Tag Archives: Sanju Samson

সঞ্জু স্যামসন নাকি ঋষভ পন্থ? ভারতের বিশ্বকাপ দলে উইকেটকিপার কে? বড় চমক!

মুম্বই: ঋষভ পন্থ পুরোপুরি ফিট। ভাল ফর্মে আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে নির্বাচিতও হয়েছেন। তবে এত কিছুর পরেও তাঁকে নাকি ভারতীয় প্লেয়িং ইলেভেনে নাও দেখা যেতে পারে!

এই ‘চমকে ভরা’ ঘটনাটি ঘটতে পারে! গত ৫ বছরে প্রথমবারের মতো আরেকজন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে ছাপিয়ে যাচ্ছেন। তিনি হলেন সঞ্জু স্যামসন। আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন- মুম্বই ম্যাচের আগে কেকেআরের জন্য সুখবর! এই অঙ্ক মিলে গেলেই ফ্যানেদের স্বপ্নপূরণ

১৫ জন ক্রিকেটারকে নিয়ে টি২০ বিশ্বকাপের স্কোয়াড বাছাই করা হয়েছে। তবে  এখন থেকেই আন্দাজ পাওয়া যাচ্ছে, বিশ্বকাপে ভারতের প্লেয়িং ইলেভেনে কে থাকবেন আর কে বসবেন বেঞ্চে!

প্লেয়িং ইলেভেনে অধিনায়ক রোহিত শর্মা-সহ অন্তত ৮-৯ জন ক্রিকেটারের খেলা নিশ্চিত। যদিও সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থের মধ্যে লড়াই হবে। এই দুজনকে বেছে নেওয়ার জন্য যদি আইপিএলের পারফরম্যান্স বিবেচনা করা হয়, তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। কারণ, দুজনেই ৪০০-র বেশি রান করেছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় রয়েছেন।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ১১ ম্যাচে ৬৭.২৮ গড়ে ৪৭১ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৩.৫৪। ১১ ইনিংসের মধ্যে ৪ ইনিংসে অপরাজিত তিনি।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ ১২ ম্যাচে ৪১.৩০ গড়ে ৪১৩ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৫৬.৪৩। সঞ্জু স্যামসন টুর্নামেন্টে ৫টি অর্ধশতক করেছেন। পন্থের নামের পাশে ৩টি অর্ধশতক রয়েছে। আইপিএলের অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে সঞ্জু এবং দশম স্থানে রয়েছেন পন্থ।

আরও পড়ুন- যত কাণ্ড আইপিএলে! চলতি আইপিএলের ৫ বিতর্কিত সিদ্ধান্ত, যা পাল্টে দিতে পারত হিসাব

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৬ বলে ৮৪ রান করেন সঞ্জু স্যামসন। এক সময় মনে হচ্ছিল তিনি একাই তাঁর দলকে জয়ের পথে নিয়ে যাবেন। তবে একটি বিতর্কিত ক্যাচ তাঁকে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য করে।

সঞ্জুর সেই ইনিংসের পর অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন স্টার স্পোর্টসকে বলেন, ‘সঞ্জু স্যামসন স্বপ্নের মতো ব্যাটিং করছিল। ও যে ম্যাচউইনার, সেটা আবার প্রমাণ করে দিল।

এখনও পর্যন্ত ৬৬ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২২.৪৩ গড়ে ৯৮৭ রান করেছেন পন্থ। ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সঞ্জু ২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৮.৭০ গড়ে ২৮১ রান করেছেন। তিনি একটি হাফ সেঞ্চুরি করেছেন।

অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়িং ইলেভেন বাছাই করতে বসলে অবশ্যই আইপিএল ফর্মকে গুরুত্ব দেবেন।

নির্বাচক অজিত আগরকার বলেছিলেন, সঞ্জু স্যামসনকে বেছে নেওয়া হয়েছে কারণ ও প্রয়োজনে টপ অর্ডারের পাশাপাশি লোয়ার অর্ডারেও খেলতে পারে।

