সঞ্জু স্যামসন নাকি ঋষভ পন্থ? ভারতের বিশ্বকাপ দলে উইকেটকিপার কে? বড় চমক!

মুম্বই: ঋষভ পন্থ পুরোপুরি ফিট। ভাল ফর্মে আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে নির্বাচিতও হয়েছেন। তবে এত কিছুর পরেও তাঁকে নাকি ভারতীয় প্লেয়িং ইলেভেনে নাও দেখা যেতে পারে!

এই ‘চমকে ভরা’ ঘটনাটি ঘটতে পারে! গত ৫ বছরে প্রথমবারের মতো আরেকজন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে ছাপিয়ে যাচ্ছেন। তিনি হলেন সঞ্জু স্যামসন। আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন- মুম্বই ম্যাচের আগে কেকেআরের জন্য সুখবর! এই অঙ্ক মিলে গেলেই ফ্যানেদের স্বপ্নপূরণ

১৫ জন ক্রিকেটারকে নিয়ে টি২০ বিশ্বকাপের স্কোয়াড বাছাই করা হয়েছে। তবে  এখন থেকেই আন্দাজ পাওয়া যাচ্ছে, বিশ্বকাপে ভারতের প্লেয়িং ইলেভেনে কে থাকবেন আর কে বসবেন বেঞ্চে!

প্লেয়িং ইলেভেনে অধিনায়ক রোহিত শর্মা-সহ অন্তত ৮-৯ জন ক্রিকেটারের খেলা নিশ্চিত। যদিও সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থের মধ্যে লড়াই হবে। এই দুজনকে বেছে নেওয়ার জন্য যদি আইপিএলের পারফরম্যান্স বিবেচনা করা হয়, তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। কারণ, দুজনেই ৪০০-র বেশি রান করেছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় রয়েছেন।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ১১ ম্যাচে ৬৭.২৮ গড়ে ৪৭১ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৩.৫৪। ১১ ইনিংসের মধ্যে ৪ ইনিংসে অপরাজিত তিনি।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ ১২ ম্যাচে ৪১.৩০ গড়ে ৪১৩ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৫৬.৪৩। সঞ্জু স্যামসন টুর্নামেন্টে ৫টি অর্ধশতক করেছেন। পন্থের নামের পাশে ৩টি অর্ধশতক রয়েছে। আইপিএলের অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে সঞ্জু এবং দশম স্থানে রয়েছেন পন্থ।

আরও পড়ুন- যত কাণ্ড আইপিএলে! চলতি আইপিএলের ৫ বিতর্কিত সিদ্ধান্ত, যা পাল্টে দিতে পারত হিসাব

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৬ বলে ৮৪ রান করেন সঞ্জু স্যামসন। এক সময় মনে হচ্ছিল তিনি একাই তাঁর দলকে জয়ের পথে নিয়ে যাবেন। তবে একটি বিতর্কিত ক্যাচ তাঁকে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য করে।

সঞ্জুর সেই ইনিংসের পর অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন স্টার স্পোর্টসকে বলেন, ‘সঞ্জু স্যামসন স্বপ্নের মতো ব্যাটিং করছিল। ও যে ম্যাচউইনার, সেটা আবার প্রমাণ করে দিল।

এখনও পর্যন্ত ৬৬ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২২.৪৩ গড়ে ৯৮৭ রান করেছেন পন্থ। ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সঞ্জু ২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৮.৭০ গড়ে ২৮১ রান করেছেন। তিনি একটি হাফ সেঞ্চুরি করেছেন।

অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়িং ইলেভেন বাছাই করতে বসলে অবশ্যই আইপিএল ফর্মকে গুরুত্ব দেবেন।

নির্বাচক অজিত আগরকার বলেছিলেন, সঞ্জু স্যামসনকে বেছে নেওয়া হয়েছে কারণ ও প্রয়োজনে টপ অর্ডারের পাশাপাশি লোয়ার অর্ডারেও খেলতে পারে।

আইপিএলে ৪ বার অপরাজিত থেকে সঞ্জুও ইঙ্গিত দিয়েছেন, তাঁর ম্যাচ শেষ করার ক্ষমতা রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে ভারতের প্লেয়িং ইলেভেনে সঞ্জু স্যামসনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।