Tag Archives: Mothers Day

মহিলারা কীভাবে আর্থিক সমস্যার মুখোমুখি হন? রিপোর্টে উঠে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক মাতৃ দিবসের তারিখ হল ১২ মে। মাতৃ দিবস পালনের মধ্যেই রিপোর্টে উঠে এল মহিলাদের সঞ্চয় সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য। এনটাইটেলড সলিউশন জরুরি সঞ্চয় সংক্রান্ত বিষয়ে নারীদের, বিশেষ করে ব্লু-কলার পেশায় যাঁরা আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সেগুলির সমালোচনামূলক এক পর্যালোচনা প্রকাশ্যে এনেছে৷
আন্তর্জাতিক মাতৃ দিবসের তারিখ হল ১২ মে। মাতৃ দিবস পালনের মধ্যেই রিপোর্টে উঠে এল মহিলাদের সঞ্চয় সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য। এনটাইটেলড সলিউশন জরুরি সঞ্চয় সংক্রান্ত বিষয়ে নারীদের, বিশেষ করে ব্লু-কলার পেশায় যাঁরা আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সেগুলির সমালোচনামূলক এক পর্যালোচনা প্রকাশ্যে এনেছে৷
ফলাফলগুলি মহিলাদের আর্থিক নিরাপত্তাকে বাধাগ্রস্ত করার উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার উপর আলোকপাত করে এবং এই চাপের সমস্যাগুলি মোকাবিলায় গ্রহণীয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।
ফলাফলগুলি মহিলাদের আর্থিক নিরাপত্তাকে বাধাগ্রস্ত করার উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার উপর আলোকপাত করে এবং এই চাপের সমস্যাগুলি মোকাবিলায় গ্রহণীয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।
এনটাইটেলড সলিউশন দ্বারা পরিচালিত সার্ভে, জরুরি তহবিল সম্পর্কে মহিলাদের অনিশ্চয়তার বিষয়ে বেশ কয়েকটি মূল ফলাফল তুলে ধরেছে। উত্তরদাতাদের মধ্যে, প্রায় ৬০% প্রাথমিক কারণ হিসাবে অপ্রত্যাশিত ব্যয়, স্বাস্থ্য খরচ এবং শিশুদের শিক্ষার ফি উল্লেখ করে জরুরি অবস্থার জন্য পর্যাপ্ত তহবিল থাকার বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
এনটাইটেলড সলিউশন দ্বারা পরিচালিত সার্ভে, জরুরি তহবিল সম্পর্কে মহিলাদের অনিশ্চয়তার বিষয়ে বেশ কয়েকটি মূল ফলাফল তুলে ধরেছে। উত্তরদাতাদের মধ্যে, প্রায় ৬০% প্রাথমিক কারণ হিসাবে অপ্রত্যাশিত ব্যয়, স্বাস্থ্য খরচ এবং শিশুদের শিক্ষার ফি উল্লেখ করে জরুরি অবস্থার জন্য পর্যাপ্ত তহবিল থাকার বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
জরুরি সঞ্চয়ের গুরুত্ব স্বীকার করা সত্ত্বেও, সংখ্যাগরিষ্ঠরা এই ধরনের তহবিল তৈরি এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। শুধুমাত্র একটি ছোট শতাংশ তাঁদের মাসিক আয়ের ৩৫%-এর বেশি সঞ্চয় করতে সক্ষম হয়েছেন।
জরুরি সঞ্চয়ের গুরুত্ব স্বীকার করা সত্ত্বেও, সংখ্যাগরিষ্ঠরা এই ধরনের তহবিল তৈরি এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। শুধুমাত্র একটি ছোট শতাংশ তাঁদের মাসিক আয়ের ৩৫%-এর বেশি সঞ্চয় করতে সক্ষম হয়েছেন।
এই সার্ভে নারী ও পুরুষদের মধ্যে জরুরি তহবিল সম্পর্কিত উপলব্ধি এবং আচরণের উল্লেখযোগ্য পার্থক্যও প্রকাশ করেছে। আর্থিক ক্ষমতায়নের উদ্যোগে লিঙ্গ-সংবেদনশীল হস্তক্ষেপের প্রয়োজনীয়তা মাথায় রাখলে মহিলারা প্রায়ই তাঁদের পরিবারের মধ্যে আর্থিক স্বায়ত্তশাসন সম্পর্কিত বৃহত্তর চ্যালেঞ্জের মুখোমুখি হন দেখা গিয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি প্রধান আর্থিক চ্যালেঞ্জ।
