাবের কারণে মাঝেমধ্যে সমস্যার মুখোমুখি হন। এমন সঙ্গীর হাতে পারলে তুলে দিন সবুজ রঙের গোলাপ।

তুলা রাশি : এই রাশির জাতক জাতিকারা হাসি, খুশিতে থাকতে ভালবাসেন। নিজের প্রিয়জনদের সব সময় হাসি খুশিতে ভরিয়ে রাখতে চান। তাই এমন সঙ্গীর জন্য সবথেকে উৎকৃষ্ট গোলাপি রঙের গোলাপ।

বৃশ্চিক রাশি : এই রাশির সঙ্গীরাও সিংহ রাশির মতো রাগী হয়। কিন্তু আবার মনের দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। যত্নে রাখলে এরা খুব ভালো সঙ্গী হতে পারে। এমন সঙ্গীর হাতে তুলে দিন লাল রঙের গোলাপ।

ধনু রাশি : এই রাশির জাতকরা খুব অ্যাডভেঞ্চার প্রেমী। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালবাসেন। প্রিয়জনের সঙ্গে বাইরে সময় কাটানো এদের পছন্দের। এমন সঙ্গীর হাতে তুলে দিন হলুদ রঙের গোলাপ।

মকর রাশি : এই রাশির সঙ্গীরা খুব আত্মবিশ্বাসী হয়। নিজের সঙ্গীর কাছ থেকে খাঁটি ভালবাসা এবং সম্মান চায়। এই রাশির সঙ্গীদের হাতে লাল গোলাপ তুলে দিলে জ্যোতিষ মতে ভালবাসা আরও বাড়ে।

কুম্ভ রাশি : কুম্ভ রাশির জাতকরা সাধারণ জীবন যাপন করলেও উচ্চ চিন্তাভাবনা রাখেন। এমন ব্যক্তিত্বের হাতে নীল গোলাপ তুলে দিতে পারলে সবথেকে ভালো।

মীন রাশি : জ্যোতিষ অনুযায়ী মীন রাশির জাতকরা রহস্যময়, সৃজনশীল। কল্পনার জগতে বাস করেন এরা। তাই আপনার এমন সঙ্গীর হাতে যদি হলুদ গোলাপ তুলে দিতে পারেন, সম্পর্ক আরও দৃঢ় হবে।

নয়ন ঘোষ

Rose Garden Tips: আপনার গোলাপ বাগান হবে ‘পড়শির ঈর্ষা’ এত্ত এত্ত ফুল গুণে শেষ করা যাবে না, রইল সহজে বাগান করার টিপস

