এ দফায় ভোট হতে চলা ৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল চারটি আসনে ও তিনটিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল একটি আসন। পরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

কড়কড়ে ৫০ লক্ষ টাকা…! লোকসভা ভোট নিয়ে বিরাট চ্যালেঞ্জ ‘এই’ ব্যক্তির, কী খোলা চ্যালেঞ্জ কীসের? চমকে যাবেন শুনলে!

কোচবিহার: অলৌকিক ক্ষমতার দাবিদারকে ৫০ লাখ টাকার খোলা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? কে জানাচ্ছেন? ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ-সভাপতি সন্তোষ শর্মা এই চ্যালেঞ্জ জানাচ্ছেন সব রাজনৈতিক নেতা-নেত্রীদের৷

ভারতে আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ১৮তম লোকসভা নির্বাচন ২০২৪। ভারতীয় লোকসভা নির্বাচনের গণনা এবং ফল ঘোষণা ৪ জুন। এই ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর স্পষ্ট হয়ে যাবে কোন দল কেন্দ্রের ক্ষমতায় বসবে।

আরও পড়ুন: বঙ্গোপসাগর থেকে ঢুকছে আদ্র বাতাস..! আসছে স্বস্তির বৃষ্টি! ১২ রাজ্য কাঁপাবে বজ্রঝড়, শিলাবৃষ্টি! কী হবে বাংলায়? বিরাট সতর্কতা IMD-র

সন্তোষ শর্মা বলেন, “এই লোকসভা নির্বাচন ২০২৪-কে কেন্দ্র করে আমি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি (SCIENCE AND RATIONALISTS’ ASSOCIATION OF INDIA)-র সহ-সভাপতি সন্তোষ শর্মা সেই সকল যোগী, রেইকি-গ্র্যাণ্ডমাস্টার, ফেংশুই বিশেষজ্ঞ, বাস্তুবিশেষজ্ঞ, জ্যোতিষী, তান্ত্রিক, ওঝা, গুণীন ও উপাসনা-ধর্মের গুরু, বাবাজী বা অলৌকিক  ক্ষমতার দাবিদারকে ৫০ লাখ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি, যারা দাবি করেন জ্যোতিষশাস্ত্রের সাহায্যে বা অলৌকিক ক্ষমতাবলে সঠিক ভবিষ্যদ্বাণী করা সম্ভব।”

আরও পড়ুন: বিষের সমান…! কেমিক্যাল ভর্তি! লাল টুকটুকে তরমুজ ‘আসল’ না ‘নকল’ কী ভাবে চিনবেন? FSSAI বলে দিল তরমুজ চেনার সহজ উপায়

“খোলা চ্যালেঞ্জ, যদি কোনও জ্যোতিষী, তান্ত্রিক বা অলৌকিক ক্ষমতার দাবিদার লোকসভা নির্বাচন ২০২৪ সম্পর্কিত নিম্ললিখিত ১৮ টি প্রশ্নের সঠিক উত্তর ভবিষ্যদ্বাণী হিসাবে ২ জুন ২০২৪ পর্যন্ত ই-মেল-এর মাধ্যমে দিতে পারেন। সাধারণ নির্বাচনের ২০২৪ এর গণনা এবং ফল ঘোষণা ৪ জুন হবে। এক পর সঠিক ভবিষ্যদ্বাণী করা উত্তরদাতাকে চ্যালেঞ্জ জেতার জন্য ৫০ লক্ষ টাকা প্রদান করা হবে।”

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির শর্ত, ১৮ টি প্রশ্নের সঠিক উত্তর ভবিষ্যদ্বাণী হিসাবে ই-মেল -এর মাধ্যমে আমাকে পাঠানোর অন্তিম তারিখ ২ জুন ২০২৪ পর্যন্ত। উত্তর পাঠানোর জন্য একমাত্র ই-মেল bigyanoyuktibadisamiti@gmail.comযোগাযোগ -Mobile- 9330451977

লোকসভা নির্বাচন ২০২৪ সম্পর্কিত নিম্ললিখিত ১৮ টি প্রশ্ন করেছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ-সভাপতি।
প্রশ্ন-১ – বিজেপি (ভারতীয় জনতা পার্টি) কতগুলি লোকসভা আসনে জয়লাভ করবে?
প্রশ্ন-২ -আইএনসি (ভারতীয় জাতীয় কংগ্রেস) কতগুলি লোকসভা আসনে জয়লাভ করবে ?
প্রশ্ন-৩ -সিপিআইএম (ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)) কতগুলি লোকসভা আসনে জয়লাভ করবে?
প্রশ্ন-৪ -বিএসপি (বহুজন সমাজ পার্টি) কতগুলি লোকসভা আসনে জয়লাভ করবে?
প্রশ্ন-৫ -এনপিপি (ন্যাশনাল পিপলস পার্টি) কতগুলি লোকসভা আসনে জয়লাভ করবে ?
প্রশ্ন-৬  – এএপি (আম আদমি পার্টি) কতগুলি লোকসভা আসনে জয়লাভ করবে ?
প্রশ্ন-৭  -টিএমসি (তৃণমূল কংগ্রেস) কতগুলি লোকসভা আসনে জয়লাভ করবে ?
প্রশ্ন-৮ -আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) কতগুলি লোকসভা আসনে জয়লাভ করবে?
প্রশ্ন-৯  -নরেন্দ্র দামোদরদাস মোদী মোট কত সংখ্যক ভোট পাবেন ?
প্রশ্ন-১০  -অমিত শাহ মোট  কত সংখ্যক ভোট পাবেন ?
প্রশ্ন-১১  -সোনিয়া গান্ধি মোট  কত সংখ্যক ভোট পাবেন ?
প্রশ্ন-১২ -রাহুল গান্ধি মোট কত সংখ্যক ভোট পাবেন?
প্রশ্ন-১৩ -অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট কত সংখ্যক ভোট পাবেন?
প্রশ্ন-১৪  -অধীর রঞ্জন চৌধুরী মোট কত সংখ্যক ভোট পাবেন ?
প্রশ্ন-১৫ -মোহাম্মদ সেলিম মোট কত সংখ্যক ভোট পাবেন?
প্রশ্ন-১৬ -অর্জুন সিংহ মোট কত সংখ্যক ভোট পাবেন ?
প্রশ্ন-১৭  -রোহিণী আচার্য মোট কত সংখ্যক ভোট পাবেন ?
প্রশ্ন-১৮ -নোটায় মোট কত সংখ্যক ভোট পড়বে ?