গ্রীষ্মের পারদে বেড়েছে টুপি বিক্রি, মুখে চওড়া হাসি বিক্রেতাদের

North 24 Parganas News: গ্রীষ্মের উর্ধ্বমুখী পারদে বেড়েছে বিক্রি, মুখে চওড়া হাসি টুপিওয়ালার

বসিরহাট: গ্রীষ্মের পারদে বেড়েছে টুপি বিক্রি, মুখে চওড়া হাসি বিক্রেতাদের। পারদের উর্ধ্বগতির তীব্র দাবদাহে নাকাল জনজীবন। ব্যস্ত জীবনে থেমে থাকলে তো আর চলবেনা। গরম উপেক্ষা করে সকাল হলেই কর্মক্ষেত্রে বেরিয়ে পড়তে হয়। সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে টুপির মত একটি গুরুত্বপূর্ণ হেডপিসের চাহিদাও বাড়ে। স্টাইলিশ ও মাথা-ত্বককে রক্ষা করার এটি একটি দুর্দান্ত উপায়। অনেকের আবার টুপি নিয়ে সারাবছরই বেশ ফ্যাশানবেল থাকতে চান। তবে এবছর গ্রীষ্মের শুরু থেকেই বাজারে টুপির চাহিদা বেশ বেড়েছে।

আরও পড়ুন: মাটিতে দাঁড়িয়েই গাছে থেকে পাড়তে পারবেন নারকেল ! দেখে নিন কী করে সম্ভব

উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের টুপির দোকানগুলিতে উঁকি মারলে দেখা যাবে রংবেরং-এর হরেকরকমের টুপির পসরায় ভরপুর। বাজারে এত বেশি টুপির ধরন রয়েছে, যা উত্‍স কোথায়, তা খুঁজে পাওয়া কঠিন। আর গরমের দাবদাহে টুপির বিক্রি-বাট্টা বাড়ায় বিক্রেতাদের মুখে চওড়া হাসি। গরমকালে টুপি একটি মৌলিক প্রয়োজন। এটি আপনাকে স্টাইলিশ রাখার পাশাপাশি গরমে ও তাপ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। সময়ের সঙ্গে বাজারে টুপির সম্ভারে আধুনিকতার পাশাপাশি নতুন নতুন স্টাইলিশ টুপির আমদানি হচ্ছে। টুপি বিক্রি সারাবছরই কম-বেশি থাকে। তবে গ্রীষ্মের সময় টুপির চাহিদা একটু বেশিই থাকে। সব মিলিয়ে গরমে টুপির বাজার যেন একটু বেশিই গরম।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জুলফিকার মোল্যা