: গোলাপ শুধু বিশেষ দিনে কেন? এই নিয়ম জানা থাকলে বাড়ির প্রিয় মানুষকে মরশুমে সারা বছর গোলাপ উপহার দিতে পারবেন! তবে তার জন্য জানতে হবে এই নিয়ম। এই নিয়ম মেনে গোলাপ গাছ লাগালে ফুলে ভরে যাবে গাছ!
: গোলাপ শুধু বিশেষ দিনে কেন? এই নিয়ম জানা থাকলে বাড়ির প্রিয় মানুষকে মরশুমে সারা বছর গোলাপ উপহার দিতে পারবেন! তবে তার জন্য জানতে হবে এই নিয়ম। এই নিয়ম মেনে গোলাপ গাছ লাগালে ফুলে ভরে যাবে গাছ!
নিয়ম জানা থাকলে, চড়া দামে গোলাপ কেনা থেকে রেহাই তো মিলবেই পাশাপাশি বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেবে এই গোলাপ। গোলাপের রূপে মুগ্ধ প্রায় সমস্ত মানুষ। তাই সারা বছর প্রায় কম বেশি গোলাপের চাহিদা থাকে। আবার এমনও হয় রাস্তার ধারে ফুলের দোকানে একগুচ্ছ গোলাপ দেখে, যেন চোখ আটকে যায়। এটা আমি আপনি সবার ক্ষেত্রেই এমনটাই ঘটে।
নিয়ম জানা থাকলে, চড়া দামে গোলাপ কেনা থেকে রেহাই তো মিলবেই পাশাপাশি বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেবে এই গোলাপ। গোলাপের রূপে মুগ্ধ প্রায় সমস্ত মানুষ। তাই সারা বছর প্রায় কম বেশি গোলাপের চাহিদা থাকে। আবার এমনও হয় রাস্তার ধারে ফুলের দোকানে একগুচ্ছ গোলাপ দেখে, যেন চোখ আটকে যায়। এটা আমি আপনি সবার ক্ষেত্রেই এমনটাই ঘটে।
কেউ প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে সঙ্গে নেয় গোলাপ। আবার কেউ একগুচ্ছ গোলাপ নিয়ে ফেরে। কিন্তু সেই গোলাপের আয়ু যে কয়েক ঘণ্টা মাত্র। তাই অনেকেই শখ করে গোলাপ গাছ  লাগিয়ে থাকেন বাড়িতে।
কেউ প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে সঙ্গে নেয় গোলাপ। আবার কেউ একগুচ্ছ গোলাপ নিয়ে ফেরে। কিন্তু সেই গোলাপের আয়ু যে কয়েক ঘণ্টা মাত্র। তাই অনেকেই শখ করে গোলাপ গাছ  লাগিয়ে থাকেন বাড়িতে।
গোলাপ গাছে ফুল আসা তো দূর, সঠিক নিয়ম না জানার ফলে অকালেই শুকিয়ে যায় শখের গোলাপ গাছের ডালপালা। এমন ঘটনা রয়েছে ভুরিভুরি উদাহরণ। কিন্তু সঠিক নিয়ম মানতে পারলেই নিজের বাড়িতেও প্রচুর প্রচুর  গাছে গোলাপ ফোটানো সম্ভব। তাই কিভাবে গোলাপ গাছ বাড়িতে লাগাবেন জেনে রাখুন সেই নিয়ম।
গোলাপ গাছে ফুল আসা তো দূর, সঠিক নিয়ম না জানার ফলে অকালেই শুকিয়ে যায় শখের গোলাপ গাছের ডালপালা। এমন ঘটনা রয়েছে ভুরিভুরি উদাহরণ। কিন্তু সঠিক নিয়ম মানতে পারলেই নিজের বাড়িতেও প্রচুর প্রচুর  গাছে গোলাপ ফোটানো সম্ভব। তাই কিভাবে গোলাপ গাছ বাড়িতে লাগাবেন জেনে রাখুন সেই নিয়ম।
এ প্রসঙ্গে ডঃ এস পি পান্ডা জানান, গোলাপ গাছ যেখানে লাগানো হবে সেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছানো প্রয়োজন। অন্যদিকে গোলাপ গাছ টিকিয়ে রাখতে প্রয়োজন উপযুক্ত মাটি।
এ প্রসঙ্গে ডঃ এস পি পান্ডা জানান, গোলাপ গাছ যেখানে লাগানো হবে সেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছানো প্রয়োজন। অন্যদিকে গোলাপ গাছ টিকিয়ে রাখতে প্রয়োজন উপযুক্ত মাটি।
একইসঙ্গে নিয়ম মেনে পরিচর্যা এবং গাছের প্রয়োজনীয় সার বা ভিটামিন দেওয়া দরকার।
একইসঙ্গে নিয়ম মেনে পরিচর্যা এবং গাছের প্রয়োজনীয় সার বা ভিটামিন দেওয়া দরকার।
গোলাপ গাছের মাটি তৈরির জন্য ভার্মি কম্পোস্ট এবং সরষে খোল মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে।
গোলাপ গাছের মাটি তৈরির জন্য ভার্মি কম্পোস্ট এবং সরষে খোল মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে।
গোলাপ গাছ লাগানোর পর ১৫ দিন অন্তর স্প্রে করা প্রয়োজন। স্প্রে'র মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দিতে হবে গাছে। সারা বছর নিয়ম মেনে গোপাল গাছে পরিচর্যা করা।
গোলাপ গাছ লাগানোর পর ১৫ দিন অন্তর স্প্রে করা প্রয়োজন। স্প্রে’র মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দিতে হবে গাছে। সারা বছর নিয়ম মেনে গোপাল গাছে পরিচর্যা করা।
শীতের মরশুম শুরুর আগে গাছের কাটিং এবং প্রুনিং করা প্রয়োজন। সঠিক নিয়ম মেনে গাছ পরিচর্যা করতে পারলেই শীতকালে গোলাপ গাছে ভাল ফুল আশা করা যেতে পারে।
শীতের মরশুম শুরুর আগে গাছের কাটিং এবং প্রুনিং করা প্রয়োজন। সঠিক নিয়ম মেনে গাছ পরিচর্যা করতে পারলেই শীতকালে গোলাপ গাছে ভাল ফুল আশা করা যেতে পারে।
সেই দিক থেকে আপনার শখের গোলাপ গাছে ভাল ফুল পেতে হলে, অবশ্যই মানতে হবে এই নিয়ম। Input- Rakesh Maity
সেই দিক থেকে আপনার শখের গোলাপ গাছে ভাল ফুল পেতে হলে, অবশ্যই মানতে হবে এই নিয়ম। Input- Rakesh Maity

