সংবাদমাধ্যম টাইমস নাওতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোট ২২টি প্রশ্ন করা হয়েছিল সঞ্জয়কে। ‍১. জন্মের তারিখ বলো ২. নিজের নাম এবং কোথায় জন্ম বলো ৩. সিভিক ভলান্টিয়ার হিসাবে কবে কাজে যোগ দিয়েছিলে? ৪. সিভিক ভলান্টিয়ারের হিসাবে কাজ শুরু করার আগে কী করতে?

Sanjay Roy-RG Kar Case: সর্বনাশ! জেলে ঢুকেই এমন কী করলেন সঞ্জয়? চমকে উঠলেন কারারক্ষী! এমনও সম্ভব?

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করলেও বর্তমানে ওই তদন্ত করছে সিবিআই। তাই মূল অভিযুক্ত সঞ্জয় রায় এখন সিবিআই হেফাজতে। অবশ্য বর্তমানে জেল হেফাজতে রয়েছে সঞ্জয়।

শুক্রবার তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে। কিন্তু জেলে ঢুকে কী করছেন সঞ্জয়? সূত্রের খবর, জেলে ঢুকেই কারারক্ষীদের হাতজোড় করে আর্জি জানায় অভিযুক্ত সঞ্জয়। তাকে শান্তিতে ঘুমোতে দেওয়ার আবেদন করে সে। এমনকী নানা সময় বিড়বিড় করছে সে।

সেলের বাইরে সর্বক্ষণ মোতায়েন আছে কারারক্ষী। এছাড়াও সিসি ক্যামেরায় নজর রাখা হচ্ছে। মাঝরাত থেকে সঞ্জয় পায়চারি করেছে সেলের মধ্যে। কারারক্ষীদের বারবার বলে চলেছে ‘আমি কিছু জানি না।’ সেলে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে অভিযুক্তের। রবিবার পলিগ্রাফ টেস্টে কী বেরোয় সেটাই দেখার।

আরও পড়ুন: ৭৫ মিনিট! শুরুতেই জেগে গেল ‘সন্দেহ’, সন্দীপের বাড়ি গিয়ে শুরুতেই চমকে উঠল CBI

আদালতে দাঁড়িয়ে অবশ্য সঞ্জয়ের দাবি ছিল, ”‌আমি নির্দোষ। আমি কিছু করিনি। আমাকে নিশানা করা হয়েছে। এই পরীক্ষা হয়তো তার জন্য। আমি যে নির্দোষ এই পরীক্ষায় হয়ত তা প্রমাণ হবে।’‌ কিন্তু শিয়ালদহ আদালত থেকে প্রেসিডেন্সি জেলে গিয়েই হাবভাব বদলে যায় সঞ্জয়ের। জেল সূত্রে খবর, জেলে তাকে অনুরোধ করতে দেখা গিয়েছে। এক কারারক্ষী সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় বলছে, ”জেরায় জেরায় আমি খুব ক্লান্ত। আমাকে খেতে দিতে হবে না। শান্তিতে একটু ভাল করে ঘুমোতে দিন।”

সিবিআই সূত্রে খবর, রবিবারই সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা হতে পারে। কড়া নিরাপত্তায় প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে সঞ্জয়কে। জেল কর্মীদের হাতজোড়া করে শান্তিতে ঘুমনোর আর্জি সেলেই শুধু করেনি সঞ্জয়। বরং প্রেসিডেন্সি জেলে ঢোকার পরও তা করেছিল ধৃত। ইতিমধ্যেই সঞ্জয়ের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ এবং কিছু সরঞ্জাম হাতে এসেছে সিবিআই আধিকারিকদের। এরপর পলিগ্রাফ পরীক্ষায় কী তথ্য উঠে আসে, সেটাই এখন দেখার।