Tokyo Olympics Live Update: শুটিংয়ে ভারতের পদক জয়ের সম্ভাবনা, এক নম্বরে থেকে ফাইনালে সৌরভ

#টোকিও: সরকারিভাবে শনিবারই অলিম্পিক গেমসের প্রথম দিন। খাতায়-কলমে আজ থেকেই শুরু টোকিও অলিম্পিক গেমস। এক বছর পিছিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত গেমস শুরু হল। আর প্রথম দিন ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স ভাল-মন্দ মেশানো। সকালে তিরন্দাজিতে দীপিকা কুমারী কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। প্রবীণ কুমারকে সঙ্গী করে দীপিকা তিরন্দাজির মিক্সড ইভেন্টের কোর্টায়ারে পৌঁছন। তার পর ভারতের পুরুষ হকি দল নিউ জিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে। এরই মধ্যে অবশ্য কারাপ খবরও রয়েছে। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে পারেননি  অপূর্বী, এলাভেনিল। আবার টেবিল টেনিসের মিক্সড ডাবলসে শুরুতেই হেরেছেন ভারতের অন্যতম সেরা টিটি তারকা শরথ কমল ও মনিকা বাত্রা। তবে শুটিংয়ে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল করলেন সৌরভ চৌধরি।

১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফাইং রাউন্ডের ফাইনালে পৌঁছলেন সৌরভ। তাও শীর্ষে থেকে। ৫৮৬ পয়েন্ট স্কোর করেছেন তিনি। এক নম্বরে থেকে ফাইনালে উঠে পদকের সম্ভাবনা জাগিয়ে দিলেন সৌরভ চৌধরি। তবে একই ইভেন্টের ফাইনালে উঠতে পারলেন না অভিষেক বর্মা। ৫৭৫ পয়েন্ট তুলে ১৭ নম্বরে শেষ করলেন তিনি।  এদিন পাঁচ নম্বর সিরিজ পর্যন্ত ফাইনালে ওঠার অন্যতম দাবিদার ছিলেন অভিষেক। কিন্তু শেষ সিরিজে  দুটি শটে পিছিয়ে যান তিনি। শেষ সিরিজে মাত্র ৯২ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছিলেন তিনি। সৌরভ অবশ্য শুরু থেকেই দাপট নিয়ে খেলেছেন।