সিবিআইয়ের আইনজীবী বলেন, ''এই দুজনের (সন্দীপ ও অভিজিৎ) বিরুদ্ধে ডেটা এক্সটরশনের অভিযোগ রয়েছে। সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি। সন্দীপ ও অভিজিৎ জামিন পেলে প্রভাবিত করতে পারে সাক্ষীকে। প্রমাণ নষ্ট করতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রতে এরা সামিল।''

Sandip Ghosh-RG Kar Case: আরজি করের ঘটনার প্ল্যান করা হয়েছিল আগেই? যুক্ত ছিলেন সন্দীপ-অভিজিৎ? বিস্ফোরক দাবি সিবিআইয়ের

আরজি কর কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইলের সিএফএসএল রিপোর্টে বিশেষ তথ্য এসেছে সিবিআইয়ের হাতে।
আরজি কর কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইলের সিএফএসএল রিপোর্টে বিশেষ তথ্য এসেছে সিবিআইয়ের হাতে।
আরজি করের ঘটনার পরবর্তী বেশ কয়েকটি কল রেকর্ডিং ও ভিডিও মিলেছে দুজনের মোবাইলে। ঘটনাস্থলের ভিডিও রেকর্ড মিলেছে দুজনের মোবাইল থেকে। দুজনে ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ সিবিআইয়ের। এরপর ফের দুজনের জন্য ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করা হয়।
আরজি করের ঘটনার পরবর্তী বেশ কয়েকটি কল রেকর্ডিং ও ভিডিও মিলেছে দুজনের মোবাইলে। ঘটনাস্থলের ভিডিও রেকর্ড মিলেছে দুজনের মোবাইল থেকে। দুজনে ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ সিবিআইয়ের। এরপর ফের দুজনের জন্য ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করা হয়।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকদের দেহ উদ্ধারের দিন একাধিকজনকে ফোন করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল! সিবিআই সূত্র এমনই খবর। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের কল লিস্ট হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। হাতে এসেছে টালা থানার ওসি-র নম্বরও।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকদের দেহ উদ্ধারের দিন একাধিকজনকে ফোন করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল! সিবিআই সূত্র এমনই খবর। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের কল লিস্ট হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। হাতে এসেছে টালা থানার ওসি-র নম্বরও।
সিবিআইয়ের আইনজীবী বলেন, ''এই দুজনের (সন্দীপ ও অভিজিৎ) বিরুদ্ধে ডেটা এক্সটরশনের অভিযোগ রয়েছে। সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি। সন্দীপ ও অভিজিৎ জামিন পেলে প্রভাবিত করতে পারে সাক্ষীকে। প্রমাণ নষ্ট করতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রতে এরা সামিল।''
সিবিআইয়ের আইনজীবী বলেন, ”এই দুজনের (সন্দীপ ও অভিজিৎ) বিরুদ্ধে ডেটা এক্সটরশনের অভিযোগ রয়েছে। সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি। সন্দীপ ও অভিজিৎ জামিন পেলে প্রভাবিত করতে পারে সাক্ষীকে। প্রমাণ নষ্ট করতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রতে এরা সামিল।”
সিবিআইয়ের আইনজীবীর আরও সংযোজন, ''ঘটনার পূর্ব পরিকল্পনায় এরা (সন্দীপ ও অভিজিৎ) সামিল ছিল কিনা, তদন্তে আমরা সেটা খতিয়ে দেখচ্ছি। তাই ফের জেল হেফাজতের আবেদন।''
সিবিআইয়ের আইনজীবীর আরও সংযোজন, ”ঘটনার পূর্ব পরিকল্পনায় এরা (সন্দীপ ও অভিজিৎ) সামিল ছিল কিনা, তদন্তে আমরা সেটা খতিয়ে দেখচ্ছি। তাই ফের জেল হেফাজতের আবেদন।”
সিবিআই আগেই দাবি করেছে, টালা থানাতেই মূল ঘটনার তথ্য লোপাটের চেষ্টা হয়েছে। আর তাতে জড়িত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। সিবিআই সূত্রে খবর, খুন ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ৯ অগাস্ট সকাল থেকেই একাধিক ফোন করেছিলেন এই দুজন। কাদের কাদের ফোন করা হয়েছিল, তার প্রেক্ষিতেই এবার এগোবে তদন্তের গতিপ্রকৃতি।
সিবিআই আগেই দাবি করেছে, টালা থানাতেই মূল ঘটনার তথ্য লোপাটের চেষ্টা হয়েছে। আর তাতে জড়িত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। সিবিআই সূত্রে খবর, খুন ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ৯ অগাস্ট সকাল থেকেই একাধিক ফোন করেছিলেন এই দুজন। কাদের কাদের ফোন করা হয়েছিল, তার প্রেক্ষিতেই এবার এগোবে তদন্তের গতিপ্রকৃতি।