কিন্তু বিরাট কোহলির জবাব সবাইকে অবাক করে। সঞ্চালকের প্রশ্নের উত্তরে বিরাট কোহলি একটু ভেবে বলেন,"মুম্বই ইন্ডিয়ানস নয়। আইপিএলে সবথেকে বড় প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।"

IPL 2024 CSK vs RCB: ধোনিকে থামানোর মন্ত্র দিয়েছিলেন বিরাট, তাতেই নায়ক হলেন এক ওভারে ৫ ছক্কা খাওয়া যশ দয়াল

বেঙ্গালুরু: শেষ ওভারে দরকার ছিল ১৭ রান, ক্রিজে তখনও ছন্দে থাকা ধোনি এবং জাডেজা। শেষ ওভারের বল করতে গেলেন যশ দয়াল, প্রথম বলে ১১০ মিটারের ছয় মারলেন ধোনি, চোখ ছলছল করে উঠল কোহলির। শেষ ৫ বলে দরকার চেন্নাইয়ের দরকার ছিল মাত্র ৫ বলে ১১ রান। কিন্তু শেষ ৫ বলে হল মাত্র ১ রান, স্বপ্নভঙ্গ হল চেন্নাইয়ের।

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

যশ দয়ালের শেষ পাঁচ বলে রূপকথার গল্প লিখে অসম্ভবকে সম্ভব করেছে বেঙ্গালুরু। আরসিবির হয়ে শেষ ওভার বল করার জন্য একাধিক অপশন থাকলেও ফাফ ডুপ্লেসি ভরসা রেখেছিলেন দয়ালের উপরে। ইয়র্কার বল করে ধোনিকে আটকাতে চেয়েছিলেন। শেষ ওভারের প্রথম বল সেই মতো পরিকল্পনা করেন, কিন্তু ফুলটস হয়ে যায় এবং ধোনি ফাইন লেগের উপর দিয়ে ১১০ মিটারের ছক্কা মারেন। তখন শেষ ৫ বলে মাত্র ১১ রান করলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত চেন্নাইয়ের।

সেই ছয়ের পরে দেখা যায় বাউন্ডারি লাইন থেকে ছুটে আসেন বিরাট কোহলি। চাপে পড়া দয়ালকে তিনি ইয়র্কারের বলে স্লোয়ার দিতে বলেন, “ইয়র্কার নেহি, স্লোয়ার ডাল।” কোহলির এই উপদেশের পরেই বদলে যায় ম্যাচের ভাগ্য, শেষ পাঁচ বলে মাত্র ১ রান করে চেন্নাই।