আইপিএলে ৪ বার অপরাজিত থেকে সঞ্জুও ইঙ্গিত দিয়েছেন, তাঁর ম্যাচ শেষ করার ক্ষমতা রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে ভারতের প্লেয়িং ইলেভেনে সঞ্জু স্যামসনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

IPL 2024 DC vs RR: দিল্লির কাছে হারের পরে শাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক

দিল্লি: মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির কাছে ২০ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। এই হারের জেরে এক নম্বরে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে রাজস্থানের, অন্য দিকে এই ম্যাচ জিতে পাঁচে উঠে এসেছে দিল্লি। প্লে অফের দৌড়ে জোড়ালো ভাবে ফিরে এসেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ম্যাচে ৪৬ ম্যাচে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলার পরেও শাস্তির মুখে পড়তে হল সঞ্জুকে।

আরও পড়ুন: সেলফি তুলতে চাওয়ার শাস্তি, ঘাড় ধরে মারতে গেলেন শাকিব, রইল ভিডিও

সঞ্জুর আউট নিয়ে বিতর্ক শুরু হয়েছিল আগেই। দিল্লির বিরুদ্ধে মুকেশ কুমারের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন রাজস্থানের অধিনায়ক। বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ক্যাচ ধরেন হোপ। হোপের পা বাউন্ডারি লাইনের খুবই কাছে ছিল। তৃতীয় আম্পায়ার আউট দেন। হোপের  মাঠের মধ্যেই আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সঞ্জু স্যামসন।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল, কী করলেন দিল্লির বিরুদ্ধে?  

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর জন্য শাস্তির খাঁড়া নেমে এল সঞ্জুর উপরে।  ম্যাচ ফির ৩০ শতাংশ জড়িমানা হয়েছে রাজস্থানের। বিসিসিআইয়ের কোড অফ কন্ডাক্টের ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ওয়ানের পর্যায়ের অপরাধের জন্য তার এই শাস্তি হয়েছে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। প্রসঙ্গত, এই মরসুমের আইপিএলে দ্বিতীয় বার শাস্তির মুখে পড়লেন সঞ্জু। গুজরাতের বিরুদ্ধে স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা হয়েছিল।

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগেই ভারতের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা? মহাচমক ভারতীয় তারকার

আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্বন দিতে দেখা যাবে রোহিক শর্মাকে। একদিনের বিশ্বকাপ ফাইনাল হারলেও, টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া হিটম্যান।
আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্বন দিতে দেখা যাবে রোহিক শর্মাকে। একদিনের বিশ্বকাপ ফাইনাল হারলেও, টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া হিটম্যান।
তবে টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে একটা বড়় পটপরিবর্তন আসতে পারে। কারণ রোহিত শর্মার বয়স ৩৭ পেরিয়েছে। ফলে এরপর আর টি-২০ ক্রিকেট রোহিত কতদিন খেলবেন বা অধিনায়কত্ব করবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তবে টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে একটা বড়় পটপরিবর্তন আসতে পারে। কারণ রোহিত শর্মার বয়স ৩৭ পেরিয়েছে। ফলে এরপর আর টি-২০ ক্রিকেট রোহিত কতদিন খেলবেন বা অধিনায়কত্ব করবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ফলে টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে রয়েছে জোর জল্পনা। ২০২২ টি-২০ বিশ্বকাপের পর বেশিরভাগ সময় টি-২০ ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
ফলে টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে রয়েছে জোর জল্পনা। ২০২২ টি-২০ বিশ্বকাপের পর বেশিরভাগ সময় টি-২০ ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

 

