গলা কাটা অবস্থায় উদ্ধার করা হল প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের দেহ৷ শুক্রবার বিকেলে পুণেতে নিজেদের ফ্ল্যাটেই সলিল আঙ্কোলার মায়ের দেহ উদ্ধার করা হয়৷

Salil Ankola mother found dead: গলা কাটা, ঘরের মধ্যে পড়ে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের মা! দরজা ভেঙে চমকে উঠল পুলিশ

গলা কাটা অবস্থায় উদ্ধার করা হল প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের দেহ৷ শুক্রবার বিকেলে পুণেতে নিজেদের ফ্ল্যাটেই সলিল আঙ্কোলার মায়ের দেহ উদ্ধার করা হয়৷
গলা কাটা অবস্থায় উদ্ধার করা হল প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের দেহ৷ শুক্রবার বিকেলে পুণেতে নিজেদের ফ্ল্যাটেই সলিল আঙ্কোলার মায়ের দেহ উদ্ধার করা হয়৷
 প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী হয়েছেন প্রাক্তন ক্রিকেটারের মা৷  প্রতীকী ছবি৷
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী হয়েছেন প্রাক্তন ক্রিকেটারের মা৷ প্রতীকী ছবি৷
পুলিশ জানিয়েছে, পুণের জিমখানা এলাকার প্রভাত রোডের ফ্ল্যাট থেকে শুক্রবার বিকেলেই উদ্ধার হয় মালা অশোক আঙ্কোলা (৭৭)-এর দেহ৷
পুলিশ জানিয়েছে, পুণের জিমখানা এলাকার প্রভাত রোডের ফ্ল্যাট থেকে শুক্রবার বিকেলেই উদ্ধার হয় মালা অশোক আঙ্কোলা (৭৭)-এর দেহ৷
শুক্রবার পরিচারিকা এসে ডাকাডাকি করে কাউকে সাড়া না পেয়ে আঙ্কোলা পরিবারের আত্মীয়দের খবর দেন৷ তার পরই ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়৷
শুক্রবার পরিচারিকা এসে ডাকাডাকি করে কাউকে সাড়া না পেয়ে আঙ্কোলা পরিবারের আত্মীয়দের খবর দেন৷ তার পরই ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়৷
এক পুলিশ কর্তা জানিয়েছেন, যখন দরজা খোলা হয়, দেখা যায় ওই মহিলা গলা কাটা অবস্থায় ঘরের ভিতরে পড়ে রয়েছেন৷ প্রাথমিক ভাবে দেখে মনে হয়েছে, উনি আত্মঘাতী হয়েছেন৷ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সলিল আঙ্কোলার মা মানসিক অবসাদে ভুগছিলেন৷
এক পুলিশ কর্তা জানিয়েছেন, যখন দরজা খোলা হয়, দেখা যায় ওই মহিলা গলা কাটা অবস্থায় ঘরের ভিতরে পড়ে রয়েছেন৷ প্রাথমিক ভাবে দেখে মনে হয়েছে, উনি আত্মঘাতী হয়েছেন৷ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সলিল আঙ্কোলার মা মানসিক অবসাদে ভুগছিলেন৷
১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে ভারতীয় দলের হয়ে একটি টেস্ট এবং একটি একদিনের ম্যাচে খেলেছিলেন মিডিয়াম পেসার সলিল আঙ্কোলা৷ পরে অভিনয় জগতে পা দিয়ে সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করেন তিনি৷
১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে ভারতীয় দলের হয়ে একটি টেস্ট এবং একটি একদিনের ম্যাচে খেলেছিলেন মিডিয়াম পেসার সলিল আঙ্কোলা৷ পরে অভিনয় জগতে পা দিয়ে সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করেন তিনি৷