আলু 

North Dinajpur News: বেশি দাম দিতে হবে না! বাজারের থেকে কম দামে মিলবে আলু-পেঁয়াজ! ‌কোথায় গেলে পাবেন?

উত্তর দিনাজপুর: সুলভ মূল্যে বাজারের থেকে কম দামে এবার আলু পেঁয়াজ বিক্রি করবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অবাক হচ্ছেন তো? সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে আলু পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সেই আলু, পেঁয়াজ পাওয়া যাবে বাজার থেকে একেবারেই কম দামে।

প্রতিদিন বেড়েই চলছে আলু -পেঁয়াজের দাম। বাজার করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আলু ৪০ টাকা থেকে ৫০ টাকা আর পেঁয়াজ ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেভাবে দিনের পর দিন বাজারে আলু পেঁয়াজের দাম অগ্নিমূল্য হচ্ছে তাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে । তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে উত্তর দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি কৃষি বিপণন বিভাগের ব্যবস্থাপনায় ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় ইসলামপুর রেগুলেটেড মার্কেটিং অফিসে ইসলামপুর মহকুমা পাঁচটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীদের হাতে আলু, পেঁয়াজ তুলে দেওয়া হয়।  সেই আলু-পেঁয়াজ এবার সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে বিক্রি করানো হবে বিভিন্ন এলাকায়।

স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানান, ব্লক থেকে একটি স্টোর দেওয়া হয়েছে। এখন এখানে সুলভমূল্যে আলু ,পেঁয়াজ বিক্রি করা হলেও পরবর্তীকালে বিভিন্ন সবজি কম দামে বিক্রি করা হবে। প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় অনেকেই খুব বেশি দাম দিয়ে সবজি কিনে খেতে পারেন না। তাই তাদের জন্য এবার সুলভ মূল্যে সবজির বিক্রি করবে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

স্বনির্ভর গোষ্ঠীর পরিচালিত স্টোরগুলিতে পেঁয়াজ ৩৫ টাকা ও আলু ২৭ টাকা দামে বিক্রি করা হচ্ছে। প্রতিটা এলাকায় এবার এই মহিলাদের দিয়েই বিক্রি করানো হবে সুলভ মূল্যে আলু, পেঁয়াজ। তাই আপনিও বাজার থেকে আলু পেঁয়াজ না কিনে সুলভ মূল্যে এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকেই কিনে ফেলুন আলু, পেঁয়াজ ও অন্য সবজি।