আগামী ১০ মে, শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লাপক্ষে পালিত হয় এই পার্বণ।

Akshaya Tritiya 2024 Rituals:শুক্রবার অক্ষয় তৃতীয়া! পুণ্যতিথিতে ভুলেও খাবেন না এই খাবারগুলি! অভাবে তছনছ হতে পারে সংসার

আগামী ১০ মে, শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লাপক্ষে পালিত হয় এই পার্বণ।
আগামী ১০ মে, শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লাপক্ষে পালিত হয় এই পার্বণ।

 

শুধু বৈশাখ মাসই নয়। বছরভরই এই দিনটি অত্যন্ত শুভ। বলা হয় এই তিথিতে যা করা হয়, তার ফল অক্ষয় হয়ে থাকে।
শুধু বৈশাখ মাসই নয়। বছরভরই এই দিনটি অত্যন্ত শুভ। বলা হয় এই তিথিতে যা করা হয়, তার ফল অক্ষয় হয়ে থাকে।

 

সনাতন বিশ্বাস মতে এই তিথিতে দানধ্যান এবং পুণ্যদীতে স্নান করা খুবই গুরুত্বপ্ূর্ণ।
সনাতন বিশ্বাস মতে এই তিথিতে দানধ্যান এবং পুণ্যদীতে স্নান করা খুবই গুরুত্বপ্ূর্ণ।

 

কিছু খাবার এই তিথিতে কখনওই গ্রহণ করা যাবে না। তাহলে সব পুণ্যফল হাতছাড়া হবে। নইলে অর্থাভাবে তছনছ হবে সংসার। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
কিছু খাবার এই তিথিতে কখনওই গ্রহণ করা যাবে না। তাহলে সব পুণ্যফল হাতছাড়া হবে। নইলে অর্থাভাবে তছনছ হবে সংসার। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

এই তিথিতে আমিষ খাবার বা পেঁয়াজ, রসুন, মুসুরডাল গ্রহণ করবেন না।
এই তিথিতে আমিষ খাবার বা পেঁয়াজ, রসুন, মুসুরডাল গ্রহণ করবেন না।

 

ভুলেও মাশরুম বা ছত্রাকজাতীয় খাবার এদিন খাবেন না। বাড়িতেও আনবেন না।
ভুলেও মাশরুম বা ছত্রাকজাতীয় খাবার এদিন খাবেন না। বাড়িতেও আনবেন না।

 

 কোনও পোড়া খাবার এই তিথিতে খাবেন না। বেগুন পোড়া, টম্যাটো পোড়া জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন।
কোনও পোড়া খাবার এই তিথিতে খাবেন না। বেগুন পোড়া, টম্যাটো পোড়া জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন।

 

এই তিথিতে এড়িয়ে চলুন নেশাজাতীয় সব রকম জিনিস।
এই তিথিতে এড়িয়ে চলুন নেশাজাতীয় সব রকম জিনিস।

 

প্রচলিত বিশ্বাস, এই নিয়মগুলি পালন করলে জীবনে ও সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। কোনওদিন দারিদ্রে পড়তে হয় না।
প্রচলিত বিশ্বাস, এই নিয়মগুলি পালন করলে জীবনে ও সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। কোনওদিন দারিদ্রে পড়তে হয় না।