এবারও কী রোহিত শর্মার পর হার্দিককেই দেওয়া হবে অধিনায়কত্বের দায়িত্ব? তা নিয়ে এক এক জনের আলাদা আলাদা মত রয়েছে। তবে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং কিন্তু হার্দিক নয়, তিনি অধিনায়ক হিসেবে বেছেছেন অন্য এক প্লেয়ারকে।
এবারও কী রোহিত শর্মার পর হার্দিককেই দেওয়া হবে অধিনায়কত্বের দায়িত্ব? তা নিয়ে এক এক জনের আলাদা আলাদা মত রয়েছে। তবে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং কিন্তু হার্দিক নয়, তিনি অধিনায়ক হিসেবে বেছেছেন অন্য এক প্লেয়ারকে।
হরভজনের পছন্দে চমকও রয়েছে বলা যায়। কারণ ভাজ্জি মনে করেন টি-২০ ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার একমাত্র যোগ্য দাবিদার হলেন উইকেট-কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। এই বিষযে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন হরভজন।
হরভজনের পছন্দে চমকও রয়েছে বলা যায়। কারণ ভাজ্জি মনে করেন টি-২০ ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার একমাত্র যোগ্য দাবিদার হলেন উইকেট-কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। এই বিষযে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন হরভজন।
হরভজন সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন,'যশস্বীর নক বুঝিয়ে দিল যে, ক্লাস স্থায়ী, ফর্ম অস্থায়ী। আর কিপার-ব্য়াটার নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়, সঞ্জুর অনায়াসে টি-২০ বিশ্বকাপের দলে থাকা উচিত। এখানেই শেষ নয়, রোহিত শর্মার পর সঞ্জুকেই ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক হিসেবে লালন করা উচিত। আপনাদের কোনও সন্দেহ আছে নাকি?'
হরভজন সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন,’যশস্বীর নক বুঝিয়ে দিল যে, ক্লাস স্থায়ী, ফর্ম অস্থায়ী। আর কিপার-ব্য়াটার নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়, সঞ্জুর অনায়াসে টি-২০ বিশ্বকাপের দলে থাকা উচিত। এখানেই শেষ নয়, রোহিত শর্মার পর সঞ্জুকেই ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক হিসেবে লালন করা উচিত। আপনাদের কোনও সন্দেহ আছে নাকি?’
প্রসঙ্গত, আইপিএল ২০২৪-এ ৮ ম্যাচে ৭টি জয় পেয়েছে রাজস্থান। ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সঞ্জু স্যামসনের দল। সঞ্জুর অধিনায়কত্বেরও প্রশংসা করছেন সকলে। ফলে হরভজনের দাবি আদতে সত্যি হয় কিনা তার উত্তর দেবে সময়।
প্রসঙ্গত, আইপিএল ২০২৪-এ ৮ ম্যাচে ৭টি জয় পেয়েছে রাজস্থান। ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সঞ্জু স্যামসনের দল। সঞ্জুর অধিনায়কত্বেরও প্রশংসা করছেন সকলে। ফলে হরভজনের দাবি আদতে সত্যি হয় কিনা তার উত্তর দেবে সময়।

IPL 2024 RR vs LSG: প্রথম ম্যাচেই ঝড় তুলল সঞ্জুর ব্যাট, লখনউকে ১৯৪ রানের টার্গেট দিল রাজস্থান

ইনদওর: রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই জ্বলে উঠল সঞ্জু স্যামসনের ব্যাট। দলের হয়ে খেললেন অধিনায়কোচিত ইনিংস। সঞ্জুর ৮২ রানের ইুনিংসের সৌজন্য লখনউ সুপার জায়ান্টসকে ১৯৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল রাজস্থান। রয়্যালসদের অধিনায়ক ছাড়াও রান পেলেন রিয়ান পরাগ। তিনি করেন ৪৩ রান।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথম ম্যাচে রান পাননি জস বাটলার। মাত্র ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভাল শুরু করেও ২৪ রানে আউট হন যশস্বী জয়সওয়াল। ৪২ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রয়্যালসরা। সেখান থেকে দলকে টানেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

