পাহাড়ি নদীতে আটকে গেল স্কুল গাড়ি

পাহাড়ি ঝোরায় আটকে গেল স্কুল বাস! উদ্ধারের ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে

জলপাইগুড়ি: অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত উত্তরের জনজীবন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সীমানা ঘেঁষা কালিম্পং জেলার গরুবাথান অঞ্চলের যুদ্ধ বীর উচ্চ মাধ্যমিক স্কুল। সেই স্কুলে যাওয়ার পথে ফাগু ঝোড়া পেরোতে গিয়ে একটি ছোটো গাড়ী জলে আটকে পড়ে।

আতঙ্ক ছড়িয়ে পড়ে গাড়িতে থাকা ছাত্র ছাত্রীদের মধ্যে। তবে দ্রুত স্থানীয় মানুষ উদ্ধারের কাজ শুরু করায় গাড়িতে থাকা ছাত্র ছাত্রীদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন- ঘর থেকে মায়ের দেহ উদ্ধার, সন্দেহ ছেলের দিকে! কারণ খুঁজছে পুলিশ

সেই গাড়িটির মধ্যে স্কুল ছাত্র ছাত্রী ছিল ২৫ থেকে ২৬ জন এবং তাদের কালিম্পং প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতায় এবং স্থানীয় মানুষদের সহযোগিতা সরিয়ে নিয়ে আসা হয়।

কোন বড় দুর্ঘটনা ঘটেনি সেখানে। জানা গিয়েছে, সেখানে হঠাৎ করে হরপা বান চলে আসে । সেই কারণেই এই দুর্ঘটনা ।

সুরজিৎ দে