Rose Day 2024: তাজা থাকে ১৫ দিন! চাহিদার জনপ্রিয়তায় বাংলাকে টেক্কা দিল এই রাজ্যের গোলাপ!

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ উদযাপন। রোজ ডে থেকে শুরু করে চলছে ভালবাসা উদযাপনের পালা। আর ভালবাসা নিবেদনের অন্যতম উপহারস্বরূপ গোলাপ ফুলের জুড়ি মেলা ভার। তবে এবার সাধারণ গোলাপকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে ব্যাঙ্গালোর গোলাপ। কারণ একটাই এই বিশেষ গোলাপ কাউকে উপহার দিলে তা থাকবে প্রায় ১৫ দিন, ফলে আপনার ভালবাসার চিহ্ন সতেজ থাকবে পুরো ভ্যালেন্টাইন সপ্তাহ। তাই এখন ফুলের দোকানে ব্যাঙ্গালোর গোলাপের চাহিদা সবচেয়ে বেশি, মেনে নিচ্ছেন বিক্রেতারাও।

ভালবাসার সপ্তাহ পালনের শুরু থেকেই গোলাপের চাহিদা লক্ষ করা গিয়েছে। তাই ফুল বিক্রেতারাও লাভের আশায় লোকাল গোলাপের পাশাপাশি ব্যাঙ্গালোর গোলাপ আগে ভাগেই মজুত করে রেখেছেন। তবে এ বছর সাধারণত চেনা লাল লোকাল গোলাপের তুলনায় অনেক অংশেই বেশি বিক্রি হচ্ছে ব্যাঙ্গালোর গোলাপ। হরেক রকম মন কাড়া রঙে মিলছে এই গোলাপ। তবে দাম একটু বেশি হলেও মানুষ চাইছেন এই গোলাপ কিনতে। কারণ, বিশেষ করে এই গোলাপ সতেজ থাকে প্রায় ১৫ দিন বলে দাবি বিক্রেতাদের।

আরও পড়ুন : গোলাপের দাম ১৩০ কোটি টাকারও বেশি! নীল থেকে কালো…বিশ্বের বিরল ও মহার্ঘ্যতম গোলাপদের কথা জানুন

