পুজোয় নতুন জুতো পরলে ফোসকা এড়াবেন কী করে

Blister healing Tips: পুজোয় নতুন জুতো পরলেই ফোসকা পড়ছে? এড়াবেন কী করে? বেরোনোর আগে করুন এই ছোট্ট কাজ

পুজোয় নতুন জুতো হবে না তা কি হয়! নানা ফ্যাশনের নানা জুতো নতুন জামার সঙ্গে ম্যাচ করে পরে বেরোলে তবেই তো ফুরফুরে হবে মন। কিন্তু সমস্যায় ফেলে দেয় জেদি ফোসকা! নতুন জুতো পায়ে গলিয়ে ঠাকুর দেখতে বেরোনোর কিছুক্ষণ পরেই ফোসকার উদয় হয়। জ্বালায় পা ফেলা না গেলে ঠাকুর দেখার আনন্দ এক্কেবারে মাটি!
পুজোয় নতুন জুতো হবে না তা কি হয়! নানা ফ্যাশনের নানা জুতো নতুন জামার সঙ্গে ম্যাচ করে পরে বেরোলে তবেই তো ফুরফুরে হবে মন। কিন্তু সমস্যায় ফেলে দেয় জেদি ফোসকা! নতুন জুতো পায়ে গলিয়ে ঠাকুর দেখতে বেরোনোর কিছুক্ষণ পরেই ফোসকার উদয় হয়। জ্বালায় পা ফেলা না গেলে ঠাকুর দেখার আনন্দ এক্কেবারে মাটি!
নতুন জুতো পরেও কী করে এড়াবেন ফোসকা? রয়েছে কিছু ঘরোয়া টোটকা! এবার পুজোয় মনের মত জুতো কিনুন, আর ফোসকা এড়াতে নীচের টিপস গুলি মেনে চলুন৷
নতুন জুতো পরেও কী করে এড়াবেন ফোসকা? রয়েছে কিছু ঘরোয়া টোটকা! এবার পুজোয় মনের মত জুতো কিনুন, আর ফোসকা এড়াতে নীচের টিপস গুলি মেনে চলুন৷
নতুন জুতোয় পা গলানোর আগে ভাল করে পায়ে মেখে নিন অ্যালোভেরা জেল। এই পুজোয় তাহলে নিশ্চিত ভাবে ফোসকা থাকবে দূরে।
নতুন জুতোয় পা গলানোর আগে ভাল করে পায়ে মেখে নিন অ্যালোভেরা জেল। এই পুজোয় তাহলে নিশ্চিত ভাবে ফোসকা থাকবে দূরে।
তবে ফোসকা যদি একবার পরেও যায় তাহলেও চট জলদি সমাধান আছে।  লাগিয়ে নিন বোরোলিনের মতো অ্যান্টি সেপটিক ক্রিম! যন্ত্রণা কমাতে পারে অ্যালোভেরা জেলও।
তবে ফোসকা যদি একবার পরেও যায় তাহলেও চট জলদি সমাধান আছে। লাগিয়ে নিন বোরোলিনের মতো অ্যান্টি সেপটিক ক্রিম! যন্ত্রণা কমাতে পারে অ্যালোভেরা জেলও।
ক্ষতস্থানে নারকেল তেলও লাগাতে পারেন৷ ময়শ্চারাইজ করার পাশাপাশি নারকেল তেল ক্ষত স্থান দ্রুত সারিয়ে তোলে৷ নারকেল পাতা থাকলে সেগুলি পুড়িয়ে তার ছাই নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ক্ষতস্থানে লাগান। এতে ক্ষত দ্রুত সেরে যাবে এবং দাগও থাকবে না।
ক্ষতস্থানে নারকেল তেলও লাগাতে পারেন৷ ময়শ্চারাইজ করার পাশাপাশি নারকেল তেল ক্ষত স্থান দ্রুত সারিয়ে তোলে৷ নারকেল পাতা থাকলে সেগুলি পুড়িয়ে তার ছাই নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ক্ষতস্থানে লাগান। এতে ক্ষত দ্রুত সেরে যাবে এবং দাগও থাকবে না।
ফোসকা সদ্য পড়েছে এমন অবস্থায় লাগান ঠান্ডা জল। তার উপর আলুর কশ এবং কলার মন্ডও লাগিয়ে রাখতে পারেন চটকে। এতে ফোসকা সারবে দ্রুত।
ফোসকা সদ্য পড়েছে এমন অবস্থায় লাগান ঠান্ডা জল। তার উপর আলুর কশ এবং কলার মন্ডও লাগিয়ে রাখতে পারেন চটকে। এতে ফোসকা সারবে দ্রুত।
গ্রিন টি-রও প্রদাহ কমানোর ক্ষমতা আছে। এটি ভিটামিন এবং অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ উৎস। গরম জলে বেকিং সোডা মিশিয়ে একটি টি ব্যাগ ডোবান। তার পর ব্যাগটি ঠান্ডা হতে দিন। টি ব্যাগটি নিয়ে ফোস্কার জায়গায় বেশ কিছু ক্ষণ লাগিয়ে রেখে দিন। বেকিং সোডার অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে। তা সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। দিনে দু’-তিন বার এই প্রক্রিয়াটি করলেই সুফল মিলবে।
গ্রিন টি-রও প্রদাহ কমানোর ক্ষমতা আছে। এটি ভিটামিন এবং অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ উৎস। গরম জলে বেকিং সোডা মিশিয়ে একটি টি ব্যাগ ডোবান। তার পর ব্যাগটি ঠান্ডা হতে দিন। টি ব্যাগটি নিয়ে ফোস্কার জায়গায় বেশ কিছু ক্ষণ লাগিয়ে রেখে দিন। বেকিং সোডার অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে। তা সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। দিনে দু’-তিন বার এই প্রক্রিয়াটি করলেই সুফল মিলবে।