প্রথমে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন সঞ্জু ও রিয়ান। সেট হওয়ার সঙ্গে সঙ্গে রানের গতিবেগও বাড়ান দুজন। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন তারা। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করে এই জুটি। তবে শতরানের পার্টনারশিপ থেকে মাত্র ৭ রান দূরে থামতে হয়। ৪৩ রান করে আউট হন রিয়ান পরাগ। এরপর শিমরন হেটমায়ার নামলেও রান পাননি। ৫ রানে আউট হন ক্যারিবিয়ান তারকা।

আরও পড়ুনঃ Andre Russell: রাসেলের মাসেল পাওয়ারের রহস্য কী! কীভাবে অবলীলায় ছয় মারেন কেকেআর তারকা? জানা গেল অবশেষে

শেষের দিকে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল মারকাটারি ব্যাটিং করেন। নিজের অর্ধশতরান পূরণ করেন রাজস্থান অধিনায়ক। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় স্কোর করে রাজস্থান। ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন সঞ্জু। ৬টি ছয় ও ৩টি চার মারেন। ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল।

‘সুযোগ পাই না’ বলে কাঁদতেন! সুযোগ পেয়ে শূন্য, এই ক্রিকেটারের কেরিয়ার শেষ!

বেঙ্গালুরু: আগেই আন্দাজ করা গিয়েছিল, তাঁকে খেলানো হবে। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে টিম ইন্ডিয়া-র ম্যানেজমেন্ট দেখে নিতে চেয়েছিল, তাদের বেঞ্চ কতটা শক্তিশালী!

শুভমান গিলকে দলে ফেরানো হয়নি এই ম্যাচে। তবে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছিল। অনেকেই তাঁর প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন। কেন সঢ্জুর মতো ক্রিকেটার ভারতীয় দলে নিয়মিত সুযোগ পান না,ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

সঞ্জু নিজেও বারবার আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেছেন। তার পর আক্ষেপের সুর শোনা গিয়েছে তাঁর গলায় বারবার। ভারতীয় দলে সুযোগ না পাওয়ার আক্ষেপ ঝড়ে পড়েছে তাঁর গলা থেকে। তবে সুযোগ পেয়ে তিনি খাতাই খুলতে পারলেন না।

আরও পড়ুন- দরকার আর মাত্র ৬ রান, তাহলেই নয়া রেকর্ড ঝুলিতে পুরবেন কোহলি

এদিন আফগানদের বিরুদ্ধে ৫০ রান হওয়ার আগেই ৪ উইকেট খুইয়ে ফেলে ভারতীয় দল। শেষে রোহিত শর্মা পরিস্থিতি কিছুটা সামাল দেন। বিরাট কোহলিও এদিন শূন্য রানে ফেরেন। রোহিত শর্মা ও রিঙ্কু সিং দলের হাল ফেরাতে নামেন।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের আগে ভারতের শেষ ম্যাচ, কারা পাবে নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ

এই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। কারণ ভারতীয় দল এই সিরিজ ইতিমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। তবুও আজ কিছু নতুন ক্রিকেটারদের পরখ করতে চেয়েছিল ম্যানেজমেন্ট। কারণ টি২০ বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি২০ ম্যাচ। তবে এই সিরিজে সেভাবে পারফর্ম করতে পারেননি যশস্বী জয়সওয়ালও।

Viral Video: নয়া সেলিব্রেশনের ধরণ, হাতা গুটিয়ে ক্যামেরার সামনে দেখালেন বাইসেপস , সঞ্জু স্যামসন দারুণ খুশ

কলকাতা: কেএল রাহুলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় গিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস তৈরি করেছে। কে এল রাহুল ভারতের দ্বিতীয় অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতেছেন। সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়াকে তিন ম্যাচের সিরিজের শেষ ওডিআই জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন সঞ্জু।  বোল্যান্ড পার্কে ১১৪ বলে ১০৮ রান করেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান সঞ্জু সেঞ্চুরি করার পর বাইসেপস দেখিয়ে সেলিব্রেশন করেন। কেরলের এই ব্যাটসম্যানের এই অন্যধরণের সেলিব্রেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

