দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষ

Sandip Ghosh Wife: সিবিআই দফতরে সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি জমা সন্দীপ পত্নীর, ডাকা হবে সঙ্গীতাকে…? বাড়ছে জল্পনা!

কলকাতা: দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষ ও তার স্ত্রীর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল ইডির তরফে। তদন্তে একাধিক বাড়ির হদিস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এই সংক্রান্ত ও সন্দীপের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি সিবিআই দফতরে জমা দিলেন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। এই সূত্রে আগামী দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে সঙ্গীতা ঘোষকেও। এমনটাই সূত্রের খবর।

এদিকে আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হওয়া আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করাবে সিবিআই। তাঁকে ভার্চুয়ালি পেশের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

আরও পড়ুন: : আবহাওয়ার তুমুল ‘খেলা’…! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ৬ জেলায়! কী সতর্কতা কলকাতায়? আলিপুরের চরম পূর্বাভাস

সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় ইডি দফতরে গিয়ে নথি জমা করেন সন্দীপ ঘোষের স্ত্রী। এর আগে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই তল্লাশিতে উদ্ধার হয় একাধিক চাঞ্চল্যকর নথি। সূত্রের খবর, সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের একাধিক নথি উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকেই।আদালতে নথি জমা দিয়ে এমনটাই দাবি জানিয়েছে সিবিআই।

এছাড়াও সন্দীপের বিরুদ্ধে মিলেছে বেনিয়মের একাধিক অভিযোগ। ‘২০২২-২৩ সালে বেআইনি ভাবে নিয়োগ করা হয় ৮৪ জন এমবিবিএস হাউস স্টাফকে’, ‘নিয়োগ কমিটির সই ছাড়াই চলে নিয়োগপ্রক্রিয়া’, লাইসেন্সহীন ৩ সংস্থাকেও সন্দীপ ঘোষ টেন্ডার দেন বলেও দাবি সিবিআইয়ের।

আরও পড়ুন: সন্দীপের মোবাইল টাওয়ার লোকেশন কোথায় ছিল…? সিবিআই-এর নজরে বারুইপুরের ‘নমিতা’! আরজি কর তদন্তে চাঞ্চল্যকর ‘সূত্র’

প্রসঙ্গত, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই সিবিআইয়ের আতশকাচের নীচে ছিলেন সন্দীপ। গত ১৬ অগস্ট থেকে ওই মামলায় তাঁকে প্রায় টানা জেরা করেছিলেন তদন্তকারী আধিকারিকেরা। তার মধ্যেই উঠে আসে আর্থিক অনিয়মের অভিযোগ। গত ২ সেপ্টেম্বর সেই মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।