পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টির আশঙ্কা। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে। এর প্রভাবে বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। পশ্চিমের জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা।

IMD Weather Update: বাঁচবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গও! ক’দিন চলবে ঝড়বৃষ্টির তাণ্ডব দাপট, এখনই জেনে নিন

দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকে বৃষ্টি হয়েছে বিপুল পরিমাণে৷ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির দাপটে কোথাও কোথাও প্রাত্যহিক জীবন ব্যাহত হয়েছে৷ এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনেও ঝড়-বৃষ্টির তীব্র দাপট দেখা যাবে৷  (Image: AP)
দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকে বৃষ্টি হয়েছে বিপুল পরিমাণে৷ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির দাপটে কোথাও কোথাও প্রাত্যহিক জীবন ব্যাহত হয়েছে৷ এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনেও ঝড়-বৃষ্টির তীব্র দাপট দেখা যাবে৷ (Image: AP)
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা।
দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই ওপরে। কলকাতায় ৩২ ডিগ্রির ঘরে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে। পশ্চিমীঝঞ্ঝার সঙ্গে পুবালী হাওয়ার সংঘাত। এর ফলেই বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস।
দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই ওপরে। কলকাতায় ৩২ ডিগ্রির ঘরে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে। পশ্চিমীঝঞ্ঝার সঙ্গে পুবালী হাওয়ার সংঘাত। এর ফলেই বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস।
শুক্র ও শনিবার বৃষ্টি চলবে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কমলেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবার। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস।
শুক্র ও শনিবার বৃষ্টি চলবে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কমলেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবার। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমবে। স্বাভাবিকের কাছাকাছি এলেও খুব বেশি তাপমাত্রা কমবে না।
শুক্রবার রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমবে। স্বাভাবিকের কাছাকাছি এলেও খুব বেশি তাপমাত্রা কমবে না।
কাল শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং জেলার কিছু অংশে শিলাবৃষ্টি আজ সম্ভাবনা।
কাল শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং জেলার কিছু অংশে শিলাবৃষ্টি আজ সম্ভাবনা।