এই সার্ভে নারী ও পুরুষদের মধ্যে জরুরি তহবিল সম্পর্কিত উপলব্ধি এবং আচরণের উল্লেখযোগ্য পার্থক্যও প্রকাশ করেছে। আর্থিক ক্ষমতায়নের উদ্যোগে লিঙ্গ-সংবেদনশীল হস্তক্ষেপের প্রয়োজনীয়তা মাথায় রাখলে মহিলারা প্রায়ই তাঁদের পরিবারের মধ্যে আর্থিক স্বায়ত্তশাসন সম্পর্কিত বৃহত্তর চ্যালেঞ্জের মুখোমুখি হন দেখা গিয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি প্রধান আর্থিক চ্যালেঞ্জ।
তিনটি প্রধান আর্থিক চ্যালেঞ্জ -এই অনিশ্চয়তার নেপথ্য কারণগুলি বহুমুখী ছিল। আর্থ-সামাজিক অসুবিধা, ব্লু-কলার চাকরি থেকে কম আয় এবং আর্থিক সংস্থানগুলিতে সীমিত অ্যাক্সেস প্রাথমিক বাধা হিসাবে আবির্ভূত হয়েছে। উপরন্তু, আন্তঃ-গৃহস্থালি গতিশীলতা, যার মধ্যে স্বামীদের আয় নিয়ন্ত্রণ করা এবং আর্থিক সিদ্ধান্ত নিয়ে বিরোধ, নারীদের জরুরি অবস্থার জন্য সঞ্চয় করার ক্ষমতাকে আরও বাধাগ্রস্ত করে।
তিনটি প্রধান আর্থিক চ্যালেঞ্জ –
এই অনিশ্চয়তার নেপথ্য কারণগুলি বহুমুখী ছিল। আর্থ-সামাজিক অসুবিধা, ব্লু-কলার চাকরি থেকে কম আয় এবং আর্থিক সংস্থানগুলিতে সীমিত অ্যাক্সেস প্রাথমিক বাধা হিসাবে আবির্ভূত হয়েছে। উপরন্তু, আন্তঃ-গৃহস্থালি গতিশীলতা, যার মধ্যে স্বামীদের আয় নিয়ন্ত্রণ করা এবং আর্থিক সিদ্ধান্ত নিয়ে বিরোধ, নারীদের জরুরি অবস্থার জন্য সঞ্চয় করার ক্ষমতাকে আরও বাধাগ্রস্ত করে।
এনটাইটেলড সলিউশনের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও অংশুল খুরানা এই বিষয়ে জানিয়েছেন যে, "এনটাইটেলড সলিউশনস নারীদের, বিশেষ করে ব্লু-কলার পেশায় যাঁরা আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হন, তা মোকাবিলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তৃত সমাধান প্রদান করে এবং আর্থিক ক্ষমতায়নকে উৎসাহিত করার মাধ্যমে, আমরা নারী এবং তাঁদের পরিবারের আর্থিক মঙ্গলকে উন্নত করার লক্ষ্য রাখি।"
এনটাইটেলড সলিউশনের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও অংশুল খুরানা এই বিষয়ে জানিয়েছেন যে, “এনটাইটেলড সলিউশনস নারীদের, বিশেষ করে ব্লু-কলার পেশায় যাঁরা আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হন, তা মোকাবিলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তৃত সমাধান প্রদান করে এবং আর্থিক ক্ষমতায়নকে উৎসাহিত করার মাধ্যমে, আমরা নারী এবং তাঁদের পরিবারের আর্থিক মঙ্গলকে উন্নত করার লক্ষ্য রাখি।”
কীভাবে আর্থিকভাবে শক্তিশালী হওয়া যায় -এনটাইটেলড সলিউশন মহিলাদের এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য বিভিন্ন প্রস্তাব দিচ্ছে। উপযোগী আর্থিক স্বাক্ষরতা প্রশিক্ষণ, অন-গ্রাউন্ড টিমের মাধ্যমে সহজলভ্য ব্যাঙ্কিং পরিষেবা এবং আন্তঃ-গৃহস্থালি পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা কার্যক্রম প্রস্তাবিত পদ্ধতির মধ্যে রয়েছে।
কীভাবে আর্থিকভাবে শক্তিশালী হওয়া যায় –
এনটাইটেলড সলিউশন মহিলাদের এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য বিভিন্ন প্রস্তাব দিচ্ছে। উপযোগী আর্থিক স্বাক্ষরতা প্রশিক্ষণ, অন-গ্রাউন্ড টিমের মাধ্যমে সহজলভ্য ব্যাঙ্কিং পরিষেবা এবং আন্তঃ-গৃহস্থালি পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা কার্যক্রম প্রস্তাবিত পদ্ধতির মধ্যে রয়েছে।