স্পিনার কেশব মহারাজকে লং অফে খেলে প্রথম ইনিংসের ৪৪ তম ওভারের শেষ বলে এক রান করে নিজের অভিষেক সেঞ্চুরি করে ফেলেন৷  সঞ্জু নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য ৮ বছর এবং ৪০ টি ইন্টারন্যাশানাল ম্যাচ অপেক্ষা করেছিলেন। এর আগে, সঞ্জু  ২০২১ সালে আইপিএলেও বাইসেপস সেলিব্রেশন করেছিলেন। তাঁকে এধরণের সেলিব্রেশন নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন সঞ্জু জানান যে ‘তিনি নিজের নাম  সকলকে মনে করিয়ে দিচ্ছেন,  সঞ্জু বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ।’

দেখে নিন ভাইরাল ভিডিও

 

আরও পড়ুন – Rahu Budh Yuti: ব্যাঙ্ক ব্যালেন্সের কোনও হিসেব রাখতে পারবে না, টাকা উপচে যাবে, মাখোমাখো দাম্পত্য প্রেম, বুধ-রাহুর যুতিতে কামাল

কেরলের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন

এই সেঞ্চুরিতে  সঞ্জু একটি নজির করলেন৷ কেরলের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়াও সঞ্জু ৫ম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে শতরান করলেন। এই সময়ে তিনি মহেন্দ্র সিং ধোনি এবং রাহুল দ্রাবিড়ের এলিট ক্লাবে ঢুকে গেলেন।

অর্শদীপ  সিং নেন ৪ উইকেট
সঞ্জু স্যামসনের সেঞ্চুরি এবং পেসার অর্শদীপ সিংয়ের ৪ উইকেটের সাহায্যে, ভারত নির্ধারক তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারায় এবং ২-১ সিরিজ জিতে নেয়। প্রথমে ব্যাট করতে যায় ভারতীয় দল৷ ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান করে যার মধ্যে স্যামসনই ১১৪ বলে ১০৮ রানের দারুণ ইনিংস খেলেন৷  তিলক ভার্মা ৭৭ বলে ৫২ রান করেন, যা তাঁরও প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি।

এই দুই ক্রিকেটার চতুর্থ উইকেটে ১১৬ রান যোগ করেন। জবাবে দক্ষিণ আফ্রিকা দলের রান ৪৫.৫ ওভারে ২১৮ রানে  অল আউট হয়ে যায়। অর্শদীপ নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।

Sanju Samson: উপেক্ষার জবাব দিলেন ব্যাটে, সঞ্জুর শতরানে দক্ষিণ আফ্রিকাকে ২৯৭ টার্গেট দিল ভারত

পার্ল: সঞ্জু স্যামসন পর্যাপ্ত সুযোগ না দেওযার অভিযোগ উঠেছে বারবার। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে সফল হওয়ার পরও বারবার ভারতীয় দলের বাইরেই থাকতে হয়েছে এই উইকেটকিপার-ব্যাটারকে। বিশ্বকাপেও দলে জায়গা পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেতেই শতরান করে যাবতীয় উপেক্ষার জবাব দিলেন সঞ্জু স্যামসন। তাঁর সেঞ্চুরিতে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচে ২৯৭ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া।

পার্লে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ের শুরুটা ভাল হয়নি ভারতের। অভিষেককারী রজত পাতিদার ২২, সাই সুদর্শন ১০ ও কেএল রাহুল ২১ রান সাজঘরে ফেরেন। ১০১ রানে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। ঠান্ডা মাথায় ব্যাটিং করেন দুই তরুণ। নিজেদের অর্ধশতরান করার পাশাপাশি শতরানের পার্টনারশিপও করেন। ১১৬ রান জুটিতে যোগ করেন দুজনে। ৫২ রান করে আউট হন তিলক বর্মা।

আরও পড়ুনঃ Kolkata Knight Riders: শাকিবকে কেন দলে নিল কেকেআর? এই ভিডিও দেখলে মাথা ঘুড়ে যাবে

