Tag Archives: Baby

Baby Recovered: বেলঘরিয়ার নালা থেকে ২ সদ্যোজাতের দেহ উদ্ধার

সুবীর দে, বেলঘরিয়া:  ফের বেলঘরিয়ায় নালা থেকে উদ্ধার ২ সদ্যেজাত শিশুর মৃতদেহ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনাস্থলে এসেছে বেলঘরিয়া থানার পুলিশ৷

বুধবার সকালে কামারহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায় এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়৷ এই ঘটনার দু’ঘণ্টা কাটতে না কাটতেই ফের দুই সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়৷ এই ঘটনাটি কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড উত্তর বাসুদেবপুর এলাকায় এক নালা থেকে উদ্ধার হল।

আরও পড়ুনBird Flu In Bengal: বাংলায় আবার বার্ড ফ্লু! চার বছরের শিশুর শরীরে ধরা পড়ল H9N2 ভাইরাস, সতর্কতা WHO-র

স্থানীয় এলাকার লোকজন নালার জঞ্জালের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দুটি শিশুকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। পুলিশের তৎপরতায় বাচ্চা দুটিকে নালা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, বাচ্চা দুটির বয়স আনুমানিক ৫ মাস। কে বা কারা বাচ্চা দুটিকে এই ভাবে নালায় ফেলে দিয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।

Knowledge Story: ছোট্ট বাচ্চা বা কুকুরছানা দেখলেই আদর করে চটকাতে ইচ্ছে করে? কেন হয় এমন জানলে চমকে যাবেন!

ছোট্ট শিশু দেখলেই গাল টিপে আদর বা চটকাতে ইচ্ছা করে? কিংবা কুকুরছানা দেখলেই কোলে তুলে আদর করতে মন চায়। আমার-আপনার সকলের মধ্যেই এমন স্বভাব আকছার দেখা যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ছোট্ট শিশু দেখলেই গাল টিপে আদর বা চটকাতে ইচ্ছা করে? কিংবা কুকুরছানা দেখলেই কোলে তুলে আদর করতে মন চায়। আমার-আপনার সকলের মধ্যেই এমন স্বভাব আকছার দেখা যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
কিন্তু এসবকে যদি শুধুই নিজের আবেগের বহিঃপ্রকাশ বলে ভাবেন, তা হলে মস্ত ভুল করছেন! বরং বিজ্ঞান বলছে, খুব একটা আবেগী নন, এমন মানুষও এই ধরনের ব্যবহার করে থাকেন।
কিন্তু এসবকে যদি শুধুই নিজের আবেগের বহিঃপ্রকাশ বলে ভাবেন, তা হলে মস্ত ভুল করছেন! বরং বিজ্ঞান বলছে, খুব একটা আবেগী নন, এমন মানুষও এই ধরনের ব্যবহার করে থাকেন।
বাড়ির চার দেওয়ালের মধ্যে হোক বা বাইরে কোনও শিশু বা কুকুরছানা দেখলেই আদর করতে মন চায় কেন, কেনই বা কোনও শিশুর নানা ভুলত্রুটি সত্ত্বেও তাদের প্রতি মমত্ব বোধ জাগে আমাদের? শুধুই নরম তুলতুলে চেহারা আর ছোট বলেই কি তাদের প্রতি এতটা সহমর্মী হই আমরা?

