পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

SC RG Kar Case Hearing: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলা, ৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানি! নেপথ্যে কী কারণ?

নয়াদিল্লি: জল্পনা শোনা যাচ্ছিল আগেই। অবশেষে আজ সোমবার শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হল আগামী শুক্রবারের পরিবর্তে আরজি কর মামলার শুনানি হবে পরের সপ্তাহের সোমবার অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ২০২৪।

রাজ্য সরকারের তরফে প্রধান বিচারপতির এজলাসে শুক্রবারের নির্ধারিত শুনানি স্থগিত করার আবেদন জানানো হয়। শুক্রবারের আগে অথবা পরে যে কোনও তারিখে শুনানি করার আবেদন করা হয়। প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী সোমবার, ৩০ সেপ্টেম্বর আরজিকর মামলার শুনানি হবে।

আরও পড়ুন: অক্টোবর মাসে পাঁচ-পাঁচদিন ছুটি…!! কবে কবে বন্ধ থাকবেই সরকারি স্কুল-কলেজ-অফিস? দেখে নিন তারিখ-সহ পূর্ণাঙ্গ তালিকা

যদিও অভিজ্ঞ আইনজীবীদের মতে, এই দিন পিছিয়ে গেলেই যে বিরাট পরিবর্তন হয়ে যাবে এমনটা নয়। কারণ সুপ্রিম কোর্টে এই ধরনের আবেদন মাঝেমধ্য়েই করা হয়। তার পরিপ্রেক্ষিতে দিনও পিছিয়ে যায়। তবে শুনানির দিন পিছিয়ে গেলেই শুনানি বা রায়ের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন হয় যে এমনটা নয়। মূলত কোনও পক্ষের কোনও অসুবিধা থাকলেই তখন এনিয়ে আবেদন করা হয়। বিচারপতি তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন।