গয়া: ভারতে ঘুরতে এসে দুর্দান্ত অভিজ্ঞতা নিয়েই ফেরেন অধিকাংশ বিদেশি পর্যটক৷ কিন্তু কিছু অসাধু মানুষের জন্য বিশ্বের দরবারে ভারতের মাথা হেঁট হয়ে যায়৷ এরকমই একটি ঘটনা ঘটল এক রুশ পর্যটকের সঙ্গে৷
রুশ ওই তরুণী সম্প্রতি ভারত সফরে এসেছিলেন৷ গয়া কামাখ্যা এক্সপ্রেসে চড়ে যাওয়ার সময় ট্রেন থেকেই ফল্গু নদীর ছবি তুলছিলেন তিনি৷ তখনই এক দুষ্কৃতী ওই রুশ তরুণীর হাত থেকে তাঁর আই ফোনটি ছিনতাই করে নেয়৷
আরও পড়ুন:
গত ১৭ অগাস্ট এই ঘটনার পর নিনা নিকোনোরোভা নামে ওই তরুণী গয়া, শেখপুরা এবং কামাখ্যা স্টেশনে জিআরপি-র কাছে ওই তরুণী অভিযোগ জানান৷ অভিযোগ পেয়েই তৎপর হয় জিআরপি এবং আরপিএফ৷ প্রাথমিক ভাবে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে৷ তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার হয়৷ কিন্তু ওই রুশ তরুণীর মোবাইল ফোনটি মেলেনি৷ ওই দুই দুষ্কৃতী জানায়, সাহিল আনসারি নামে বিহারের এক দুষ্কৃতীর কাছে ওই মোবাইল ফোন রয়েছে৷
এর পর ওই তরুণী রাশিয়া ফিরে যান৷ এর পর অক্টোবর মাসে আই ক্লাউডে ওই তরুণী একটি অ্যালার্ট আসে৷ তরুণী দেখেন, তাঁর খোয়া যাওয়া আইফোনটি অ্যাক্টিভেট করা হয়েছে৷ সেটির লোকেশন রয়েছে মহারাষ্ট্রের নাগপুরের কাছে৷
সঙ্গে সঙ্গে ওই রুশ তরুণী গোটা বিষয়টি জিআরপি-কে জানান৷ তরুণীর দেওয়া তথ্য মিলিয়ে মোবাইল ফোনটির লোকেশন পায় পুলিশ৷ সাহিল আনসারি নামে ওই দুষ্তীর কাছেই ফোনটি রয়েছে বলেও নিশ্চিত হয় পুলিশ৷ এবার ফোন এবং অভিযুক্তকে খুঁজে বের করতে বিশেষ টিম তৈরি করেছে জিআরপি এবং আরপিএফ৷ তরুণী তাঁর হারানো ফোন ফিরে পান কি না, সেটাই দেখার৷