বাড়ির চার দেওয়ালের মধ্যে হোক বা বাইরে কোনও শিশু বা কুকুরছানা দেখলেই আদর করতে মন চায় কেন, কেনই বা কোনও শিশুর নানা ভুলত্রুটি সত্ত্বেও তাদের প্রতি মমত্ব বোধ জাগে আমাদের? শুধুই নরম তুলতুলে চেহারা আর ছোট বলেই কি তাদের প্রতি এতটা সহমর্মী হই আমরা?
বিজ্ঞান একে 'কিউট অ্যাগ্রেশন' বলছে। এই কিউট অ্যাগ্রেশন নিয়ে গবেষণা চালাচ্ছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপকেরা। 'ফ্রন্টায়ার্স' জার্নালে প্রকাশিত ব্যবহারিক স্নায়ুবিদ্যা বিভাগে এই গবেষণা নিয়ে বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশিত হয়।
বিজ্ঞান একে ‘কিউট অ্যাগ্রেশন’ বলছে। এই কিউট অ্যাগ্রেশন নিয়ে গবেষণা চালাচ্ছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপকেরা। ‘ফ্রন্টায়ার্স’ জার্নালে প্রকাশিত ব্যবহারিক স্নায়ুবিদ্যা বিভাগে এই গবেষণা নিয়ে বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশিত হয়।
তাতেই শিশু বা কুকুরছানার প্রতি মানুষের এমন ব্যবহারের নেপথ্যে মস্তিষ্কের আচরণকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে, যখনই মিষ্টি বা সুন্দর কোনও কিছুকে দেখি, তখনই মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম (স্নায়বিক অংশ যেখানে নানা রকম আবেগ, ভাললাগা, মন্দলাগা, চাওয়া-পাওয়ার অনুভব প্রকাশ পায়) আগ্রাসনের সঙ্গে উত্তেজিত হয়।
তাতেই শিশু বা কুকুরছানার প্রতি মানুষের এমন ব্যবহারের নেপথ্যে মস্তিষ্কের আচরণকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে, যখনই মিষ্টি বা সুন্দর কোনও কিছুকে দেখি, তখনই মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম (স্নায়বিক অংশ যেখানে নানা রকম আবেগ, ভাললাগা, মন্দলাগা, চাওয়া-পাওয়ার অনুভব প্রকাশ পায়) আগ্রাসনের সঙ্গে উত্তেজিত হয়।
বিশেষ করে কী চাইছে মস্তিষ্ক বা কোন বিষয়ে ঠিক কেমন অনুভূতির প্রকাশ প্রয়োজন তা তখনই কিছুটা নির্ধারণ হয়ে যায়। এর সঙ্গেই যোগ হয় আবেগ নিয়ন্ত্রণকারী সেনসরি অংশের কাজ।
বিশেষ করে কী চাইছে মস্তিষ্ক বা কোন বিষয়ে ঠিক কেমন অনুভূতির প্রকাশ প্রয়োজন তা তখনই কিছুটা নির্ধারণ হয়ে যায়। এর সঙ্গেই যোগ হয় আবেগ নিয়ন্ত্রণকারী সেনসরি অংশের কাজ।
গবেষণায় দেখা গিয়েছে, 'কিউট' কিছু দেখার সঙ্গে মস্তিষ্কের রিওয়ার্ডসিস্টেমের সঙ্গেআবেগের সেনসরি অর্গ্যান খুব শক্তিশালী যোগাযোগ স্থাপন করছে। তা থেকেই মস্তিষ্কে এক আগ্রাসন ঘটে (কিউট অ্যাগ্রেশন)। তাই শিশু বা কুকুরছানা দেখলে এমন চটকানোর স্পৃহা জাগে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
গবেষণায় দেখা গিয়েছে, ‘কিউট’ কিছু দেখার সঙ্গে মস্তিষ্কের রিওয়ার্ডসিস্টেমের সঙ্গেআবেগের সেনসরি অর্গ্যান খুব শক্তিশালী যোগাযোগ স্থাপন করছে। তা থেকেই মস্তিষ্কে এক আগ্রাসন ঘটে (কিউট অ্যাগ্রেশন)। তাই শিশু বা কুকুরছানা দেখলে এমন চটকানোর স্পৃহা জাগে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

তুরস্কে ভূমিকম্পের ১২৮ ঘন্টা পরে উদ্ধার ২ মাস বয়সি শিশু

তুরস্কের ভূমিকম্প বেশ কয়েকটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আপন হারাবার আর্তনাদ সারা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। ইঁট , পাথর ,কংক্রিট চাপা ধ্বংসস্তূপ থেকে জীবন্ত প্রাণকে খুঁজে পাওয়ার আশা যখন ধীরে ধীরে প্রায় হারিয়ে যাচ্ছে ,সেই মুহূর্তে ভূমিকম্পের ১২৮ ঘন্টা পর তুরস্কের আন্তাকিয়ায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে ধুলোবালি মাখা একটি ২ মাসের শিশুকে উদ্ধার করা হয়েছে।

এছাড়াও একটি দুই বছরের মেয়ে, একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা মহিলা এবং চার বছরের একটি শিশু ও তার বাবাকে জীবিত উদ্ধার করেছে। ঘটনাটি নতুন করে সেখানকার মানুষের মনে আশার সঞ্চয় করেছিল। শিশুটির ধুলোময়লা মাখা সেই বিধস্ত মুখটির চেহারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হলে বিভিন্ন জায়গা থেকে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ কমেন্ট বক্সে জমা হয়েছিল। ওই পোস্টের ঠিক একদিন পরে আরেকটি ভিডিও শেয়ার করা হয় যেখানে দেখানো শিশুটি স্নান করে খেয়ে দিয়ে এখন খুব খুশি। তার মুখভরা হাসি সমস্ত নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। ভিডিওটি এখানে দেখুন-

