কী বলল সঞ্জয়?

Sandip Ghosh-Sanjay Roy: সন্দীপ গ্রেফতার হয়ে একই জেলে, শুনেই সঞ্জয় যা বলে উঠল, শুনে চমকে গেল সকলে! কী সেই ‘কথা’?

কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারে আগেই তাঁর প্রতিবেশী হয়েছিলেন আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে ধৃত সঞ্জয় রাই৷ মঙ্গলবার থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা বাইশ ওয়ার্ডেই ঠাঁই হল আরজি কর দুর্নীতি কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের৷
কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারে আগেই তাঁর প্রতিবেশী হয়েছিলেন আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে ধৃত সঞ্জয় রাই৷ মঙ্গলবার থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা বাইশ ওয়ার্ডেই ঠাঁই হল আরজি কর দুর্নীতি কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের৷
প্রেসিডেন্সি সংশোধনাগারে এখন থেকে একই ওয়ার্ডের বাসিন্দা পার্থ, সঞ্জয় এবং সন্দীপ৷ জেল সূত্রে খবর, সন্দীপও একই জেলে, একই ওয়ার্ডে এসেছেন শুনেও নিস্তরঙ্গ ছিলেন আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে একমাত্র গ্রেফতার সঞ্জয় রাই।
প্রেসিডেন্সি সংশোধনাগারে এখন থেকে একই ওয়ার্ডের বাসিন্দা পার্থ, সঞ্জয় এবং সন্দীপ৷ জেল সূত্রে খবর, সন্দীপও একই জেলে, একই ওয়ার্ডে এসেছেন শুনেও নিস্তরঙ্গ ছিলেন আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে একমাত্র গ্রেফতার সঞ্জয় রাই।
সূত্রের খবর, সন্দীপের গ্রেফতারির খবর শুনে সঞ্জয় নাকি বলেন, ''সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে তো কী হয়েছে? তা দিয়ে আমি কী করব!'' সঞ্জয়ের এহেন প্রতিক্রিয়ায় চমকে উঠেছেন সকলে।
সূত্রের খবর, সন্দীপের গ্রেফতারির খবর শুনে সঞ্জয় নাকি বলেন, ”সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে তো কী হয়েছে? তা দিয়ে আমি কী করব!” সঞ্জয়ের এহেন প্রতিক্রিয়ায় চমকে উঠেছেন সকলে।
এদিকে, আরজি কর দুর্নীতি মামলায় এবার ময়দানে ইডি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। সিবিআইয়ের পর দুর্নীতি মামলায় গত শুক্রবারই তল্লাশির জন্য শুক্রবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডির টিম। এদিন ফের একযোগে নানা জায়গায় হানা দেয় ইডি ও সিবিআই।
এদিকে, আরজি কর দুর্নীতি মামলায় এবার ময়দানে ইডি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। সিবিআইয়ের পর দুর্নীতি মামলায় গত শুক্রবারই তল্লাশির জন্য শুক্রবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডির টিম। এদিন ফের একযোগে নানা জায়গায় হানা দেয় ইডি ও সিবিআই।
এদিকে, গতকালই প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে জেরা করেন সিবিআই আধিকারিকরা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার ধৃত সঞ্জয়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এদিকে, গতকালই প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে জেরা করেন সিবিআই আধিকারিকরা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার ধৃত সঞ্জয়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সিবিআই সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতা চিকিৎসকের চোয়ালে ক্ষতচিহ্নের উল্লেখ ছিল৷ কামড়ানোর ফলেই ২ বাই ২ ইঞ্চির ওই ক্ষতচিহ্ন তৈরি হয়৷  এই ক্ষতের মাপ মিলিয়ে দেখতেই সঞ্জয় রায়ের দাঁতের ফরেন্সিক করাতে চাইছে সিবিআই৷
সিবিআই সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতা চিকিৎসকের চোয়ালে ক্ষতচিহ্নের উল্লেখ ছিল৷ কামড়ানোর ফলেই ২ বাই ২ ইঞ্চির ওই ক্ষতচিহ্ন তৈরি হয়৷ এই ক্ষতের মাপ মিলিয়ে দেখতেই সঞ্জয় রায়ের দাঁতের ফরেন্সিক করাতে চাইছে সিবিআই৷
গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়কে জেরার পাশাপাশি ফরেন্সিক পরীক্ষা করার প্রক্রিয়াও সেরে রেখেছেন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, বুধবার প্রেসিডেন্সি জেল হাসপাতালে নিয়ে গিয়ে দাঁতে বিভিন্ন রাসায়নিক লাগিয়ে সঞ্জয়ের একাধিক কামড়ের নমুনা সংগ্রহ করেছে সিবিআই৷ এদিন ফের প্রেসিডেন্সি জেলে যান সিবিআই আধিকারিকরা।
গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়কে জেরার পাশাপাশি ফরেন্সিক পরীক্ষা করার প্রক্রিয়াও সেরে রেখেছেন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, বুধবার প্রেসিডেন্সি জেল হাসপাতালে নিয়ে গিয়ে দাঁতে বিভিন্ন রাসায়নিক লাগিয়ে সঞ্জয়ের একাধিক কামড়ের নমুনা সংগ্রহ করেছে সিবিআই৷ এদিন ফের প্রেসিডেন্সি জেলে যান সিবিআই আধিকারিকরা।