সন্দেশখালি কাণ্ডে বড় ধাক্কা রাজ্যের

Sandeshkhali Supreme Court: সন্দেশখালি মামলায় বড় ধাক্কা! রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, তদন্ত চালাবে CBI-ই!

নয়াদিল্লি: সন্দেশখালি জমি দখল এবং মহিলাদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের জন্য হাইকোর্ট যে নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

জমি দখল ও যৌন হেনস্তার মামলায় সিবিআই তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আবেদন করে রাজ্য। বিচারপতি গাভই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলার শুনানি হয় সোমবার। শুনানিতে বিচারপতি গাভাই এর পাল্টা প্রশ্ন, এই বিষয়ে রাজ্য সরকার কেন আবেদন করেছে? তারা কাকে ‘প্রটেক্ট’ করতে চাইছে?’

আরও পড়ুন: সাগরে ঘূর্ণাবর্ত…! নিম্নচাপ সতর্কতা…! কবে থেকে চরম দুর্যোগ-দুর্ভোগ? দিন-তারিখ বলে দিল আলিপুর! আবহাওয়ার মেগা আপডেট

প্রসঙ্গত, সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত ২৯ এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানায় রাজ্য।

আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ওই মামলা সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সেগুলি আদালতে জমা দেওয়ার জন্য ২-৩ সপ্তাহ সময় দেওয়া হোক। বিচারপতি গাভাইয়ের বেঞ্চ জানায়, শুনানি মুলতুবি থাকলেও তদন্তপ্রক্রিয়াকে ব্যাহত করা যাবে না। এমনকি, শীর্ষ আদালতে মামলা বিচারাধীন রয়েছে এই যুক্তি দেখিয়ে হাই কোর্টের শুনানিতে বাধা দেওয়াও যাবে না। অর্থাৎ, সুপ্রিম কোর্টের ওই পর্যবেক্ষণ মেনে তদন্ত চালিয়ে নিয়ে যায় সিবিআই।