এই সুন্দর শিশুটির ভিডিও টুইটারে শেয়ার করে মাইক নামে একজন ব্যক্তি ক্যাপশনে লিখেছেন “এই হল আমাদের আজকের হিরো ! এই ছোটটি শিশুটিকে ভূমিকম্পের ১২৮ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছিল। এখন সে স্নান সেরে পরিষ্কার হয়েছে এবং সুস্বাদু মধ্যাহ্নভোজনের পরে তাকে খুব সন্তুষ্ট দেখাচ্ছে। ” টুইটারে এই ক্লিপটি শেয়ার হওয়ার পর থেকে এখনও অবধি ৩.৮ মিলিয়ন ভিউস এবং ৪৩.৯ হাজার মতো লাইকস অর্জন করেছে।

অপর একজন ইউসার লিখেছেন “আল্লাহ মঙ্গল করুক । কিছু আশা জাগানোর জন্য অনেক ধন্যবাদ। তুরস্ক এবং সিরিয়ায় এমন ট্র্যাজেডি সত্যিই ভীষণ ভয়ঙ্কর।”

দু‘পাশে দু‘টি পোষ্য, হামাগুড়ি দেওয়া শিশু অবলীলায় সামলাচ্ছে, দেখুন দুষ্টুমিষ্টি ভাইরাল ভিডিও

#কলকাতা:  অসম্ভব মিষ্টি ভিডিও৷ সারাদিনের চাপের মধ্যে ভালো খবর খুঁজে খুঁজে যখন হয়রান তখন এই ধরণের ভিডিও নিঃসন্দেহে মনকে ভালো করে দেয়৷ @HopkinsBRFC  নামের একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপলোড হয়েছে যা ভীষণ সুন্দর৷

ভিডিওতে ছোট্ট শিশুটি মাটিতে বসে দুটি কুকুর ছানার সঙ্গে খেলছে৷ কুকুর ছানাদুটি তার চারপাশে ঘিরে দৌড়চ্ছে আর সে হাসিতে কুটিপাটি হয়ে যাচ্ছে৷ সে একেবারেই পোষ্যদুটিকে ভয় পাচ্ছে না৷ বরং কুকুরছানগুলি রীতিমতো বড়দের মতো পালন করছে৷ দেখে নিন সেই মিষ্টি ভিডিওটি

 পোস্টটির ট্যাগলাইনে লেখা রয়েছে , ‘আশা করি এটা তোমাদের সকলকে আজ হাসাবে৷ ’
ভিডিওটি পোস্ট হওয়ামাত্রই রীতিমতো জনপ্রিয় হয়েছে৷ ভিউ হয়েছে ছয় হাজার, পাশাপাশি বহু মানুষ উচ্ছ্বসিত ৷ কেউ কেউ লিখছেন, “Absolutely adorable,” কেউ আবার লিখছেন ওয়ান্ডারফুল৷ এই ভিডিওর কমেন্ট সেকশেন প্রচুর কমেন্টও পোস্ট হয়েছে৷

লকডাউনের মধ্যেই হয়েছেন মা, সদ্যজাত সন্তানের যা নাম রাখলেন অভিনেত্রী

#মুম্বই: গোটা বিশ্ব জুড়ে করোনার তাণ্ডব ! করোনার মোকাবিলায় গোটা দেশ জুড়ে এখন লকডাউন ৷ আর এই লকডাউনের একেবারে শুরুর দিকে মা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি খান্না ৷ সদ্য জীবনে আসা সন্তানকে নিয়ে দারুণ খুশি রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি স্মৃতি খান্না ও গৌতম গুপ্তা ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছোট্ট মেয়ের ছবি শেয়ার করেছেন স্মৃতি ও গৌতম ৷ সেখানেই লিখেছেন তাঁদের সন্তানের নাম ৷ ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে স্মৃতি লিখেছেন ‘মেয়ের নাম আনায়কা’ ৷

সদ্যজাতকে কোলে নিয়ে ছবিও পোস্ট করেছেন এই দম্পতি ৷

এক সাক্ষাৎকারে স্মৃতি ও গৌতম জানিয়েছেন, ‘করোনার তাণ্ডবের মধ্যেই আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে ৷ আমি এমনিতেই একটু বেশি সচেতন ছিলাম আগে থেকে, সন্তান জন্মানোর পর আরও সচেতন হলাম ৷’

 

View this post on Instagram

 

Anayka ❤️? #family #FirstFamilyPic #DaddysGirl

A post shared by Smriti Khanna (@smriti_khanna) on