তিলক ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান সঞ্জু। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন। নিজের শতরান পূরণ করেন তিনি। ১০৮ রান করে আউট হন সঞ্জু স্যামস। ৬টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁরইনিংস। সঞ্জু আউট হওয়ার পর রিঙ্কু সিং ৩৮ রানের একটা ছোট ইনিংস খেলেন। কিন্তু অন্যদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে ভারত।

বিশ্বকাপে খারাপ খেলায় বাদ সূর্যকুমার যাদব! দলে ফিরলেন ‘অবহেলিত’ ২ ক্রিকেটার

দিল্লি: ৩০ নভেম্বর আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রোটিয়া সফরে টি-২০, ওডিআই ও টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন আলাদা আলাদা অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে একাধিক চমক দিয়েছেন নির্বাচকরা।

বিশ্বকাপে সূর্যকুমার যাদবের খারাপ পারফরম্যান্সের পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে অধিনায়ক করা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। দক্ষিণ আফ্রিকা সফরেও টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন সূর্য। কিন্তু প্রোটিয়া সফরে ওডিআই সিরিজে দলে রাখা হয়নি সূর্যকুমার যাদবকে। ওডিআইতে লাগাতার খারাপ খেলার ফলেই সূর্যকুমার যাদবকে ছাঁটাই করা হয়েছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

অন্যদিকে, ওডিআই সিরিজে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহল। ন। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সময় বেশ আলোচনায় ছিলেন স্যামসন। ওই সিরিজ থেকে তাকে উপেক্ষা করা হয়। এছাড়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলও দীর্ঘ দিন ধরে উপেক্ষিত ছিল ভারতীয় দলে। তিনিও দক্ষিণ আফ্রিকার সফরে ওডিআই সিরিজে দলে জায়গা পেয়েছেন।

অন্যদিকে, টি-২০ ক্রিকেটে দেশের জার্সিতে লাগাতার ভাল পারফরম্যান্সের ফল পেয়েছেন রিঙ্কু সিং। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে দলে রয়েছেন কেকেআর তারকা। এবার ৫০ ওভারের ক্রিকেটেও নিজের ক্যারিশ্মা দেখাতে মুখিয়ে রয়েছেন

আরও পড়ুনঃ Mohammed Shami: বিশ্বকাপের পরই শামির খেলা নিয়ে ধোঁয়াশা! কী হল তারকা পেসারের

দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে ভারতের স্কোয়াড: ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান , অর্শদীপ সিং, দীপক চাহার।

বসে বসে কেরিয়ার শেষ, কিছুতেই এই ক্রিকেটারের উপর নজর পড়ে না বিসিসিআই-এর!

কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়া ঘোষণা করেছে বিসিসিআই। ৩৩ বছর বয়সী সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে।

রুতুরাজ গায়কওয়াড, যিনি সম্প্রতি এশিয়ান গেমসে দলের হয়ে স্বর্ণপদক জিতেছেন, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

সিরিজের শেষ দুই ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে খেলবেন শ্রেয়াস আইয়ার। উইকেটকিপার সঞ্জু স্যামসনের দিকে আবারও তাকাল না বিসিসিআই।

আরও পড়ুন- চাকরি যাচ্ছে রাহুল দ্রাবিড়ের! এবার ভারতের কোচ কে? নামটা শুনলে চমকে যাবেন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নির্বাচকরা সঞ্জুকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ দেবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু এবারও সেটা হয়নি।

ভারতীয় নির্বাচকরা সঞ্জুকে বাদ দিয়ে উইকেটকিপার হিসেবে দলে জীতেশ শর্মা ও ইশান কিষাণকে জায়গা দিয়েছেন। সঞ্জু স্যামসন চোট পাওয়ার পর প্রথমবার টিম ইন্ডিয়াতে জায়গা পান জীতেশ।

