Mother’s Day: মায়ের জন্য কবিতা লিখলেন বীরু, আবেগে ভাসলেন সচিন

#মুম্বই: একটা দিন একেবারে মায়েদের জন্য। অনেকে বলেন, মায়েদের জন্য আবার আলাদা দিন হয় নাকি! বছরের প্রতিটা দিনই তো মায়েদের। তবে একটা গোটা দিন যদি মায়েদের জন্য আলাদা করে সেলিব্রেট করা হয়, তাতে ক্ষতি কী! ৯ মে দিনটা প্রতিটি সন্তানের কাছে স্পেশাল। আবার মায়েদের জন্যও। এমন দিনে মায়ের প্রতি ভালবাসা, শ্রদ্ধা, আনুগত্য উজাড় করে দেয় সন্তানরা। এমন একটা বিশেষ দিনে মায়েরাও যেন সেলিব্রেট করার কারণ খুঁজে পান। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকে এই বিশেষ দিনে মাকে স্পেশাল কিছু দিতে চান। প্রত্যেকেই চান, এমন একটা দিন যেন মায়ের সঙ্গেই উদযাপন করা যায়!

মাদার্স ডে-তে মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন সচিন তেন্ডুলকর। তিনি অবশ্য প্রতি বছরই নিয়ম করে এই দিনে মায়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন। এদিন সচিন মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, তুমি যতই বড়ই হও না কেন, মা একমাত্র যে তোমার জন্য সব সময় প্রার্থনা করে। আমার জীবনে দুজন মায়ের আশীর্বাদ রয়েছে। তাঁরা আমায় বড় করেছে এবং সব সময় ভালবেসেছে। আই এবং কাকুকে জানাই, হ্যাপি মাদার্স ডে। পুরানো কয়েকটি ছবি শেয়ার করলাম। অন্যদিকে, বীরেন্দ্র শেহবাগ নিজের মায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখেছেন। মা কীভাবে তাঁকে ছোট থেকে বড় করেছে, সেটাই ওই কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন বীরু। সুরেশ রায়না, শিখর ধাওয়ানের মতো তারকারাও এদিন নিজেদের মায়ের জন্য পোস্ট করেছেন।