 

Mother’s Day: মায়ের জন্য কবিতা লিখলেন বীরু, আবেগে ভাসলেন সচিন

#মুম্বই: একটা দিন একেবারে মায়েদের জন্য। অনেকে বলেন, মায়েদের জন্য আবার আলাদা দিন হয় নাকি! বছরের প্রতিটা দিনই তো মায়েদের। তবে একটা গোটা দিন যদি মায়েদের জন্য আলাদা করে সেলিব্রেট করা হয়, তাতে ক্ষতি কী! ৯ মে দিনটা প্রতিটি সন্তানের কাছে স্পেশাল। আবার মায়েদের জন্যও। এমন দিনে মায়ের প্রতি ভালবাসা, শ্রদ্ধা, আনুগত্য উজাড় করে দেয় সন্তানরা। এমন একটা বিশেষ দিনে মায়েরাও যেন সেলিব্রেট করার কারণ খুঁজে পান। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকে এই বিশেষ দিনে মাকে স্পেশাল কিছু দিতে চান। প্রত্যেকেই চান, এমন একটা দিন যেন মায়ের সঙ্গেই উদযাপন করা যায়!

মাদার্স ডে-তে মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন সচিন তেন্ডুলকর। তিনি অবশ্য প্রতি বছরই নিয়ম করে এই দিনে মায়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন। এদিন সচিন মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, তুমি যতই বড়ই হও না কেন, মা একমাত্র যে তোমার জন্য সব সময় প্রার্থনা করে। আমার জীবনে দুজন মায়ের আশীর্বাদ রয়েছে। তাঁরা আমায় বড় করেছে এবং সব সময় ভালবেসেছে। আই এবং কাকুকে জানাই, হ্যাপি মাদার্স ডে। পুরানো কয়েকটি ছবি শেয়ার করলাম। অন্যদিকে, বীরেন্দ্র শেহবাগ নিজের মায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখেছেন। মা কীভাবে তাঁকে ছোট থেকে বড় করেছে, সেটাই ওই কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন বীরু। সুরেশ রায়না, শিখর ধাওয়ানের মতো তারকারাও এদিন নিজেদের মায়ের জন্য পোস্ট করেছেন।

মাদার্স ডে: ফ্লাইওভার থেকে স্লোগান,’মা’ শব্দের সঙ্গে যোগ বোঝালেন মুখ্যমন্ত্রী

#কলকাতা: আজ মাদার্স ডে। সারা পৃথিবীই শুভেচ্ছা জানাচ্ছে মায়েদের। সেই দলে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মাদার্স ডে উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী লেখেন, “রাজ্যের ওয়াক্স মিউজিয়াম বা মা সেতু, এসবই মায়েদের উৎসর্গ করা।” তাঁর দল তৃণমূলের ‘মা-মাটি-মানুষ’ স্লোগানের প্রসঙ্গ টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আমাদের স্লোগান শুরুই করি মা শব্দটি দিয়ে। সব মা-কেই আমরা নিজের মায়ের মত সম্মান করি।”

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই ‘মাতৃযান’ প্রকল্প শুরু হয় রাজ্যে। রাজ্যের সব শ্রেণির মহিলাই যাতে প্রসবের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পায় তা সুনিশ্চিত করতেই এই ব্যবস্থার কথা ঘোষণা করেছিল স্বাস্থ্য ও পরিবার কন্যাণ বিভাগ। সেই প্রসঙ্গও এসেছে মুখ্যমন্ত্রীর ট্যুইটে। তিনি মায়েদের প্রতি সরকারের বিশেষ নজরের কথা উল্লেখ করে একটি তালিকা দিয়েছেন। লিখেছেন, “সরকারের তরফে মায়েদের ও তাঁর সন্তানের জন্যে হাব তৈরি করা হয়েছে, মাতৃযান পরিষেবা চালু করা হয়েছে। মায়েদের গৃহকর্ত্রী হিসেবে পরিচিতি দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। ৭৩১ দিনের মাতৃত্বকালীন ছুটিও মঞ্জুর করা হয়েছে সরকারি কর্মীদের জন্য।”

মায়ের কোলে ছোট্ট মিমি, ছবি পোস্ট করলেন অভিনেত্রী-সাংসদ

#কলকাতা:  আজ মাদার্স ডে ৷ মায়ের জন্য স্পেশাল একটা দিন ৷ মা তো প্রতিদিনের, মা তো প্রতিটি মুহূর্তের ৷ মায়ের জন্য আবার একটা স্পেশাল দিন হয় নাকি? এই নিয়ে তর্ক উঠতেই পারে ৷ তবে আজ তর্ক পাশে সরিয়ে রাখার দিন ৷ আসলে মাদার্স ডে- হল এমন একটা দিন, যে দিনে মাকে সব কিছুর জন্যই ধন্যবাদ জানান সন্তানেরা ৷ যে মা পৃথিবীর আলো শুধু দেখাননি, প্রতিটি ক্ষেত্রে বাঁচার মন্ত্র দিয়ে গিয়েছেন সন্তানদের ৷

মাদার্স ডে-তে মাকে শুভেচ্ছা জানাতে পুরনো অ্যালবাম থেকে ছোটবেলার ছবি বার করে ইনস্টাগ্রামে পোস্ট করলেন মিমি ৷ ছবিতে দেখা গিয়েছে, মায়ের কোলে বসে আছেন ছোট্ট মিমি ৷ সঙ্গে এখনকার ছবিও পোস্ট করেছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷

ছবি পোস্ট করে শুধু লিখলেন মা !

দেখুন মিমির সেই ইনস্টাগ্রাম পোস্ট—

 

View this post on Instagram

 

Ma?

A post shared by Mimi (@mimichakraborty) on