নৌকাডুবি।

Durga Puja 2024 Accident: পুজোর অঞ্জলি দিতে গিয়ে ডুবে গেল নৌকা! প্রাণ গেল শিশু-সহ দুজনের, পরিবারে হাহাকার

ঢাকা: অষ্টমীতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর অঞ্জলি দিতে যাওয়ার সময়ে নৌকা উল্টে মৃত্যু হল ২ যাত্রীর। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দায়।

আজ, অর্থাৎ শুক্রবার ভারতীয় সময় সকাল ৮টা নাগাদ নেত্রকোনার হরিণধরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন সঞ্জয় তালুকদারের মেয়ে তালুকদার (১৮) এবং অমিত তালুকদার (৮)। মৃত দুজন সম্পর্কে পিসি-ভাইপো। বাংলাদেশি সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঋতু তালুকদার স্নাতক এবং অমিত তালুকদার তৃতীয় শ্রেণির পড়ুয়া ছিলেন।

আরও পড়ুন: রতন টাটার জায়গায় কে, কার হাতে টাটা গোষ্ঠীর দায়িত্ব? জানা গেল নাম

জানা গিয়েছে, বাড়ির পাশের একটি পুজো মণ্ডপে একই পরিবারের অঞ্জলি দেওয়ার জন্য একই পরিবারের ছজন একটি নৌকা করে বের হন। বাড়ির পিছনে একটি খাল ছিল। সেই খাল পেরোনোর সময়ই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: পুজোতে দুঃসংবাদ! অষ্টমীতে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কিছু জেলায়, বিরাট আপডেট

নৌকা ডুবে গেলে ৬ জনের মধ্যে চারজন সাঁতার কেটে খালের পারে এসে উঠলেও ঋতু তালুকদার এবং অমিত তালুকদার ডুবে যান। বেশ কিছুক্ষণ পরে দুজনের দেহ উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুজোর মধ্যেই এই ঘটনা ঘটায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।