Salman Khan House Firing Case: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালাল কোন গ্যাং? মুসেওয়ালা খুনে অভিযুক্ত…NIA-ও খুঁজছে তাদের

মুম্বই: রবিবার তখন ভোররাত৷ শুনশান রাস্তা৷ হঠাৎ করেই কোথা থেকে এল দু’জন বাইক আরোহী৷ চলন্ত অবস্থাতেই বাইকের পিছনের আরোহী পর পর ৬ রাউন্ড গুলি ছুঁড়ল বলিউড স্টার সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে৷ স্বভাবতই গোটা ঘটনা ঘিরে ফের চরম শোরগোল শুরু হয়েছে বি-টাউনে৷ গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে সামনে৷ আর সেই ফুটেজের দেখা গিয়েছে, এ কী, এই দুষ্কৃতী তো মুসেওয়ালা খুনের অভিযুক্ত!

ঘটনার পর থেকে একটাই প্রশ্ন ঘুরপাত খাচ্ছিল সলমন ভক্তদের মনে৷ কারা গুলি চালাল সলমন খানের বান্দ্রার এই অ্যাপার্টমেন্টের সামনে, আর কেন? এবার প্রাথমিক তদন্তে পুলিশ চিহ্নিত করতে পেরেছে এই হামলার মূল চক্রীকে৷

সেই মূল চক্রীর হল কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা৷ মুম্বইয়ের অন্যতম কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোই কাজ করে এই গোদারার অঙ্গুলিহেলনেই৷ গত রবিবারই সলমনের বাড়ির বাইরে ঘটা ঘটনার দায় স্বীকার করেছে এই গ্যাং লরেন্স বিষ্ণোই৷

আরও পড়ুন: লাঠি ছেড়ে এবার হাতে ত্রিশূল তুলে নিলেন দিলীপ ঘোষ! একেবারে অন্য মেজাজে বিজেপি প্রার্থী..যা বললেন তারপর

বিষ্ণোই গ্যাংয়ের তরফে জানানো হয়েছে, লুকিয়ে চুরিয়ে নাকি গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং ছোটা শাকিলের সঙ্গে যোগাযোগ রাখেন বলিউডের ভাইজান৷ সেই কারণে, তাঁকে ওয়ার্নিং দিতেই এই গুলি৷

রবিবার সোশ্যাল মিডিয়ার ‘X’-এ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই এই গোটা ঘটনার দায় স্বীকার করে একটি পোস্ট করেন৷ সেখানেই তিনি লেখেন এর পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং, গোল্ডি ব্রার, রোহিত গোদারা এবং কালা জাঠারি৷

কে এই রোহিদ গোদারা? জানেন…

আরও পড়ুন: আরও ৫ বছর বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা! ইস্তেহারে একের পর এক ‘গ্যারান্টি’ মোদির

রোহিত গোদারা বর্তমানে জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী৷ ব্রিটেন থেকেই এই গ্যাংয়ের সমস্ত কাজকর্ম পরিচালনা করে এই গোদারা।

কয়েক মাস আগে এই গোদারার নাম সামনে আসে যখন, রাজস্থানের জয়পুরে রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদিকে অন ক্যামেরা খুনের দায় স্বীকার করে তারা৷

এমনকি, গায়ক তথা রাজনীতিক সিধু মুসেওয়ালাকে গুলি করে খুন করার মামলাতেও অন্যতম অভিযুক্ত এই গোদারা৷ ২০২২ সালে ২৯ মে পঞ্জাবের মানসায় গুলি করে খুন করা হয়েছিল মুসেওয়ালাকে৷

গোদারা বিকানেরের বাসিন্দা এবং খুন এবং তোলাবাজি সহ ৩৫টিরও বেশি ফৌজদারি মামলায় তার নাম রয়েছে। এনআইএ-ও তাঁকে খুঁজছে৷