ফলে উপহার দেওয়া গোলাপ সতেজ থাকবে এই চিন্তা করেই বাংলার গোলাপকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল ব্যাঙ্গালোর গোলাপ। জেলার ফুলের দোকানগুলিতে আলাদা জায়গা করে নিয়েছে এই প্রজাতির গোলাপ। ভালবাসার উদযাপনের সপ্তাহে ফুলের দোকানগুলিতে ভিড় দেখা গেলেও, মহিলাদের নজর কাড়ছে এই ব্যাঙ্গালোর গোলাপ।

হলুদ, সাদা, লাল রঙের পাশাপাশি দুই রঙের মিশ্রণের গোলাপও কিনতে দেখা যাচ্ছে মহিলা পুরুষ উভয়কেই। তাই ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপ ফুল দিতে চাইলে আপনিও কিনতে পারেন এই ব্যাঙ্গালোর গোলাপ। যা উপহার দিলে ভালবাসার চিহ্ন সতেজ থাকবে পুরো ভ্যালেন্টাইন সপ্তাহ জুড়েই।

Valentine’s day: একটা গোলাপের দাম এত! রোজ ডে-র আগেই পকেটে টান প্রেমিক-প্রেমিকাদের

ভালোবাসার সপ্তাহে বাড়ছে গোলাপের দাম। প্রতি এক পিস গোলাপ বিক্রি হচ্ছে ৩০ টাকা করে
ভালোবাসার সপ্তাহে বাড়ছে গোলাপের দাম। প্রতি এক পিস গোলাপ বিক্রি হচ্ছে ৩০ টাকা করে।
আসল ভ্যালেন্টাইন্স ডে আর বাঙালির প্রেম দিবস অর্থাৎ সরস্বতী পুজা পড়েছে একই দিনে
এই বছর ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো পড়েছে একই দিনে।
১৪ ই ফেব্রুয়ারি যে গোলাপ এবং অন্যান্য ফুলের দাম যে বাড়বে তার আঁচ পাওয়া যাচ্ছে এক সপ্তাহ আগে থেকেই
১৪ই ফেব্রুয়ারি যে গোলাপের দাম বা অন্যান্য ফুলের দাম বাড়বে তার আঁচ পাওয়া যাচ্ছে এক সপ্তাহ আগে থেকেই
জলপাইগুড়ির বেশিরভাগ ফুলের দোকানগুলিতে আসতে চলেছে নানা রঙের নানা ধরনের গোলাপ এবং বোকে সাজানোর নানান অন্যান্য ফুলও
জলপাইগুড়িতে বেশিরভাগ ফুলের দোকানগুলোতে আসতে চলেছে নানা রঙে নানা ধরনের গোলাপ এবং বুকে সাজানোর নানান অন্যান্য ফুলও।
শুধু প্রেম সপ্তাহে নয় এর মাঝেই রয়েছে বিয়ে তারিখেও। ফলে পকেটে টান পড়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না কেউই। ৭ ফেব্রুয়ারি দিয়ে শুরু হচ্ছে গোলাপ দিবস দিয়ে শুরু হয়ে যাবে ভ্যালেন্টাইন্স উইক
শুধু প্রেমের সপ্তাহ নয়, মাঝে রয়েছে বিয়ের তারিখও। ফলে পকেটে টান পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেউই। ৭ ফেব্রুয়ারি দিয়ে শুরু হচ্ছে গোলাপ দিবস দিয়ে শুরু হয়ে যাবে ভ্যালেন্টাইন্স উইক
জলপাইগুড়ির ডিভিসি রোডের সমস্ত ফুলের দোকানগুলি গোলাপের সম্ভার রেখে প্রস্তুত রয়েছে ভ্যালেন্টাইন্স ডে অপেক্ষায়
জলপাইগুড়ির ডিভিসি রোডের সমস্ত ফুলের দোকানগুলি গোলাপের সম্ভার রেখে প্রস্তুত রয়েছে ভ্যালেন্টাইন্স ডে অপেক্ষায়