সঞ্জুকে এখন বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে। তাঁকে কেরালা দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে। এর আগে সঞ্জু স্যামসনকে এশিয়া কাপ, এশিয়ান গেমস এবং ওয়ানডে বিশ্বকাপ থেকেও বাইরে রাখা হয়েছিল।

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের সিরিজ ২৩ নভেম্বর থেকে শুরু হবে। সঞ্জু স্যামসনের নাম দলে না থাকায় সবাই অবাক। সঞ্জুকে বারবার কেন উপেক্ষা করছে বিসিসিআই! এর কোনও সদুত্তর নেই।

এটাও ঠিক, সঞ্জু স্যামসন এখনও পর্যন্ত যে সুযোগগুলো পেয়েছেন তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ২৯ বছর বয়সী সঞ্জু এখনও পর্যন্ত ১৩টি ওডিআই এবং ২৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন- এত কম টাকা! ১৯৮৩ সালে বিশ্বকাপ জেতা কপিল দেবের বেতন কত ছিল, শুনলে চুপ হয়ে যাবেন

ওয়ানডেতে সঞ্জুর নামে ৩৯০ রান রয়েছে। তার মধ্যে ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টিতে স্যামসন ১টি হাফ সেঞ্চুরি সহ ৩৭৪ রান করেছেন। আইপিএলে ১৫২ ম্যাচে সঞ্জুর নামে ৩৮৮৮ রান রয়েছে।

বিশ্বকাপে দলে সুযোগ পাননি, সঞ্জু অবশ্য ভারতকে চ্যাম্পিয়ন দেখতে চান অস্ট্রেলিয়ায়

#মুম্বই: আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সঞ্জু স্যামসনের না থাকা নিয়ে বিতর্ক চলছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি। সঞ্জুর কথায়, অনেকে বলছেন ঋষভ বা রাহুলের জায়গায় আমার সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু এসব ভাবছি না। ওরা আমার সতীর্থ। ওদের সঙ্গে রেষারেষি করলে দেশকেই ছোট করা হবে। কেরলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মনে করেন নির্বাচকরা জাতীয় দলের স্বার্থে যেটা ভাল মনে করেছেন করেছেন।

তিনি সুযোগ পেলে অবশ্যই ভাল লাগত। কিন্তু যখন পাননি, তখন এই নিয়ে চিন্তা করে লাভ নেই। তাকে ভারতীয় এ দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে, যে দলটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এই দলে রাখা হয়েছে পৃথ্বী শ, অভিমুন্য ঈশ্বরন, ঋতুরাজ, উমরান মালিককে। ২২,২৫,২৭ সেপ্টেম্বর এই তিনটি ম্যাচ খেলা হবে।

সঞ্জুর অবশ্যই ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া উচিত ছিল এমন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তিনি নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটে সঞ্জুকে নিয়ে যাওয়া উচিত ছিল ভারতের। কারণ উপরে উঠে আসা বল নির্দ্বিধায় খেলতে পারেন সঞ্জু। কাট এবং পুল মারার ক্ষেত্রে তিনি দক্ষ।

তাই ভারতের উচিত ছিল তাকে রাখা। সঞ্জু গত আইপিএলে রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলেছিলেন। অধিনায়ক হিসেবে নিজে পারফর্ম করেছিলেন। ১৭ ম্যাচে ৪৫৮ রান করেছিলেন মোট। তবে শুধু সঞ্জু নয়, বিশ্বকাপে নেওয়া হয়নি ঈশান কিষানকেও। আসলে ভারত টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল।

এই দলে জায়গা করে নেওয়া সত্যিই মুশকিল। অনেকে রাহুলের ফর্ম নিয়ে প্রশ্ন তুললেও তার ট্রাক রেকর্ড এবং কোয়ালিটি নিয়ে সন্দেহ ছিল না বোর্ড কর্তাদের। বাদ পড়লেও সঞ্জু অবশ্যই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে। তিনি আশাবাদী অস্ট্রেলিয়া থেকে ভারত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে।